সাদাকালো জীবন

সাদাকালো জীবন Assalamu Alaikum. Welcome to my page. I am a content creator. The rich traditions of Islam. Paiarf With daily Islamic quotes to uplift and inspire you. join us!
(1)

13/10/2025

সালাতের উদ্দেশ্যে গমনের প্রতিটি পদক্ষেপ সদকা।
(বুখারী:২৮৯১)

নারীর দোষ দিয়ে কি হবে!দোষ তো পুরুষদের কারনঅর্থ উপার্জন না করে নারীর প্রেমে ডুবে মরে কিন্তু সে জানে নানারী অর্থকে ভালোবাস...
12/10/2025

নারীর দোষ দিয়ে কি হবে!
দোষ তো পুরুষদের কারন
অর্থ উপার্জন না করে নারীর
প্রেমে ডুবে মরে কিন্তু সে জানে না
নারী অর্থকে ভালোবাসে পুরুষকে না।।

প্রায় সব পরিবারে বড় ছেলেরা আর বড় বউরা কখনো কারোকাছে প্রিয় হতে পারে না।
12/10/2025

প্রায় সব পরিবারে বড় ছেলেরা
আর বড় বউরা কখনো কারো
কাছে প্রিয় হতে পারে না।

সবচেয়ে স্বার্থপরতার খারাপ দিক হলোযখন আপন মানুষ গুলোই স্বার্থের জন্য আপনকেই পর করে দেয়।
12/10/2025

সবচেয়ে স্বার্থপরতার খারাপ দিক হলো
যখন আপন মানুষ গুলোই স্বার্থের জন্য
আপনকেই পর করে দেয়।

12/10/2025

তাঁরা (জান্নাতীরা) থাকবে কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা।

সূরা-ওয়াকিয়া:২৯

অতীতে মানুষের কাপড় ছিলো নোংরাকিন্তু মন ছিলো অনেক পরিস্কার আরবর্তমানে মানুষের কাপড় থাকে খুব পরিস্কার কিন্তু মনটা খুবই নোং...
11/10/2025

অতীতে মানুষের কাপড় ছিলো নোংরা
কিন্তু মন ছিলো অনেক পরিস্কার আর
বর্তমানে মানুষের কাপড় থাকে খুব পরিস্কার
কিন্তু মনটা খুবই নোংরা।

কারো ক্ষতি করে নিজের ভাগ্য কখনো পরিবর্তন করা যায় না,কারন দোয়া আর অভিশাপ দুটোই শক্তিশালী।
11/10/2025

কারো ক্ষতি করে নিজের ভাগ্য
কখনো পরিবর্তন করা যায় না,
কারন দোয়া আর অভিশাপ দুটোই শক্তিশালী।

পথ যাকে তাকে চিনিয়ে দিতে যাবেন না,কারন পথ চেনা হয়ে গেলেই সে আপনারপথেই কাটা বিছিয়ে দিতে দ্বিধা বোধ করবে না।
11/10/2025

পথ যাকে তাকে চিনিয়ে দিতে যাবেন না,

কারন পথ চেনা হয়ে গেলেই সে আপনার

পথেই কাটা বিছিয়ে দিতে দ্বিধা বোধ করবে না।

11/10/2025

মুমিনরা অধিক পরিমাণে সন্দেহ করা থেকে বিরত থাকো, নিশ্চয় কিছু কিছু সন্দেহ পাপতূল্য।
সূরা হুজরাত-১২

স্বামী ছাড়া স্ত্রী আর স্ত্রী ছাড়া স্বামী কখনো পরিপূর্ণতা পায় না।স্বামী স্ত্রীর সম্পর্ক হলো সবচেয়ে মধুর সম্পর্ক,স্বামী স্...
10/10/2025

স্বামী ছাড়া স্ত্রী আর স্ত্রী ছাড়া স্বামী

কখনো পরিপূর্ণতা পায় না।

স্বামী স্ত্রীর সম্পর্ক হলো সবচেয়ে মধুর সম্পর্ক,

স্বামী স্ত্রীর খুশিতে স্বয়ং আল্লাহ তা'য়ালা খুশি হোন।

নিজের ইচ্ছায় মানুষ কখনো বদলায় না,মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্হিতি ও সময়মানুষকে বদল...
10/10/2025

নিজের ইচ্ছায় মানুষ কখনো বদলায় না,
মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি,
কিছু মানুষের ব্যবহার আর পরিস্হিতি ও সময়
মানুষকে বদলাতে একান্তই বাধ্য করে।

একদম সত্য কথা একজন মানুষকে বছরের ৩৬৪ দিন কারো               উপকার করো          আর একদিন তার সংঙ্গে একটা ছোট ভুল করো দেখব...
10/10/2025

একদম সত্য কথা

একজন মানুষকে বছরের ৩৬৪ দিন কারো উপকার করো

আর একদিন

তার সংঙ্গে একটা ছোট ভুল করো
দেখবেন ৩৬৪ দিনের উপকারের কথা
ভুলে উল্টো আপনার বদনাম করে বেড়াচ্ছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সাদাকালো জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share