পছন্দের সব বই ঘরে বসে সুলভমূল্যে কেনার জন্য বইপাঠাই ডটকমে মেসেজ বা ফোন করুন।
08/11/2025
বইপাঠাই ডটকম এ নতুন চমক আসছে ইনশাআল্লাহ
বইপাঠাই ডটকম তার সুদীর্ঘ যাত্রাবিরতি শেষ করে নতুন করে পূর্ণ উদ্যমে আবার শুরু করতে যাচ্ছে। ধীরে ধীরে আমরা সকল আপডেট জানাবো ইনশাআল্লাহ।
আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও দোয়াপ্রার্থী।
26/10/2025
আল্লাহর শুকরিয়া করতে হাজারটা কারণ লাগে না, তিনি যে আমাকে সুস্থ রেখেছেন, প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকু জারি রেখেছেন - এতটুকুই যথেষ্ঠ আলহামদুলিল্লাহ্
25/10/2025
ব্যস্ততার মাঝে ছোট্ট একটা ট্যুর মনের প্রশান্তি এনে দেয়।
ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে দেয়।
23/10/2025
আলহামদুলিল্লাহ
এক সপ্তাহ পরে বইপাঠাই ডটকম পেইজটি ফিরে পেলাম।
23/10/2025
Alhamdulillah
Alhamdulillah
14/10/2025
১০ লাখ আয় করার চেয়ে ১০ কোটি আয় করা সহজ!
বিশ্বাস না হলে প্রমাণ দিই ৩০ সেকেন্ডেই।
ভাবুন, আপনি হাঁটছেন।
১২ মিনিট হাঁটলে আধা কিলোমিটার যেতে পারবেন। খুব বেশি না।
ভাবুন, আপনি সাইকেল চালাচ্ছেন। ১২ মিনিটে যাবেন প্রায় ৩ কিলোমিটার। খারাপ না।
ভাবুন, আপনি গাড়ি চালাচ্ছেন। ১২ মিনিটে যাবেন ১২ কিলোমিটার। এবার গতি বাড়লো।
আর যদি বিমানে ওঠেন, ১২ মিনিটেই আপনি কতো কিলোমিটার যাবেন, আল্লাহই জানেন।
সময় সবার জন্যই এক, কিন্তু যানবাহন বদলালেই গতি আর গন্তব্য বদলে যায়।
ব্যবসাতেও ঠিক তাই। আপনি কোন সুযোগ বেছে নিচ্ছেন, সেটাই নির্ধারণ করবে আপনি বছরে ১০ লাখে থাকবেন, নাকি ১০ কোটির পথে হাঁটবেন।
যে হাঁটে, সে একটু এগোয়।
যে গাড়ি চালায়, সে আরও দূর যায়।
আর যে উড়তে শেখে, সে সময় না বাড়িয়েই হাজারগুণ এগিয়ে যায়।
এখন ১২ মিনিটের জায়গায় ১২ বছর কল্পনা করুন।
তারপর নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কোন পথে চলছেন?
যে পথ আপনাকে রাখবে বছরে ১০ লাখে,
নাকি যে পথ আপনাকে নিয়ে যাবে ১০ কোটির লক্ষ্যে।
কম সময়েও অনেক উপার্জন করা যায়, যা করতে হবে সেটা হলো— কীভাবে করছেন? নতুবা হাঁটার পরিবর্তে গাড়িতে উঠুন।
(আলেক্স হরমোজির ফেসবুক পোস্টের ভাবানুবাদ)
মুসলিম হিসেবে আমরা হালাল-হারাম প্রায়োরিটি দেবো, সম্পদ থাকবে হাতে, হৃদয়ে না এটুকু হলেই হলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর বিজনেস লাইফ নিয়ে পড়াশোনা করলে বুঝা যায় তিনি কতো বড় উদ্যোক্তা ছিলেন।
অনুবাদক:
আরিফুল ইসলাম
10/10/2025
Congratulations 🎉
10/10/2025
আপনার পড়া সেরা গল্পগ্রন্থ কোনটি?
10/10/2025
প্রিয়জনকে কখনো বই গিফট করেছেন কি?
10/10/2025
উদ্যোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশক দুটি মাস্টারপিস বই। যেকোনো উদ্যোক্তা দুটি বই পড়লে এবং সেই অনুযায়ী তার ব্যবসা পরিচালনা করলে তার ব্যবসার গ্রোথ অতি দ্রুতই অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ।
10/10/2025
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
(১৯৫১ সালের ১৮ জানুয়ারি– ২০২৫ সালের ১০ অক্টোবর)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেল ৫টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
10/10/2025
৫ মিনিটে বিক্রয় বাড়ানোর কৌশল 😎
আমাদের ভিতর অনেকে উদ্যোক্তাই বেশিরভাগ সময় সেল নাই, সেল নাই 😭 সেল হলেও প্রফিট নাই বলে আফসোস করে।
আসলেও কি সেল নাই?
আসলেও কি প্রফিট নাই?
না কি আমরা সঠিকভাবে বিক্রি করতে জানি না। যদি আসলেই সেল না থেকে থাকে তাহলে তো কিছু করার নেই, কারণ সবই আল্লাহর হাতে। তবে যদি আপনি বিক্রি করছেন কিন্তু প্রফিট হয় না, এমন হয়ে থাকে তাহলে আজকের পোস্টটা আপনার জন্য।
বিশ্বের অন্যতম সব ব্র্যান্ডগুলো মূলত ৩টি ফর্মুলা তাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আর এই ফর্মুলা ৩টি হচ্ছে:
CROSS SELLING:
বর্তমান কাস্টোমারের কাছে একটির বেশি প্রোডাক্ট বিক্রি করার নামই হচ্ছে ক্রস সেলিং। কেউ যখন আপনার থেকে একটা প্রোডাক্ট কিনবে, তখন আপনার প্রোডাক্টের সাথে সম্পর্কিত অন্য কোনো প্রোডাক্ট তার কাছে সেল করার চেষ্টা করুন। যেমন: যদি আপনি ক্যামেরা সেল করেন, সেক্ষেত্রে আপনি ক্যামেরার সাথে ক্যামেরার ব্যাগ বিক্রি করতে পারেন। যদি আপনি মোবাইল বিক্রি করেন, তার সাথে চার্জার, হেডফোন ইত্যাদি বিক্রি করার চেষ্টা করুন। মূল কথা হচ্ছে আপনার মূল প্রোডাক্টের সাথে কম দামি কিন্তু প্রফিটেবল এমন কিছু প্রোডাক্ট সেল করার চেষ্টা করুন।
[ম্যাকডোনাল্ড ক্রস সেলিং করে যখন আপনি একটি খাবার অর্ডার দেন, তখন তারা সঙ্গে সঙ্গে বলে:
"Would you like fries with that?"
এভাবে তারা প্রধান আইটেমের সঙ্গে সস্তা কিন্তু লাভজনক আইটেম যোগ করে দেয়।
ফলাফল: কাস্টোমার খুশি, বিক্রি বাড়ে, প্রফিট দ্বিগুণ।]
UP SELLING:
আপনার বর্তমান কাস্টোমার যে প্রোডাক্ট কিনতে এসেছে, তার চেয়ে দামি প্রোডাক্ট তার কাছে বিক্রি করার নামই আপসেলিং। আপনার থেকে কেউ একজন রেগুলার প্রোডাক্ট কিনছে, এখন তার কাছে আপনি আরেকটু দামি প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করুন। তবে এক্ষেত্রে আপনাকে কাস্টোমারকে কনভিন্স করার পদ্ধতি জানতে হবে। ধরুন কেউ একজন এসেছে আপনার কাছে একটা ২৮ ইঞ্চি টিভি কিনতে, যার মূল্য ৩৮ হাজার টাকা, তবে আপনার কাছে একই ব্র্যান্ডের ৩৬ ইঞ্চি টিভি রয়েছে যার মূল্য ৪৫ হাজার টাকা। এখন তাকে আপনি বুঝান যে, “স্যার, আপনি যেহেতু ২৮ ইঞ্চি টিভি কিনছেন, এর মানে হয়তো আপনি টিভি থেকে ভালো একটা এক্সপেরিয়েন্স পেতে চান। তবে আপনি যদি আর ৭ হাজার টাকা অ্যাড করেন, তাহলে আপনি ৩৬ ইঞ্চি একটা টিভি পাচ্ছেন যেটা আপনাকে ভালো এক্সপেরিয়েন্স দেবে।”
[একটি চমৎকার আপসেলিং উদাহরণ হলো Apple।
যখন আপনি একটি iPhone কিনতে যান, Apple আপনাকে শুধু বেসিক মডেল নয়, বরং বলে:
“128GB নয়, আপনি 256GB মডেল নিন—আরও বেশি স্টোরেজ পাবেন!”
এখানে কাস্টোমার আরামদায়ক অভিজ্ঞতার জন্য বেশি টাকা দিয়ে আপগ্রেড করে—আর Apple বাড়তি প্রফিট করে।
👉 এটি ক্লাসিক আপসেলিং: একই প্রোডাক্টের উন্নত ভার্সন অফার করে কাস্টোমারকে বাড়তি মূল্য দিতে রাজি করানো।]
DOWN SELLING:
কাস্টোমারের কাছে ন্যূনতম একটা প্রোডাক্ট বিক্রি করার নামই ডাউনসেলিং। ধরুন একজন মানুষ রোজ আপনার দোকানে আসে কিন্তু কোনো প্রোডাক্ট কিনছে না, সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন তার কাছে একদম ন্যূনতম মূল্যের কোনো প্রোডাক্ট বিক্রি করার অথবা তাকে আসল প্রোডাক্টই কম মূল্যে দিন। এখানে আমাদের কাজ হচ্ছে যেকোনো কিছু সেল করার মাধ্যমে সবার আগে আমাদের অডিয়েন্সকে কাস্টোমারে রূপান্তর করা।
[👉 এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ব্যবহার করে KFC। খেয়াল করে দেখবেন তারা মাঝে মাঝে একটা অফার দেয় যে: কুরকুরের খালি প্যাকেট নিয়ে আসতে পারলে তারা ফ্রিতে KFC’র চিকেন ফ্রাই দেবে। এখানে কি তাদের লস হয় না? আমি মনে করি না। কারণ মানুষ যখন ফ্রিতে একবার KFC’র চিকেন খায়, তখন সে এটা থেকে পাওয়া এক্সপেরিয়েন্স সহজে ভোলে না, এবং যার ফলে তার আবারও খেতে মন চায়। পরবর্তীতে সে এটি টাকা খরচ করে কিনে খায়।]
✅ আসুন এই ৩টা ফর্মুলা কীভাবে ব্যবহার করবেন তার একটা গাইডলাইন দিয়ে দেই:
🌟 Down Selling: যারা আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট বা চেকআউট করেছে কিন্তু কিনে নাই, তাদেরকে অফার দিন, ডিসকাউন্ট দিন। মূল কথা তাকে আপনার কাস্টোমার বানান যেন সে দ্বিতীয়বার ডিসকাউন্ট ছাড়াই আপনার থেকে পণ্য কিনে। (কিন্তু এক্ষেত্রে আপনার পণ্যের কোয়ালিটি অনেক ভালো হতে হবে)।
🌟 Cross Selling: কাস্টোমার যখন আপনার পণ্য হাতে পেয়ে একটা ভালো এক্সপেরিয়েন্স পাবে, তখন সে মাঝে মধ্যে আপনার কাছ থেকে কেনাকাটা করবে। তখন তার কাছে অন্য কী কী প্রোডাক্ট বিক্রি করা যায়, সেদিকে মনোযোগ দিন।
🌟 Up Selling: যখন একটা কাস্টোমার আপনার লয়াল কাস্টোমারে পরিণত হয়ে যাবে, তখন তাকে আপনি আরেকটু দামি প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করুন যেন তারও লাভ হয় আর আপনারও লাভ হয়।
🙏 যদি আপনি এই ফর্মুলা তিনটি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে আমার অনুরোধ—আপনার ব্যবসায় এই ফর্মুলা তিনটি কাজে লাগান। 🙏
সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ 🥰
Address
34, North Brook Hall Road, Bangla Bazar Dhaka 1100
Be the first to know and let us send you an email when বইপাঠাই ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
"বইপাঠাই ডটকম" একটি অনলাইন বুকশপ। সুলভমূল্যে প্রিয় বইগুলি ঘরে বসে সংগ্রহের জন্য খুবই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি মাধ্যম।
সাধারণত পণ্যবিলি, গলিবয়, পাঠাও এবং গো গো বাংলা’র মাধ্যমে ঢাকা মহানগরীতে হোম ডেলিভারি নিশ্চিত করা হয়ে থাকে। তাছাড়া কুরিয়ার সার্ভিস (সুন্দরবন, কন্টিনেন্টালসহ অন্যান্য) এবং ডাক বিভাগের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র সবধরণের পাঠকের হাতে তাদের চাহিদামত বইগুলি পৌঁছে দিতে বইপাঠাই ডটকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সাধারণ নিয়মাবলি :
আমরা সাধারণত সৃজনশীল বইগুলি সরবরাহ করে থাকি।
কুরআন, হাদীছসহ সকল প্রকার ইসলামী বই আমাদের কাছে পাবেন। পাশাপাশি ইতিহাস, বিজ্ঞান, দর্শন প্রভৃতিসহ বিখ্যাত সব লেখকদের নবধরণের লেখা বই আমাদের অনলাইন স্টোরে পাবেন।
যেকোন গাইড/নোটবই সহ কোনপ্রকার জব রিলেটেড বই আমরা সরবরাহ করি না।
শুধুমাত্র ঢাকা মহানগরীর মধ্যে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস প্রদান করা হয়ে থাকে।
ঢাকার বাইরে সকল জেলার গ্রাহকদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পৌঁছে দেয়া হয়ে থাকে।
ক্যাশ অন ডেলিভারিতে শিপিং চার্জ মাত্র ৬০ টাকা।
কুরিয়ারের মাধ্যমে নিলে সাধারণ চার্জ ৪০ টাকা।
পেমেন্ট সিস্টেম দু’রকম : ১। নিজের বিকাশ/রকেট/নগদ অ্যাকাউন্ট থেকেই করা যাবে। ২। ব্যাংকের মাধ্যমেও পরিশোধ করা যাবে।
অর্ডার করার পদ্ধতি :
বই অর্ডার করতে চাইলে ঢাকা মহানগরীর ভিতরে বসবাসরত গ্রাহকদের ক্ষেত্রে - “গ্রাহকের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা (যেমন: বাসা নং, ফ্ল্যাট/ফ্লোর নং, রোড নং, এরিয়া, থানা, জেলা প্রভৃতি) এবং মোবাইল নম্বর (২টি)” প্রদান করতে হবে।
ঢাকার বাইরের গ্রাহকরা শুধুমাত্র তাদের নিকটস্থ সুন্দরবন কুরিয়ার অফিসের ঠিকানা প্রদ্ন করলে হবে। জেলা/থানা শহরের ক্ষেত্রে কুরিয়অর অফিস থেকেই বই রিসিভ করতে হবে। যেহেতু কুরিয়ার চার্জ পরিশোধ করেই পাঠানো হয়ে থাকে সেক্ষেত্রে গ্রাহককে কুরিয়ারের সাথে কোনপ্রকার লেনদেন করার প্রয়োজন হবে না।
যেকোনো ধরণের পরামর্শ বা অভিযোগ থাকলে সরাসরি আমাদেরকে মেসেজ বা ফোনে জানানোর অনুরোধ রইল।