20/09/2025
~~জীবনসঙ্গী~~
কেউ একজন আসুক-
যে রোজ প্রভাতে ডেঁকে উঠাবে-
ফজরের নামাজ শেষে,কুরআনের সুর শুনাবে!
যার কোলে মাথা রেখে দ্বীনের কোন গল্প শুনে,
যেন পার করে দিতে পারি বহুকাল।
কেউ একজন আসুক-
যার শাসন হবে পবিত্র,
আসন হবে নিস্পাপ কলবে!
ধৈর্যের বাঁধ ভাঙা দিনে, হাতে হাত রেখে বলবে-
চিন্তা করবেন না, আল্লাহর ওপর ভরসা রাখেন।
কেউ একজন আসুক —
যে সারাদিন আল্লাহর রেখায় চলার তাগিদ দেবে,
ফিরিয়ে দেবে নিম্নতায় ভাঙা মনকে উচ্চতায়,
জোরে বলবে, “ভালো লেখার চেয়ে, হবে ভালো কাজ”।
কেউ একজন আসুক —
যে নদীর মতো স্রোত বহাক পদে পদে সাদাকাহ,
হজ্জের আলোক প্রবাহ,
যা আমার জীবনে পূর্ণতা আনুক,
তরুন হৃদয়ের আশা জাগুক।
এমন কেউ একজন আসুক-
যার স্বপ্ন ইহকাল পেরিয়ে পরকালে,
একসাথে জান্নাতে থাকার ইচ্ছে।
~ছোট্ট কবি~