The Weekly Ekota

  • Home
  • The Weekly Ekota

The Weekly Ekota Weekly Newspaper

‘স্লোগানচোর’ রাজনীতিকরা জেনে গেছেসাম্যবাদই মানুষের শেষ আশ্রয় হিমাংশুদেব বর্মণবাংলাদেশের কমিউনিস্ট এবং বামপন্থিদের একটি ক...
24/06/2025

‘স্লোগানচোর’ রাজনীতিকরা জেনে গেছে
সাম্যবাদই মানুষের শেষ আশ্রয়

হিমাংশুদেব বর্মণ

বাংলাদেশের কমিউনিস্ট এবং বামপন্থিদের একটি কথা মাথায় রাখা দরকার। তা হলো- কমিউনিস্টদের লক্ষ্য আর দেশের মানুষের আকাঙ্ক্ষা এক হয়ে গেছে। তার উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পেলাম বৈষম্যবিরোধী আন্দোলনে। আওয়ামী লীগ অপশাসনের দীর্ঘকাল ধরে বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য গণমুখী ইস্যুতে ডাকা আন্দোলনে সাড়া দেয়নি দেশের মানুষ। এমনকি বিএনপির মতো বড় দলের আহ্বানেও সাড়া মেলেনি জনগণের। কারণ, তাদের দাবিগুলো গণমুখী হলেও তাতে মানুষের আকাঙ্ক্ষা পূরণের কোনো সম্ভাবনা দেখতে পায়নি মানুষ। তারা ভেবেই নিয়েছিল এর আগে অনেকবার এমন ডাকে সাড়া দিয়ে অনেক ঠকেছে। তবে, যখনই ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলনের ডাক দিয়েছিল, তখনই দেশের মানুষের অন্তরে টান লেগেছিল। এটি তাদেরও মনের চাওয়া তাই।

weekly newspaper magazine

‘ফেমিনিজম’: কিছু বিভ্রান্তি, কিছু সংশয় দূর্বা বসুভালোবাসার তাগিদেই বিপ্লবের জন্ম- এরকমই দাবি করেছেন পাওলো ফ্রেরী (Paulo ...
24/06/2025

‘ফেমিনিজম’: কিছু বিভ্রান্তি, কিছু সংশয়

দূর্বা বসু

ভালোবাসার তাগিদেই বিপ্লবের জন্ম- এরকমই দাবি করেছেন পাওলো ফ্রেরী (Paulo Freire) বিখ্যাত শিক্ষাবিদ তাঁর সুপরিচিত বই Pedagogy Of the Oppressed-এ বলেছিলেন। চে গুয়েভারারাও- ‘প্রকৃত বিপ্লবের উৎস জীবনকে, মানুষকে ভালোবাসায়’ বলেছেন। ‘ফেমিনিজম’-ও বিপ্লব। এটি এমন বিপ্লব বা অঙ্গীকার যা সেই ভালোবাসাকেই কানায়-কানায় ভরে নিতে চায়। অথচ এই ‘ফেমিনিজম’ নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তির, ভীতির সীমা নেই আজও। সংশয় আরও বাড়ে যখন কোনও শিল্পী, বুদ্ধিজীবী নিতান্ত দায়িত্বজ্ঞানহীনভাবে ঘোষণা করে বসেন ‘আমি তো ফেমিনিস্ট নই’। আসলে, নারীবাদ-সংক্রান্ত সমস্ত আলোচনা সীমিত বুদ্ধিজীবী মহলে, কলেজ-ইউনিভার্সিটির সেমিনার ইত্যাদির গণ্ডিতে। তাই প্রত্যেকদিনের জীবনে তার প্রাসঙ্গিকতা অধরা থেকে যায়, বিষয়টির চরম অবমূল্যায়ন ঘটিয়ে।

weekly newspaper magazine

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রম আইন সংশোধনের দাবি টিইউসিরনারায়ণগঞ্জ সংবাদদাতা :শ্রমিকদের জন্য স্থায়ী মজুরি কমিশ...
24/06/2025

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রম আইন সংশোধনের দাবি টিইউসির

নারায়ণগঞ্জ সংবাদদাতা :

শ্রমিকদের জন্য স্থায়ী মজুরি কমিশন গঠন করে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা, শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমননীতি বন্ধ করা, দেশের সংবিধান এবং আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন করে কার্যকর করাসহ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

এসব দাবিকে সামনে রেখে সংগঠনের নারায়ণগঞ্জ জেলার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন বিকেল ৪ টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন টিইউসি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি একে এম মাহবুব আলম, সভাপতিত্ব করেন টিইউসি জেলা কমিটির সভাপতি আ. হাই শরীফ।

weekly newspaper magazine

বাঁশের ভাঙা সেতুই একমাত্র ভরসা চার ইউনিয়নের হাজারো মানুষের সুজন বিপ্লব ঝিনাইদহের কালীগঞ্জের তৈলকূপ গ্রামের বেগবতি নদীর উ...
24/06/2025

বাঁশের ভাঙা সেতুই একমাত্র ভরসা চার ইউনিয়নের হাজারো মানুষের

সুজন বিপ্লব

ঝিনাইদহের কালীগঞ্জের তৈলকূপ গ্রামের বেগবতি নদীর উপর এই ভাঙা বাঁশের সাঁকোটিই কয়েক গ্রামবাসীর পারাপারের একমাত্র ভরসা, একটি সেতুর দাবি এলাকাবাসীর বাঁশের ভাঙা সেতু দিয়ে ভোগান্তি ও জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর পারাপার করছে ৪ ইউনিয়নের ৫ টি গ্রামের হাজারো মানুষ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের তৈলকূপ গ্রামের উপর দিয়ে প্রবাহিত বেগবতি নদীর উপর নির্মিত এই বাঁশের সেতুটি।

জানা গেছে, দীর্ঘদিন আগে এ গ্রামের মানুষের জন্য একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়। তৈলকূপ গ্রামটি এমনই এক গ্রাম, যে গ্রামকে এক বেগবতি নদীই তিন দিক দিয়ে প্রবাহিত। সেতু না থাকায় ভারী কোনো ফসল বা অন্যান্য মালামাল পরিবহন করতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয় জেলা ও উপজেলা শহরের হাট-বাজার দিয়ে। এতে হয়রানি শিকার হন স্থানীয়রা।

ভুক্তভোগী বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা যায়, সময়মতো কৃষিপণ্য বাজারজাত করতে না পারায় বাজার মূল্য থেকে বঞ্চিত হন এই অঞ্চলের কৃষকেরা। পরিবহন খরচ বাড়ে দ্বিগুণ। ডোঙ্গায় পারপার হতে গিয়ে অনেকেই নদীর পানিতে পড়ে গিয়ে আহত হয়েছে। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের বই পুস্তক নিয়ে নদীর পারাপার হতে গিয়ে অনেকেই নদীতে পড়ে যায়। ফলে তাদের বই খাতা ভিজে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।

জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলে তা আজও বাস্তবায়ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

weekly newspaper magazine

গণতন্ত্র কায়েমে বৃহত্তর ঐক্যের লড়াই অনিবার্যডা. সাজেদুল হক রুবেল চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থান কোন ‘মেটিকুলাস প্ল্যান,...
02/06/2025

গণতন্ত্র কায়েমে বৃহত্তর
ঐক্যের লড়াই অনিবার্য

ডা. সাজেদুল হক রুবেল

চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থান কোন ‘মেটিকুলাস প্ল্যান, আর ওয়েল ডিজাইন’ এর ফসল ছিল না। দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, শাসক শ্রেণির বেশুমার দুর্নীতি-লুটপাট, বিচারহীনতার সংস্কৃতি গণমানুষের ক্ষোভকে চরম স্তরে পৌঁছে দিয়েছিল। শ্রমিকের ন্যূনতম মানবিক মজুরিসহ তার সকল অধিকার, কৃষকের ফসলের ন্যায্য দাবি- এইসব ক্ষেত্রেই স্বৈরাচারী সরকারের উপেক্ষা ছাড়া আর কিছুই পাওয়া যায় নি।

বিক্ষুব্ধ মানুষ সরকার পরিবর্তনের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সে রাস্তাও শাসক দল বন্ধ করে দিয়েছিল। টানা তিনবার প্রহসনের নির্বাচন, মানুষের ভোটের অধিকার কে পদদলিত করেছে। খুন-গুম-ধর্ষণ তো ছিলই। পুঞ্জীভূত এই বিক্ষোভের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ চব্বিশের এই অভ্যুত্থান।

weekly newspaper magazine

বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিনির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অসত্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্য প্রণোদিতবাম গণতান্ত্র...
02/06/2025

বাম গণতান্ত্রিক জোটের বিবৃতি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অসত্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত

বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টা ‘একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা সত্যের অপালাপ মাত্র। তাঁর এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য যে, গত ২৯ মে জাপানের নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা এরূপ অসত্য বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রের প্রধান নির্বাহীর এরূপ অসত্য বক্তব্য শুধু দেশের জন্য নয়, তাঁর ভাবমূর্তির জন্যও ক্ষতিকর এবং সাংবিধানিক শপথ ভঙ্গের সামিল।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক বিবৃতিতে একথা বলেন।

weekly newspaper magazine

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড জাফরের স্মরণসভামুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের আকাঙ্ক্ষা থেকে দেশ দূরে সরে যাচ্ছেবাংলা...
02/06/2025

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড জাফরের স্মরণসভা

মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের আকাঙ্ক্ষা থেকে দেশ দূরে সরে যাচ্ছে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীকে সিপিবি আয়োজিত স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের স্বপ্ন ও আকাঙ্ক্ষা থেকে দেশ ক্রমশ দূরে সরে যাচ্ছে। ফ্যাসিবাদের পতন হলেও, ফ্যাসিবাদী ব্যবস্থার উচ্ছেদ হয়নি। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অগ্রসর হচ্ছে না। সংস্কারেরও কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হচ্ছে না। মৌলবাদী শক্তির আস্ফালন দেখা যাচ্ছে। জনগণের মধ্যে হতাশা বাড়ছেই। কেউ কেউ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা কিছুতেই হারিয়ে যেতে দেব না।

গত ২৯ মে বিকালে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

weekly newspaper magazine

‘যুদ্ধাপরাধীর মুক্তি স্বাধীনতাযুদ্ধের চেতনার ওপর এক নির্মম আঘাত’যুদ্ধাপরাধীদের বিচার শুধু একটি রায় নয়, এটি ইতিহাসের দায় ...
02/06/2025

‘যুদ্ধাপরাধীর মুক্তি স্বাধীনতাযুদ্ধের চেতনার ওপর এক নির্মম আঘাত’

যুদ্ধাপরাধীদের বিচার শুধু একটি রায় নয়, এটি ইতিহাসের দায় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা। যুদ্ধাপরাধীর মুক্তি দেওয়া মানে একাত্তরের শহীদদের রক্তের সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতা নয়, বরং সামগ্রিকভাবে স্বাধীনতাযুদ্ধের চেতনার উপর এক নির্মম আঘাত।

রাজশাহী, চট্টগ্রামসহ সারাদেশে প্রগতিশীল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গত ৩০ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ। এসব তারা এসব কথা বলেন। সমাবেশ থেকে নারীর ওপর ফ্যাসিস্ট আচরণ ও হামলকারীদের বিচার দাবি করেন।

weekly newspaper magazine

‘চট্টগ্রাম বন্দরের দিকে স্বার্থবাদী শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে’চট্টগ্রাম সংবাদদাতা :তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় ...
02/06/2025

‘চট্টগ্রাম বন্দরের দিকে স্বার্থবাদী শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে’

চট্টগ্রাম সংবাদদাতা :

তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি চট্টগ্রামের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাভজনকভাবে কার্যক্রম পরিচালনা করার পরেও এই আধুনিক ও লাভজনক টার্মিনালটির প্রতি দেশি-বিদেশি কায়েমি স্বার্থবাদী শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে। টার্মিনালটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার ব্যাপারে সাম্প্রতিক সময়ে আমরা যে আলোচনার শুনছি এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছি।

weekly newspaper magazine

সাম্প্রদায়িক বিভাজন-বিদ্বেষের রাজনীতি উপমহাদেশকে উত্তপ্ত করবেমোহাম্মদ শাহ আলম(এই লেখাটি কমরেড মোহাম্মদ শাহ আলম লিখেছিলেন...
02/06/2025

সাম্প্রদায়িক বিভাজন-বিদ্বেষের রাজনীতি উপমহাদেশকে উত্তপ্ত করবে

মোহাম্মদ শাহ আলম

(এই লেখাটি কমরেড মোহাম্মদ শাহ আলম লিখেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। তখন তিনি সিপিবির সাধারণ সম্পাদক ছিলেন। বতর্মানে সিপিবির সভাপতি। বতর্মান সময়ে উপমহাদেশের রাজনীতি বিশেষ করে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের বর্তমান রাজনীতি বুঝতে হলে এই লেখাটি পড়া প্রাসঙ্গিক। একই রাজনৈতিক, সাম্প্রদায়িক বিভাজনের লক্ষ্যে ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরে ঘটনা ঘটেছে বলে মনে হয়।)

ভারতের সাধারণ নির্বাচন হয়ে গেল। ২০১৯ এ (২৩ মে) বিজেপি আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসীন হয়েছে। শাসক দল বিজেপি বিশেষ করে নরেন্দ্র মোদি ভারতের নিরাপত্তা ও হিন্দুত্ববাদ প্রধান ইস্যু হিসেবে এবারের নির্বাচনী রাজনীতিতে নিয়ে আসে। কাশ্মীরে ভারতীয় আধা-সামরিক জোয়ানদের ওপর সন্ত্রাসী হামলায় ৪৪ জন জোয়ানের অকালমৃত্যু, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ উত্তেজনা, নরেন্দ্র মোদির ভারতের নিরাপত্তা-হিন্দুত্ববাদ ও সাম্প্রদায়িক রাজনীতির পালে নতুন করে বাতাস তোলে। কৃষি সমস্যা, বেকারত্ব, শ্রম অধিকারসহ অর্থনৈতিক-সামাজিক অন্যসব জ্বলন্ত বিষয়, দাবি ও ইস্যু ধামাচাপা ও প্রান্তিক অবস্থানে চলে যায়। কংগ্রেসসহ উদার গণতান্ত্রিক ও বামপন্থি শক্তি হীনবল হয়ে পড়ে। মানুষের জীবন নিয়ে হীন রাজনীতির এই কূটকৌশল রাজনীতিতে সাময়িক সাফল্য নিয়ে এলেও আখেরে ভারতীয় জাতির জন্য, দেশের জন্য তা মঙ্গলজনক হবে কি না? বিভাজনের এই সাম্প্রদায়িক রাজনীতির শেষ কোথায়?

weekly newspaper magazine

পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে নারীর বঞ্চনা[এই জরিপ রির্পোটটি মার্কসবাদী পথ পত্রিকা থেকে সংকলিত। আমাদের জন্য শিক্ষণীয় বলে প...
02/06/2025

পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে নারীর বঞ্চনা

[এই জরিপ রির্পোটটি মার্কসবাদী পথ পত্রিকা থেকে সংকলিত। আমাদের জন্য শিক্ষণীয় বলে প্রকাশ করা হলো। (সম্পাদক)]

দর্শনগতভাবে শিক্ষার মূল্য যে স্রেফ কোনো উপকরণের মূল্যের সমান নয়, বা কেবল রোজগারের প্রাক-আয়োজন নয়, শিক্ষার অন্তর্নিহিত মূল্য যে আসলে জীবনদৃষ্টি তৈরিতে সহায়ক- এ কেবল শিক্ষাবিদ বা শিক্ষা দর্শন নিয়ে চর্চায় থাকা বিদগ্ধ মানুষেরই দাবি নয়। এই দাবি এই উপলব্ধি বোধ করি সবচেয়ে জৈবিক হয়ে ওঠে অক্ষরজ্ঞানবঞ্চিত শ্রমজীবী মানুষের সংলাপে। সেজন্যই পেটের দায়ের বাস্তবতার সীমা পেরিয়েও তাঁরা যেতে চান সাক্ষরতা কেন্দ্রে।

weekly newspaper magazine

শুল্ক হাঙ্গামাঅর্ক রাজপন্ডিতমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন পুঁজিবাদ যে আক্রমণাত্ম...
02/06/2025

শুল্ক হাঙ্গামা

অর্ক রাজপন্ডিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন পুঁজিবাদ যে আক্রমণাত্মক শুল্কযুদ্ধ শুরু করেছে, তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ, সর্বত্র শেয়ারবাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাম্পের নতুন শুল্কনীতির দীর্ঘস্থায়ী প্রভাব কী হতে পারে তা নিয়ে কার্যত প্রতিদিন, প্রতি ঘণ্টায় লাগামছাড়া সব খবর এসে পৌঁছাচ্ছে মিডিয়ার উন্মাদনা ও বিশ্বজোড়া আশঙ্কার আবহের মধ্যেই। বিশ্বজোড়া এই যে হইচই, তার মধ্যে বেশকিছু প্রশ্নের উত্তর আমাদের পেতে হবে যেগুলো এখন সামনে এসেছে।

weekly newspaper magazine

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Weekly Ekota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Weekly Ekota:

  • Want your business to be the top-listed Media Company?

Share