14/06/2025
২৪১টি স্বপ্নের মৃত্যু…
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা এক মর্মান্তিক অধ্যায় হয়ে থাকবে। ২৯০ জন মানুষ—প্রত্যেকেই একটি করে গল্প, একটি করে স্বপ্ন বহন করছিলেন। কেউ যাচ্ছিল উচ্চশিক্ষার জন্য, কেউ প্রিয় সন্তানের কাছে বহুদিন পর ফিরে যাওয়ার জন্য, আবার কেউ প্রিয়জনদের থেকে বিদায় নিয়ে অশ্রুসিক্ত নয়নে একটি নতুন জীবনের পথে।
মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীও ছিলেন যাত্রীদের মধ্যে, যারা একদিন হয়তো চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করত। কারও ব্যাগে ছিল উপহার, কারও মনে ছিল একটি সুন্দর ভবিষ্যতের আশা। কিন্তু কয়েক মুহূর্তেই সব শেষ হয়ে গেল।
এই দুর্ঘটনা শুধু মানুষকেই নিথর করেনি; স্বপ্ন, ভালোবাসা আর আবেগকেও চিরতরে পুড়িয়ে ছাই করেছে। প্রিয়জনদের জীবনে নেমে এসেছে শূন্যতা, যা কখনোই পূরণ হওয়ার নয়।
আমরা হয়তো শোক প্রকাশ করতে পারি, সমবেদনা জানাতে পারি, কিন্তু এই ট্র্যাজেডির গভীর ক্ষত কোনো দিনও মুছে যাবে না। নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁদের প্রিয়জনদের জন্য গভীর সহমর্মিতা।
আপনাদের ক্ষতি অমূল্য। প্রার্থনা করি, তাঁরা যেন শান্তি পান।
post collected