28/04/2025
সৃষ্টির সেরা জীব কিংবা বিবর্তিত হয়ে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ। এই মানুষ নাকি মনুষ্যত্বের কারণেই মানুষ হয়েছে। কিন্তু, এই মানুষের আছে পৃথিবীর সবচেয়ে ব্রুটাল ডার্ক রিয়েলিটি। সেই ডার্ক রিয়েলিটিগুলো তুলে ধরে, নিজেদের কৃতকর্ম ও ক্লেইম করা পজিশনের মধ্যে যে যোজন-যোজন দূরত্ব রয়েছে- তা আরেকবার মনে করিয়ে দিয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে 'কালো মার্কস'-এর যাত্রা শুরু হলো।
এই যাত্রার সূচনালগ্ন থেকে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
২৯.০৪.২০২৫