
24/06/2025
‘স্লোগানচোর’ রাজনীতিকরা জেনে গেছে
সাম্যবাদই মানুষের শেষ আশ্রয়
হিমাংশুদেব বর্মণ
বাংলাদেশের কমিউনিস্ট এবং বামপন্থিদের একটি কথা মাথায় রাখা দরকার। তা হলো- কমিউনিস্টদের লক্ষ্য আর দেশের মানুষের আকাঙ্ক্ষা এক হয়ে গেছে। তার উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পেলাম বৈষম্যবিরোধী আন্দোলনে। আওয়ামী লীগ অপশাসনের দীর্ঘকাল ধরে বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য গণমুখী ইস্যুতে ডাকা আন্দোলনে সাড়া দেয়নি দেশের মানুষ। এমনকি বিএনপির মতো বড় দলের আহ্বানেও সাড়া মেলেনি জনগণের। কারণ, তাদের দাবিগুলো গণমুখী হলেও তাতে মানুষের আকাঙ্ক্ষা পূরণের কোনো সম্ভাবনা দেখতে পায়নি মানুষ। তারা ভেবেই নিয়েছিল এর আগে অনেকবার এমন ডাকে সাড়া দিয়ে অনেক ঠকেছে। তবে, যখনই ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলনের ডাক দিয়েছিল, তখনই দেশের মানুষের অন্তরে টান লেগেছিল। এটি তাদেরও মনের চাওয়া তাই।
weekly newspaper magazine