নকশীওয়ালা-Nokshiwala

নকশীওয়ালা-Nokshiwala প্রমোশন এর জন্য ইনবক্সে মেসেজ দিন❤️
(4)

18/07/2025

আমরা মৃ*ত মানুষের জন্য আফসোস করি। কিন্তু বে*চে থাকতে কেউ জানতে চাইনা মানুষটা আসলেই কেমন আছে। কি ভয়ংক*র নাহ?

ঝুমকা নিবো কিনা জিগ্যেস কইরো না। জিজ্ঞেস করো কত গুলো লাগবে।
18/07/2025

ঝুমকা নিবো কিনা জিগ্যেস কইরো না। জিজ্ঞেস করো কত গুলো লাগবে।

18/07/2025

বুঝছো?

17/07/2025

মানুষ ভবিষ্যৎ দেখতে পারে না — এটাই তার সবচেয়ে বড় সীমাবদ্ধতা।

যদি তা পারত, তাহলে কত ভুল সিদ্ধান্ত, কত অপছন্দ, কত কষ্ট এড়িয়ে যেতে পারত। আফসোস হয়তো থাকত, কিন্তু ক্ষতি হতো না এতোটা। কখনো কখনো একটা ভুল বা সময়মতো ঠিক সিদ্ধান্ত না নেওয়া পুরো জীবন ওলটপালট করে দেয়।

একটা সম্পর্কে জড়ানোর সময়, মানুষ যার প্রতি বেশি বিশ্বাস, ভালোবাসা বা আশ্রয় খুঁজে পায় তাকেই বেছে নেয়। কেউ কল্পনাও করতে পারে না, যার হাত ধরেছে, সেই মানুষটিই জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

সঙ্গী ভুল ছিল—এটা বোঝার জন্যও সময় লাগে। সঠিক-ভুল বোঝা যায় সম্পর্কের গভীরে গিয়ে, দিনের পর দিন একসাথে থাকতে থাকতে।

এক সময়ের একটা ভয়াবহ ঘটনা বারবার মনে পড়ে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে ঘটে যাওয়া নির্মমতা। তিনি নিজেও হয়তো কখনো ভাবেননি, তার জীবনটা এমনভাবে বদলে যাবে।

তার জীবনের সেই মানুষটা, যাকে হয়তো তিনি একসময় ভালোবেসেই জীবনসঙ্গী করেছিলেন, একসময় হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় যন্ত্রণা। প্রথম রাতেই সহিংসতা শুরু হয়, তারপর বারবার। মানসিক আর শারীরিক নির্যাতন চলতেই থাকে।

যখন আর সহ্য হচ্ছিল না, তখন উচ্চশিক্ষার সুযোগ হয় বিদেশে। তিনি বেরিয়ে যেতে পেরেছিলেন, হালকা একটুখানি মুক্তির স্বাদ পেয়েছিলেন। সাহস করে বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়েছিলেন। তবুও শেষরক্ষা হয়নি।

দেশে ফিরে মেয়েকে দেখতে গিয়ে সেই পাষণ্ডের হাতে চিরতরে হারিয়েছেন নিজের চোখের আলো।

আমাদের মতো অনেকেই হয়তো ভাবি—ইশ! যদি আগেই বুঝতেন! তাহলে কি এমন হতো?

হ্যাঁ, প্রথম চড়েই হয়তো সম্পর্কটা ছাড়তে পারতেন। সন্তানের জন্ম না দিয়ে নিজেকে আরও বড় এক বন্ধনের হাত থেকে রক্ষা করতে পারতেন। আইনের সহায়তা নিতে পারতেন।

কিন্তু সমাজ কী শেখায়? "ম্যানেজ করো", "সময় নাও", "ছাড় দিলে কি লোকের মুখ দেখানো যাবে?"

আমাদের সমাজে একজন নারী তখনই বিশ্বাসযোগ্য হয় যখন তার শরীরের ক্ষত দৃশ্যমান হয়। না হলে তার কান্না, তার অভিযোগ, তার কষ্ট—সব মিথ্যে বলে উড়িয়ে দেওয়া হয়।

সেই চোখ অন্ধ হয়েছে শুধু একজন সহিংস স্বামীর কারণে নয়, বরং এই সমাজ, এই "ম্যানেজ করো" বলা মানুষেরাও সেই অন্ধত্বের দায় এড়াতে পারে না।

তবে আশার কথা হলো, সেই নারী হাল ছাড়েননি। সাহসের সঙ্গে জীবনটাকে আবার নতুনভাবে শুরু করেছেন। পড়া শেষ করেছেন, কন্যাকে পাশে রেখেছেন, নিজের পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।

এমনকি দেশের বাইরের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সম্মানজনক পুরস্কারও পেয়েছেন—“Courage to Come Back”।

তার গল্প আমাদের কাঁদায় ঠিকই, কিন্তু তার শক্তি আমাদের চোখে সাহসের আলোও জ্বালায়।

তবু মাঝে মাঝে মনটা বলে—"আপা, যদি না আসতেন সেই জানোয়ারের কাছে... যদি বুঝতেন..."

আর কত মেয়েকে হারালে আমাদের সমাজ বলতে শিখবে:

"পারছ না? তবে ছেড়ে দাও। দরকার হলে একা থাকো—কিন্তু ভালো থাকো। নিরাপদ থাকো। বেঁচে থাকো।"

---

এই লেখাটি তুমি নিজের নামে, নিজের ভাষায়, যেকোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারো — কপিরাইট ফ্রি। চাইলে আমি পোস্টের জন্য থাম্বনেইল, ভিডিও বা ভয়েস ওভারও তৈরি করে দিতে পারি। জানাও শুধু। ❤️

নকশীওয়ালা-Nokshiwala

চ্যাটলিস্টের ১ম  ব্যাক্তি এগুলো আপনাকে সারপ্রাইজ দিতে যাচ্ছে ❤️‍🔥।।।
16/07/2025

চ্যাটলিস্টের ১ম ব্যাক্তি এগুলো আপনাকে সারপ্রাইজ দিতে যাচ্ছে ❤️‍🔥।



আগে সখ পরে কানের চিন্তা করা যাবে 🙂।।
15/07/2025

আগে সখ পরে কানের চিন্তা করা যাবে 🙂



বান্ধবিকে ঝুমকা গিফট করলে তাড়াতাড়ি প্রেম হয় ,বিয়ে হয়, সব ডিপ্রেশন দূর হয়ে যায় চেহারা সুন্দর হয়🥰
15/07/2025

বান্ধবিকে ঝুমকা গিফট করলে তাড়াতাড়ি প্রেম হয় ,বিয়ে হয়, সব ডিপ্রেশন দূর হয়ে যায় চেহারা সুন্দর হয়🥰

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা...
12/07/2025

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থাকে একাউন্টে। গত দুই বছর এভাবেই চলছে তাদের সংসার। এরই মধ্যে ছেলের পাঠানো টাকা জমা হতে হতে দশ লাখ পরিব্যাপ্ত হয়েছে।

এবার ছেলে সেই টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায়। বাবাও তাতে খুশি।

আজ ছেলে বাবা-মা জনতা ব্যাংক, দাউদকান্দি শাখায় আসেন। তারা যখন আমার সামনে বসা, এ সময় ছেলে আমাকে ফোন দিয়ে অনুরোধ করে – আমি যেনো পুরো দশ লাখ টাকা তার মায়ের হাতে কিছুখনের জন্য তুলে দেই। সে ছেলের কামাইয়ের টাকা নিজের হাতে ছুঁয়ে দেখতে চায়।

তার কথা শুনে আমি কিছুক্ষন চুপ হয়ে গেলাম!

মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে।

সে কেবল তার কামাইয়ের টাকার পরিমাণ বা সংখ্যা দিয়ে মাকে বুঝাতে চায় না, মায়ের চোখে দৃষ্টিমান করতে চায়।

দেখো মা – এই টাকা তোমার থেকে, তোমার জন্য জোগাড় করেছি!

ছেলের কথাগুলো শুনছিলাম, আর মনে মনে ভাবছিলাম ছোট বেলায় “বীরপুরুষ” কবিতাটির কথা –

মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে, মা, চলো
দরজা দুটো একটু একটু ফাঁক করো,
আমি যাচ্ছি রাজা ঘোষণার পরে
টাঙিয়ে গিয়ে তোমার পাশে পাশে।

আজকাল তো অনেক মায়েরা জানতেও পারে না তার ছেলের রোজগারের খবর।

প্রতিটি মায়ের এমন একটি করে “বীরপুরুষ” থাকুক…
নকশীওয়ালা-Nokshiwala

💔 “মা, আমি ক্লান্ত…” – এক শ্রমজীবী সন্তানের চিঠি 💔“মা, আজও সকাল ৬টায় উঠে কাজে গেলাম। দুপুরের রোদে ঘাম ভিজে গেল জামা-কাপড়...
12/07/2025

💔 “মা, আমি ক্লান্ত…” – এক শ্রমজীবী সন্তানের চিঠি 💔

“মা, আজও সকাল ৬টায় উঠে কাজে গেলাম। দুপুরের রোদে ঘাম ভিজে গেল জামা-কাপড়। তোমার হাতের ভাত আর পেঁয়াজ মরিচের কথা খুব মনে পড়ল। কিন্তু আমি জানি, আজও তুমি হয়তো না খেয়ে আছো, যেন আমি দূরে বসে অন্তত কিছু খেতে পারি। মা, আমি ক্লান্ত। শরীর না, মনটা ক্লান্ত। এই শহরের কোলাহলে তোমার মুখটা খুঁজে পাই না…”

আমরা অনেক সময় ভুলে যাই — আমাদের পাশে যারা আছে, তাদের ভালোবাসা কত নিঃস্বার্থ।

উদ্দেশ্য যখন শুধুই প্রিয় মানুষের মুখের হাসি🥹
11/07/2025

উদ্দেশ্য যখন শুধুই প্রিয় মানুষের মুখের হাসি🥹

আলোবাতাসহীন ঘর আর মানসিক স্বাস্থ্যএকজন মায়ের গল্প শুনেছিলাম—যিনি এমন একটা ফ্ল্যাটে থাকেন, যেখানে জানালা থাকলেও সেগুলো খু...
11/07/2025

আলোবাতাসহীন ঘর আর মানসিক স্বাস্থ্য

একজন মায়ের গল্প শুনেছিলাম—যিনি এমন একটা ফ্ল্যাটে থাকেন, যেখানে জানালা থাকলেও সেগুলো খুললে শুধু পাশের দেয়ালের সাদা রংটাই দেখা যায়। আকাশ নেই, রোদ নেই, বাতাসও যেন বন্দি। মাসের পর মাস তিনি দিনের আলো না দেখেই দিন কাটাচ্ছেন। এতে করে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাচ্চার উপর রাগ উঠে যায়, নিজের মধ্যেই জন্ম নিচ্ছে নেতিবাচক চিন্তা।

এই ক’দিনে আমিও এই অনুভূতির এক ঝলক পেয়েছি। টানা কয়েকদিন সূর্যের দেখা নেই, শুধু বৃষ্টি আর মেঘ। অথচ আমার ঘরে বেশ কয়েকটা জানালা আছে—আলো-বাতাস আসে। তবুও রোদের অভাবে ভিতরটা ভার হয়ে আছে, মন খারাপ, কিছুতেই শান্তি পাচ্ছি না। তখনই ভাবলাম—যিনি মাসের পর মাস রোদ না দেখে একটা ঘরে বন্দি, তাঁর মানসিক অবস্থা কেমন হতে পারে?

এই আলোবাতাসহীনতা শুধু একটা স্থাপত্য সমস্যা না—এটা মানসিক স্বাস্থ্যকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আমরা জানি, ২০২৩ সালের জুলাই আন্দোলনের সময় গুম থেকে ফিরে আসা অনেক ভিকটিমদের সবচেয়ে বড় মানসিক আঘাত ছিল এই ‘বদ্ধ ঘর’। যেখানে আলো নেই, বাতাস নেই, জানালা নেই, রোদের ছিটেফোঁটা নেই।

একজন ছাত্র আত্মহত্যা করেছিল কিছুদিন আগে। তার বোন বলেছিলেন—সে অনেকদিন ধরে ঘর থেকে বের হতো না। নিঃসঙ্গতা, একাকিত্ব, ডিপ্রেশন—সব মিলিয়ে এমন এক পরিণতি।

আমার এক বান্ধবীর মা বিয়ের পর ১০ বছর ঘরেই ছিলেন প্রায় বন্দির মতো। বাইরে যাওয়া তো দূরের কথা, সন্তান প্রসবও হয়েছে ঘরেই। দিনের পর দিন এইভাবে আবদ্ধ থেকে মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল, আর সেটা সন্তানদের ওপরই গিয়ে পড়েছে।

ঘরে দীর্ঘ সময় আবদ্ধ থেকে যাওয়ার আরেকটি বড় সমস্যা হলো ভিটামিন ডি-এর ঘাটতি। এখন অনেক গৃহবধূই এই ঘাটতিতে ভুগছেন। রোদ না পেলে শরীর দুর্বল হয়, মন বিষণ্ন হয়ে পড়ে।



তাই একটু সময় দিন, একটু আলো দিন

আপনার বাড়ির মা-বোনরা কেমন আছে—এটা শুধু খাবার আর জামাকাপড় দিয়ে মাপা যায় না। তারা কি আকাশ দেখতে পারছে? তারা কি একটু হাঁটতে পারছে? রোদ-মেঘ দেখতে পারছে? মন খুলে নিঃশ্বাস নিতে পারছে?

পুরুষদের বলি—সময় না থাকলেও অন্তত ছুটির দিনে পরিবারকে নিয়ে একটু বাইরে যান। হোক না সেটা ছাদে হেঁটে বেড়ানো, নিকটবর্তী কোনো পার্কে কিছুক্ষণ বসে থাকা, বা কোনো শান্ত জায়গায় ঘুরে আসা। ছোট ছোট এই জিনিসগুলো মানসিক স্বাস্থ্যের জন্য অমূল্য।

বোনেরা, আপনারাও সুযোগ পেলেই ছাদে যান, বারান্দায় দাঁড়ান, কিছুক্ষণ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকুন। আল্লাহ্‌ এত সুন্দর দুনিয়া তৈরি করেছেন—দেখার, অনুভব করার জন্য। শুধু বেঁচে থাকার জন্য না, সুস্থভাবে বাঁচার জন্য আলো-বাতাস দরকার।

কখনো যদি দেখেন আপনার বা পরিচিত কারও মন খারাপ দীর্ঘস্থায়ী হচ্ছে, আনন্দ ফিকে লাগছে, বিরক্তি আর রাগ বেড়ে যাচ্ছে—তখন বিষয়টিকে গুরুত্ব দিন। প্রাথমিক অবস্থায় বুঝে ব্যবস্থা নিলেই অনেক ক্ষতি ঠেকানো সম্ভব।



জীবন সুন্দর — শুধু জানালা খুলে তাকানোর সুযোগটা থাকতে হবে। 🌿🌤️

এই নেইলস এর জন্য কত আপু যে বসে ছিলেন। অবশেষে আজকে নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে। যারা অপেক্ষায় ছিলেন তারা মেসেজ দিন।
10/07/2025

এই নেইলস এর জন্য কত আপু যে বসে ছিলেন। অবশেষে আজকে নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে। যারা অপেক্ষায় ছিলেন তারা মেসেজ দিন।

Address

Dhaka

Telephone

+8801308939979

Website

Alerts

Be the first to know and let us send you an email when নকশীওয়ালা-Nokshiwala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নকশীওয়ালা-Nokshiwala:

Share