Shohag Ahmed

Shohag Ahmed আসসালামু আলাইকুম
Welcome to my Page..!!

🌙 আল্লাহর ওপর ভরসা রাখুন 🌙

"তোমরা যদি আল্লাহর উপর ভরসা কর, তবে তিনিই যথেষ্ট।" – (সূরা আত-তালাক: ৩)

12/08/2025

উপরে ছুটছে ট্রেন, নিচে ভেসে চলেছে নৌকা
দুটি পথ, দুটি গতি—গন্তব্য একটাই
নদীর স্রোত আর সময়ের ছুটে চলা
গল্প ভিন্ন, অনুভূতি এক

12/08/2025

"ভোরের সূর্য আমাদের শেখায়
অন্ধকার যত গভীর হোক, আলো আসবেই।"

💭✨"জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো হয় না,কিন্তু প্রতিটি দিনের ভেতর লুকিয়ে থাকেনতুন কিছু শেখার আর বদলে যাওয়ার সুযোগ।হাল ছেড়ো ...
10/08/2025

💭✨
"জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো হয় না,
কিন্তু প্রতিটি দিনের ভেতর লুকিয়ে থাকে
নতুন কিছু শেখার আর বদলে যাওয়ার সুযোগ।
হাল ছেড়ো না—হয়তো তোমার সবচেয়ে সুন্দর দিনটা
এখনও আসেনি। ❤️"

09/08/2025

"দিনের সব ব্যস্ততা, সব ক্লান্তি আজ চাঁদের আলোয় গলে যাক…
হৃদয়ের সব কষ্ট আজ স্বপ্নের দেশে হারিয়ে যাক…
নতুন ভোরের আশা নিয়ে চোখ বুজে ঘুমিয়ে পড়ো,
শুভ রাত্রি 💙"

#শুভরাত্রি #শান্তি

নতুন সকাল, নতুন রহমত।আল্লাহ তাআলা আজও তোমাকে জাগিয়ে দিয়েছেন —এটাই প্রমাণ,তোমার জীবনে এখনও তাঁর পরিকল্পনা আছে।🕊️ আজকের দি...
07/08/2025

নতুন সকাল, নতুন রহমত।
আল্লাহ তাআলা আজও তোমাকে জাগিয়ে দিয়েছেন —
এটাই প্রমাণ,
তোমার জীবনে এখনও তাঁর পরিকল্পনা আছে।

🕊️ আজকের দিনটা হোক
শান্তি আর শোকরগুজারিতে পূর্ণ।
আলহামদুলিল্লাহ 🤍
শুভ সকাল।

05/08/2025

ঘুমিয়ে পড়ো... মনটাকে বিশ্রাম দাও।
কাল আবার নতুন ভোর হবে।

রাত হোক শান্ত...
স্বপ্নগুলো হোক নরম মেঘে ভেসে বেড়ানো।
শুভ রাত্রি। 🌌🌙

02/08/2025

বৃষ্টি মানেই কি শুধু ভেজা পথ আর কাদা?
না ভাই…
বৃষ্টি মানেই প্রকৃতির এক মায়াবী মুখ,
যেখানে প্রতিটা ফোঁটায় ধুয়ে যায় ধুলোমাখা পৃথিবী।

গাড়ির গ্লাসের ওপর টুপটাপ বৃষ্টির শব্দ,
মাটির সেই ভেজা গন্ধ,
আকাশের মুখ ভার—
সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি তৈরি করে।

25/03/2024

আগুন লেগে সব পড়ে গেছে তাতেও আমি খুশি কারন আমার মা বেঁচে আছে😭😭
আলহামদুলিল্লাহ ❤️❤️

একেই বলে গণতন্ত্র (Democracy)কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জন...
07/02/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এইভাবে -

ডালপুরি - ১৮ জন

পরোটা ও সবজি - ১৬ জন

রুটি ও ছোলার ডাল - ১৩ জন

মাখন পাউরুটি - ১১ জন

নুডুলস্ - ১০ জন

ভেজিটেবল রোল - ৭ জন

এগটোস্ট - ৫ জন

ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো..!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।

সংগৃহীত

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohag Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shohag Ahmed:

Share