BhumiProkash - ভূমিপ্রকাশ

BhumiProkash - ভূমিপ্রকাশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BhumiProkash - ভূমিপ্রকাশ, Publisher, 38 P. K. Roy Road, Banglabazar, Dhaka.

আমাদের পুরোনো পেজটি হ্যাক হয়েছে। এটা নতুন অফিসিয়াল পেজ। প্রকাশিত ও প্রকাশিতব্য বইগুলো নিয়ে আপডেট মিস করতে না চাইলে লাইক/ফলো দিয়ে পাশে থাকতে পারেন। কেননা আপনাদের পাশে পেলে ফিরে পাবো হারিয়ে ফেলা প্রেরণা। 🍀
📚 বুকলিস্ট দেখুন আমাদের পিন পোস্টে। ভূমিপ্রকাশ—সৃজনশীলতার উৎকর্ষে... স্লোগানে যার শুরু। ২০১৭ থেকে এই পথচলা। এই পর্যন্ত বই সংখ্যা ২০০+। নির্দিষ্ট কোনো জনরায় আবদ্ধ না থেকে কাজ করছি সাহিত্যের সবগুলো শাখা নিয়ে।

সুন্দর না? ❤️
31/07/2025

সুন্দর না? ❤️

আহা! কী সুন্দর। 💙
31/07/2025

আহা! কী সুন্দর। 💙

মেয়েটি হাতে একটা বই রোদের মিঠে আলোয় নেড়েচেড়ে দেখছিল। কিনারাগুলো ঝলকে উঠছিল হালকা সোনালি আভায়, আর তার চোখে-মুখে খেলে যাচ্...
30/07/2025

মেয়েটি হাতে একটা বই রোদের মিঠে আলোয় নেড়েচেড়ে দেখছিল। কিনারাগুলো ঝলকে উঠছিল হালকা সোনালি আভায়, আর তার চোখে-মুখে খেলে যাচ্ছিল আনন্দের ঝিলিক।

তার বান্ধবী পাশেই বসে, তাকিয়ে ছিল বইটার দিকে। “এটা কোথা থেকে পেলি রে?”
মেয়েটা হেসে বলল, “তখন পেয়েছিলাম, যখন মাত্র ১০০ কপি বের হয়েছিল।”
বান্ধবী একটু চুপ করে রইল। তার চোখে তখন ভারী আফসোস।

এই দৃশ্যটা একদিন আপনার সাথেও ঘটতে পারে।
কারণ ”সুজুমে” আর “ওয়েদারিং উইথ ইউ”-এর
গোল্ডেন এজ লিমিটেড এডিশন—প্রতিটির মাত্র ১০০ কপি।
এটা শুধু একটা বই না—আপনার মধুর স্মৃতির অংশ হবে।

আর যদি বলি, “ইয়োর নেম”-এর মাত্র কিছু কপি গোল্ডেন এজ বাকি আছে? তবে নিশ্চয়ই বুঝতেই পারছেন—সময়টা এখনই। পরে নয়।

আমরা চুপিচুপি বলে রাখি, অনেক পরীক্ষা-নিরীক্ষার পর এমন এক গোল্ড স্প্রে বেছে নিয়েছি যেটা ঘষলেও হাতে লাগবে না, বহুদিন চকচক করবে, আর তাই বইটা পড়ার পরও থাকবে নতুনের মতোই।

🛒 অর্ডার করতে চান? আপনার পছন্দের বুকশপে গিয়ে বলুন: “গোল্ডেন এজ এডিশনটাই চাই।”

একদিন, কেউ হয়তো আপনার শেলফের দিকে তাকিয়ে বলবে, “কীভাবে পেলেন এই রেয়ার এডিশনটা?”
আর আপনি হাসবেন... কারণ সময় থাকতে সুযোগটা কাজে লাগিয়েছিলেন। 😊

"দ্য সাইলেন্ট পেশেন্ট"-এর একমাত্র অনুমোদিত বাংলা অনুবাদ শীঘ্রই আসছে ভিন্টেজ এডিশনে। 🥹
30/07/2025

"দ্য সাইলেন্ট পেশেন্ট"-এর একমাত্র অনুমোদিত বাংলা অনুবাদ শীঘ্রই আসছে ভিন্টেজ এডিশনে। 🥹

হার্ড কভারে জেল কভার লাগানো শেষ হয়েছে গতকাল। আজকে বইয়ের সাথে লাগিয়ে শিক বাঁধাই করে শুকানো হবে আগামী দুদিন। আশা করছি, শনি...
30/07/2025

হার্ড কভারে জেল কভার লাগানো শেষ হয়েছে গতকাল। আজকে বইয়ের সাথে লাগিয়ে শিক বাঁধাই করে শুকানো হবে আগামী দুদিন। আশা করছি, শনিবার বাঁধাইখানা থেকে আমরা হাতে পেয়ে যাব। 💙

গোল্ডেন এজ নাকি ব্লু এজ পছন্দ? 👀
29/07/2025

গোল্ডেন এজ নাকি ব্লু এজ পছন্দ? 👀

আমাদের জাপানিজ ফিকশনগুলো সংগ্রহ করতে পারেন অহর্নিশ থেকে। 🥹
29/07/2025

আমাদের জাপানিজ ফিকশনগুলো সংগ্রহ করতে পারেন অহর্নিশ থেকে। 🥹

📚হাইবারনেশনআমরা একা হয়ে পড়ি, নিঃস্তব্ধতার অদৃশ্য কোলাহল আমাদের ঘিরে ফেলে। সাইকোলজির ভাষায় আমার মাঝেই জেগে উঠে তখন আরে...
29/07/2025

📚হাইবারনেশন
আমরা একা হয়ে পড়ি, নিঃস্তব্ধতার অদৃশ্য কোলাহল আমাদের ঘিরে ফেলে। সাইকোলজির ভাষায় আমার মাঝেই জেগে উঠে তখন আরেকটা আমি, ঠিক যেন আয়নার প্রতিচ্ছবির মতো। গোলটেবিল বৈঠকের মতো সেই নীরবতায় জেগে উঠে আমি ও আমার দ্বন্দ্ব।

লেখক তার গল্পে গল্পে আমার ও আমির সেই চিরায়ত রূপ পাঠকের সামনে তুলে ধরেন। গল্পে তিনি নন্দনতাত্ত্বিকতার যে অপূর্ব সম্মিলন ঘটিয়েছেন তা আরো বেশি বিমোহিত করবে পাঠক বোদ্ধাদের।

আমাদের ব্যক্তিজীবনের নানা অনুষঙ্গ, প্রবৃত্তিকে খোলামেলাভাবে তুলে ধরেছেন সেখানে। প্রবৃত্তির পেছনে ঘটে চলা তাড়নাকেও আলোচনা করেছেন যথাযথভাবে। ফলে শৈল্পিক কাঠামোগত দিক থেকে গল্পগুলো বেশ নতুন।

গল্পের চরিত্রেরা নানা কারণে ব্যক্তিজীবনে বিপর্যস্ত, হতাশায় আচ্ছন্ন। হারিয়ে ফেলেছে জাগতিক সব মোহমায়া। কেউ কেউ মৃ/ত্যুর মাঝে খুঁজে ফেরে আপন ঠিকানা।

ব‌ইটা পড়ার আগে হাইবারনেশন শব্দটার সাথে আমার কোন পরিচয় ছিল না। শুধু মৃ/ত্যুর অন্তিম সংস্কারটাই চিনতাম। জেনেছি এতো আয়োজন করে ম/রে যাওয়াটাই মূলত হাইবারনেশন।

আগেই বলেছি কাহিনীর চেয়েও গল্পগুলো নন্দনতাত্ত্বিক কাঠামোয় বেশ অপূর্ব। জীবনানন্দের পরাবাস্তব পদ্যের মতো গল্পগুলো অন্তিম তার অনন্তে এসে লীন হয়। গল্পজুড়ে নানা মোটিফ, রূপক, চিত্রকগুলো গল্পকে আরো সমৃদ্ধ করেছে।

লেখক তার সাতটা গল্পে ডিস্টোপিয়ার সাতটা ধরনের সাথে আমাদের পরিচয় করান। সময়ের আঙ্গিকেও গল্পগুলো বেশ প্রাসঙ্গিক। ভিন্ন ভিন্ন গল্পে অতীতচারণ, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ এর আশঙ্কা লেখকের স্বকীয় ভাষাশৈলীর পরিচায়ক।

সর্বোপরি আমাদের একা হয়ে পড়ার ও তার পরিণতির সকল উৎস, নিয়ামক আমাদের সামনে সাহিত্যের নতুন আঙ্গিকে তুলে ধরেছেন লেখক। পার্সোনালি মনে হয়েছে সম্ভবত ডিস্টোপিয়ান লিটারেচারের নতুন কোন আঙ্গিক লেখক আমাদের দেখাতে চাচ্ছেন কি!

🤍

পাঠপ্রতিক্রিয়া: Mashfequr Rahman Himel

‘সুজুমে’তে এভাবেই রৌণক বসাক চমৎকারভাবে জাপানিজ শব্দগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। অনুবাদে সেরা একটা অভিজ্ঞতা পেতে যাচ্ছেন আপ...
28/07/2025

‘সুজুমে’তে এভাবেই রৌণক বসাক চমৎকারভাবে জাপানিজ শব্দগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। অনুবাদে সেরা একটা অভিজ্ঞতা পেতে যাচ্ছেন আপনারা। 💙

💙 ব্লু এজড বর্ডার: সুজুমে, ওয়েদারিং উইথ ইউ❤️ পিংক এজড বর্ডার: ইয়োর নেম, ফাইভ সেন্টিমিটারস পার সেকেন্ড📣 সর্বোচ্চ ছাড়ে আর ...
28/07/2025

💙 ব্লু এজড বর্ডার: সুজুমে, ওয়েদারিং উইথ ইউ
❤️ পিংক এজড বর্ডার: ইয়োর নেম, ফাইভ সেন্টিমিটারস পার সেকেন্ড
📣 সর্বোচ্চ ছাড়ে আর মাত্র চারদিন বইগুলো সংগ্রহ করতে পারবেন। প্রি-অর্ডার করুন আপনার পছন্দের বুকশপে।

Address

38 P. K. Roy Road, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:30 - 19:00
Tuesday 09:30 - 19:00
Wednesday 09:30 - 19:00
Thursday 09:30 - 19:00
Saturday 09:30 - 19:00
Sunday 09:30 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when BhumiProkash - ভূমিপ্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category