KH.JH.M Dawah

KH.JH.M Dawah O Allah, accept me as a martyr in Your path.

https://www.facebook.com/share/p/1ATZHV22X9/
12/06/2025

https://www.facebook.com/share/p/1ATZHV22X9/

রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়ে ১৭ই জুন পর্যন্ত করা হয়েছে।

নবজাগরণ ও যুগসন্ধির এই কঠিন পথচলায় দরকার এমন কিছু আলোচনা ও নির্দেশনার যা সামনের দিনগুলিতে পথ চলতে আমাদের এগিয়ে রাখবে অনেক ধাপ। এই আশাকে সামনে রেখেই প্রথমবারের মতো Gaibandha এর মাটিতে আয়োজন হতে যাচ্ছে,

“নবজাগরণে উম্মাহ: আত্মসংশোধনের আহ্বান” শীর্ষক সেমিনার।

তাহলে আর দেরি কেন? ঝটপট রেজিষ্ট্রেশন করে ফেলুন। আসন সংখ্যা সীমিত।

স্থান: ইনডোর স্টেডিয়াম, গাইবান্ধা।
সময়: সকাল ৯.১৫ থেকে রাত ৮.৩০ পর্যন্ত।

রেজিস্ট্রেশন লিংক
https://forms.gle/CKpS3E2mbdiSF64A7

12/06/2025

১. হিউম্যান বিয়িং: শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
২. চিন্তাযুদ্ধ
৩. বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত
৪. মুসলিমবিশ্বে ইসলাম ও পাশ্চাত্যের সংঘাত
৫. মুসলিমবিশ্বে ঔপনিবেশিক আগ্রাসন
৬. ইসলাম ও মুক্তচিন্তা
৭. কোয়ান্টাম মেথড ও ইসলাম
৮. সিক্রেট অব জায়োনিজম
৮. সিক্রেট অব ইয়াহুদিজম
৯. বায়তুল মাকদিস ও ফিলিস্তিনের ইতিহাস
১০. মুক্তচিন্তা ও ইসলাম
১১. কেন আমি ইহুদি নই
১২. তালমুদ
১৩. ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি
১৪. চিন্তাপরাধ
১৫. হোয়াট ইজ টু বি ডান
১৬. ডাবল স্ট্যান্ডার্ড—১–২–৩
১৭. কষ্টিপাথর
১৮. মানসাঙ্ক
১৯. কাঠগড়া
২০. ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা
২১. আধুনিক বিশ্বের ওয়ার্লডভিউ
২২. বর্ডার ওয়ারস
২৩. বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস

বইগুলো পড়েছেন? না পড়ে থাকলে যেকোনোভাবে সংগ্রহ করে পড়ুন। এইসব বই পড়ার ক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজন নেই।

"আলহামদুলিল্লাহ! আল্লাহর হেফাজতেই প্রকৃত সুখ।"
20/02/2025

"আলহামদুলিল্লাহ! আল্লাহর হেফাজতেই প্রকৃত সুখ।"

একটা সত্যি কথা কি জানেন?আমাদের মধ্যে না আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, না আছে ভয়।এমন একজনের কথা একটু আগে বাসায় বলছিলাম, যে ...
18/02/2025

একটা সত্যি কথা কি জানেন?
আমাদের মধ্যে না আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, না আছে ভয়।

এমন একজনের কথা একটু আগে বাসায় বলছিলাম, যে কিনা আমাদের সময়েরই একটা ছেলে।

এই ছেলে ইশার পরপরই ঘুমায়ে যায়, কারণ এটা রাসূলুল্লাহর ﷺ সুন্নাহ। আর রাসূলুল্লাহর ﷺ সুন্নাহই তার কাছে গাইডেন্স। আর গাইডেন্স ফলো করলেই সে সফল। নইলে তো সে মিসগাইডেড, ব্যর্থ!

এই ছেলে প্রতি রাতে ঘুম থেকে সাড়ে বারোটায় উঠে যায়। ভোর পাঁচটা পর্যন্ত সে চুপিচুপি টানা সলাত করে। কিয়াম করে।
কেন?

কারণ, সে আল্লাহর প্রতি সত্যিই কৃতজ্ঞ।
সে নিজের ভুল আর জা'হান্নাম নিয়ে সত্যিই ভীত। এই কৃতজ্ঞতা প্রকাশ করতে আর আশ্রয় চাইতে চাইতে সে দুই পা ফুলায়ে ফেলে।

প্রতিদিন।

একটা ট্যুরে ত্রিশদিনের একদিনও তার এই রুটিন মিস হয় নাই। তীব্র মশার প্রকোপেও আল্লাহর প্রতি ভালবাসা তাকে সুন্নাহর অনুসরণ থেকে থামাইতে পারে নাই। কোন পরিস্থিতি আর অজুহাতই তাকে আল্লাহর সাথে কথোপকথনের মিষ্টতা মিস করার দুঃসাহস দেয় নাই।

মনিব নিজে নেমে আসবেন, কথা শুনতে চাইবেন, মাফ করতে চাইবেন, আর এই কথার উপরে ঈমান থাকলে দাস হয়ে সে ঘুমাবে, তা কী হয়?
হয় না।

এই ছেলেটা তাওহীদ "বুঝেছে"।
আল্লাহকে চিনেছে।
সফলতা দেখেছে।

আর আমরা?
আমরা বয়ান দিয়ে, বয়ান শুনেই বিন্দাস!
ঠিক না?

আল্লাহর জন্য বাঁচা!
এতো সস্তা?

লেখা : তওহা আকবর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when KH.JH.M Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share