Adnan Hasan Naim

Adnan Hasan Naim - আমি ও বদলে যাবা, আজকের পর থেকে! 🖤
(21)

🕋 ইসলামিক গল্প: *"তিন খেজুর আর একজন সাহাবি"*এক যুদ্ধে এক সাহাবি মারাত্মক জখম হন। তিনি মাটিতে পড়ে আছেন, পাশে এক সাহাবি পা...
27/07/2025

🕋 ইসলামিক গল্প: *"তিন খেজুর আর একজন সাহাবি"*

এক যুদ্ধে এক সাহাবি মারাত্মক জখম হন। তিনি মাটিতে পড়ে আছেন, পাশে এক সাহাবি পানি চাইলেন। যখন তাকে পানি দেওয়া হলো, পাশে আরেকজন আহত ভাইয়ের কষ্ট দেখে তিনি বললেন:

*"না, আগে তাকে দাও।"*

দ্বিতীয় জনও বললেন,
*"না, ও আগে কষ্টে আছে, তাকেই দাও।"*

এভাবে পানি পৌঁছাতে পৌঁছাতে সবাই মারা গেলেন — *কেউই এক ফোঁটা পানি খেলেন না*, কারণ তারা চেয়েছিলেন ভাই আগে শান্তি পাক।

---

🌟 শিক্ষা:
- ইসলামের শিক্ষা হলো *নিজের চেয়ে ভাইয়ের প্রয়োজন আগে ভাবা*
- এইটাই ছিল সাহাবিদের ইমান, এইটাই ছিল প্রকৃত ভ্রাতৃত্ব

বলুন, আরও চাইলে আমি এরকম আরও গল্প দিতে পারি — সাহাবিদের, নবিজির সময়কার, বা ইতিহাস থেকে। 🤍

23/07/2025

আবু ত্বহা আদনান নতুন ওয়াজ

AI  দিয়ে তৈরি ইসলামের ইতিহাস ---ইসলামের ইতিহাস: এক সংক্ষিপ্ত পর্যালোচনাইসলাম ধর্মের সূচনা হয় ৭ম শতাব্দীতে আরবের মক্কা শ...
20/07/2025

AI দিয়ে তৈরি ইসলামের ইতিহাস

---

ইসলামের ইতিহাস: এক সংক্ষিপ্ত পর্যালোচনা

ইসলাম ধর্মের সূচনা হয় ৭ম শতাব্দীতে আরবের মক্কা শহরে। ইসলামের প্রধান নবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী হিসেবে স্বীকৃত। তিনি ৬১০ খ্রিষ্টাব্দে ৪০ বছর বয়সে প্রথমবার আল্লাহর তরফ থেকে ওহী গ্রহণ করেন। এই ওহীগুলো পরে কোরআন শরিফে সংকলিত হয়।

ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো এক ঈশ্বর আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাঁর নির্দেশিত পথে জীবন যাপন। মুসলিমরা পাঁচটি প্রধান স্তম্ভের মাধ্যমে তাদের ধর্ম পালন করে—শহাদাত (ঈমানের ঘোষণা), নামাজ (প্রার্থনা), রোজা (উপবাস), জাকাত (দান), এবং হজ (পবিত্র মক্কা সফর)।

প্রথমদিকে ইসলাম অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিন্তু ধীরে ধীরে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি পায়। নবী মুহাম্মদের মৃত্যু (৬৩২ খ্রিস্টাব্দ) পরবর্তী খিলাফতের সময় ইসলাম দ্রুত সম্প্রসারিত হয় এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের কিছু অংশে ছড়িয়ে পড়ে।

ইসলামের ইতিহাস শুধু ধর্মীয়ই নয়, বরং এটি একটি বৃহৎ সাংস্কৃতিক ও সামাজিক বিপ্লব। ইসলামী সভ্যতা বিজ্ঞান, কলা, সাহিত্য ও দর্শনে বিশাল অবদান রেখেছে।

আজকের দিনে, ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে প্রায় ১.৮ বিলিয়ন মানুষের জীবন ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে চলছে।
(চেট জিপিটি থেকে নেওয়া

চেট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে । সে সরাসরি বলতে চায় না তবে ঘুরিয়ে ফিরিয়ে  বলে যে নবি (সা) এর কার...
20/07/2025

চেট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে । সে সরাসরি বলতে চায় না তবে ঘুরিয়ে ফিরিয়ে বলে যে নবি (সা) এর কারন কি বলতে পারবেন
#ইসলামেরআলো #ইসলামের-ইতিহাস

20/07/2025

মাওলানা মোকাররম বারি নতুন ওয়াজ।

18/07/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার বাসা থেকে ঘুরে আসবো!!❤

14/07/2025

গুছিয়ে বলতে না পারা-
প্রত্যেকটা দোয়া তুমি কবুল করে
নাও মালিক..!🤲

14/07/2025

Address

Sribordi, Dhaka, Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adnan Hasan Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category