বইপাঠাই ডটকম

বইপাঠাই ডটকম পছন্দের সব বই ঘরে বসে সুলভমূল্যে কেনার জন্য বইপাঠাই ডটকমে মেসেজ বা ফোন করুন।

31/07/2025
30/07/2025
27/07/2025

বইপাঠাই ডটকম এর সাথেই থাকুন। ❤️

04/07/2025
02/05/2025
আজ আলোচনা করবো উদ্যোক্তাদের জীবনে যে ১০ টি ভুল কখনোই করা উচিৎ নয় সেটা নিয়ে। আগে থেকে যদি আমরা সতর্ক হই এবং ভুল গুলো থেকে...
10/04/2025

আজ আলোচনা করবো উদ্যোক্তাদের জীবনে যে ১০ টি ভুল কখনোই করা উচিৎ নয় সেটা নিয়ে।

আগে থেকে যদি আমরা সতর্ক হই এবং ভুল গুলো থেকে দুরে থাকি তাহলে বড় হতে বাধা নেই।

১. শুধু টাকা উপার্জনের জন্য উদ্যোক্তা হওয়া

উদ্যোক্তা মানে হলো সমাধান তৈরি করা, মানুষের প্রয়োজন পূরণ করা। যদি কেবল টাকা উপার্জনের উদ্দেশ্যে কেউ উদ্যোক্তা হন, তাহলে ছোট সমস্যায়ই হার মানতে হয়।
🎯
রহিম ভাই একটা হটেল খুললেন, কারণ শুনেছেন ফাস্ট ফুডে অনেক লাভ। কিন্তু তিনি নিজে রান্না জানেন না, ভালো কুক নেননি, পরিবেশও ছিল অগোছালো। কয়েক মাসের মধ্যে ব্যবসা বন্ধ। কারণ তিনি শুধু লাভ দেখতে চেয়েছিলেন, সমাধান কী দিচ্ছেন তা বুঝেননি।

২. অপ্রয়োজনীয় পারফেকশন খোঁজা

অনেকে ভাবেন সবকিছু পারফেক্ট না হলে শুরু করা যাবে না। অথচ বাস্তবে পারফেকশন মানে সময় নষ্ট, সুযোগ হাতছাড়া।

🎯
সাবিনা আপু নিজের হ্যান্ডমেড সাবানের ব্র্যান্ড করতে চেয়েছিলেন। তিন বছর লোগো ঠিক করতে লেগে গেল! অথচ অন্য কেউ একই সময়ে শুরু করে এখন ইউরোপে রপ্তানি করছে।

৩. নিজের সবকিছু নিজেই করার চেষ্টা

একজন মানুষের পক্ষে সব কিছু ভালোভাবে করা সম্ভব না। কাজ ভাগ করে না দিলে ফল আসে না।

🎯
তানভীর ভাই ডিজাইন, মার্কেটিং, অ্যাকাউন্টিং সব নিজেই করতেন। ফলে ক্লায়েন্টের সাথে সময় মতো যোগাযোগ হতো না। টিম তৈরির গুরুত্ব তিনি বুঝলেন অনেক দেরিতে, যখন ক্লায়েন্ট হারাতে শুরু করলেন।

৪. গ্রাহকের মতামত না শোনা

প্রোডাক্ট বানালেন কিন্তু ব্যবহারকারীর অভিজ্ঞতা জানলেন না, তাহলে উন্নতি হবে কীভাবে?

🎯 জহির ভাই অ্যাপ তৈরি করলেন কৃষকদের জন্য, কিন্তু কৃষকদের সাথে কথা না বলে। ফলে কৃষকরা বুঝতেই পারলো না কীভাবে ব্যবহার করতে হবে।

৫. প্রতিযোগীদের গুরুত্ব না দেওয়া

প্রতিযোগীদের পর্যবেক্ষণ করলে বোঝা যায় কী করছে তারা, এবং আপনি কী করলে আলাদা হতে পারবেন।

🎯 সাবিনার পিঠার দোকান ছিল। আশেপাশে তিনটি নতুন দোকান খোলার পরও তিনি নিজের পুরনো রেসিপি নিয়ে বসে ছিলেন। নতুনরা অফার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর দ্রুত সার্ভিস দিয়ে বাজার দখল করে নেয়।

৬. বাজেট পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা

বাজেট না থাকলে কোথায় কত খরচ হচ্ছে বুঝা যায় না, ফলে হঠাৎই টাকা ফুরিয়ে যায়।

🎯 মাসুম ভাই ক্যাফে শুরু করলেন। ভালো ইনটেরিয়র করলেন, দামি মেশিন কিনলেন, কিন্তু মাস শেষে কর্মচারীদের বেতন দেওয়ার টাকাও রইলো না।

৭. টেকনোলজি অবহেলা করা

এই যুগে প্রযুক্তি ছাড়া ব্যবসা সম্ভব নয়। ডিজিটাল মার্কেটিং, অটোমেশন, অ্যাপ ব্যবহার সবই প্রয়োজন।

🎯 হাসিব ভাইয়ের চমৎকার জামদানি শাড়ির দোকান ছিল। কিন্তু অনলাইনে আসেননি। করোনা কালে বিক্রি একদম বন্ধ। পাশের দোকানের ছেলে ফেসবুক লাইভে হাজার হাজার পিস বিক্রি করলো।

৮. দ্রুত ফল চাওয়া

উদ্যোক্তার যাত্রা দীর্ঘ ও কষ্টসাধ্য। ধৈর্য না থাকলে মাঝপথেই হাল ছেড়ে দিতে হয়।

🎯 নাজমুল ভাই ফুড ডেলিভারি অ্যাপ চালু করলেন। প্রথম দুই মাস অর্ডার কম। হতাশ হয়ে অ্যাপ বন্ধ করে দিলেন। কয়েক মাস পর ঠিক একই আইডিয়া নিয়ে অন্য কেউ এসে এখন ৫০০ জন ডেলিভারি ম্যান কাজ করছেন তার কোম্পানিতে।

৯. শিক্ষা ও উন্নয়নে বিনিয়োগ না করা

ব্যবসা শেখার, লার্নিং, মেন্টরশিপ ছাড়া টিকে থাকা কঠিন। বাজার প্রতিনিয়ত বদলায়।

🎯 রাফি ভাই অনলাইন বিজনেস শুরু করলেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখেননি। প্রতিযোগীরা গুগল, ফেসবুক অ্যাডে এগিয়ে গেল। তিনি পড়ে রইলেন।
conceptofnissan
১০. পরিবার বা পারসোনাল লাইফকে অবহেলা করা

আপনার শক্তি আপনার পরিবার। কাজ আর পরিবারের মধ্যে ভারসাম্য না থাকলে মানসিক চাপ বাড়ে, সিদ্ধান্তে ভুল হয়।

🎯 জুলি আপু নতুন স্টার্টআপে এত ব্যস্ত থাকতেন যে পরিবারের কারো সাথে কথা বলার সময়ও পেতেন না। এক সময় ডিপ্রেশন, কাজেও প্রভাব পড়ে। পরে কাউন্সেলিং করে ব্যালান্স ঠিক করতে পারেন।

🌱 উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা নয়, বরং প্রতিনিয়ত শেখা, ভুল থেকে শিক্ষা নেওয়া, মানুষকে ভালোবাসা, আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটা দীর্ঘ যাত্রা। তাই এই ১০টি ভুল যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে আপনার যাত্রা হবে অনেক বেশি গতিময় ও সার্থক।

আপনার কি উদ্যোক্তার যাত্রায় অন্য কোনো অভিজ্ঞতা আছে যেটা সবার জানা উচিত? নিচে কমেন্টে লিখুন।

আর যদি লেখাটি ভালো লেগে থাকে, শেয়ার করুন অন্যদের সাথে।
Let's Learn Together
Let's Earn Together
Let's Grow Together

Collected

27/03/2025
25/03/2025
25/03/2025
দশ বছর হওয়ার আগেই শিশুকে শেখান!•প্রযুক্তি আমাদের জীবনযাপন সহজ করে দিচ্ছে। শিশুরাও খুব ছোট বয়সে নানা ধরনের গ্যাজেট চালাতে...
22/03/2025

দশ বছর হওয়ার আগেই শিশুকে শেখান!

প্রযুক্তি আমাদের জীবনযাপন সহজ করে দিচ্ছে। শিশুরাও খুব ছোট বয়সে নানা ধরনের গ্যাজেট চালাতে শিখে যায়। কিন্তু এসবই শিশু করছে মা–বাবার ছায়াতলে থেকে। কোনো কারণে যদি সে বিপদে পড়ে বা তাকে হঠাৎ করেই একা পথ চলতে হয়; তখন সে কী করবে? তাই আপনার শিশুর বয়স ১০ বছর হওয়ার আগেই তাকে শিখিয়ে রাখুন কিছু জীবনদক্ষতা। জীবনচলার পথ তো শিশুর জন্য প্রস্তুত করে রাখা যায় না, তার চেয়ে বরং শিশুকেই প্রস্তুত করতে হবে।

এসব দক্ষতা তার জীবনকে যেমন সহজ করবে, তেমনি আপনাকেও করবে নিশ্চিন্ত। এসব শিক্ষা সাধারণত প্রথাগত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হয় না। তাই এ ক্ষেত্রে শিশুর জীবনমুখী শিক্ষার শিক্ষক হয়ে উঠতে হবে মা-বাবাকেই।

আত্মরক্ষার প্রথম পাঠ:

আত্মরক্ষার কৌশল শেখানোর আগে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। শিশুকে জানাতে হবে, কোনো পরিস্থিতিতেই মনোবল হারানো চলবে না, নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না। শারীরিকভাবেও সুস্থ থাকা এবং দৌড়ের অভ্যাস জরুরি। আত্মরক্ষার প্রাথমিক পাঠ হলো কোথায় আঘাত করতে হবে, সেটা জানা। শিশুর জন্য সহজ হলো আক্রমণকারীর হাঁটুতে আঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়া। এ ছাড়া আক্রমণকারীর ঘাড়, চোখ, কান ও নাকও সহজ লক্ষ্যবস্তু হতে পারে; যেখানে আঘাত করলে সহজেই কিছু সময়ের জন্য হামলাকারীকে বিভ্রান্ত করা যায় ও ব্যস্ত রাখা যায়।

মানচিত্র শেখানো এবং দিক চেনানো:

এটা বেশ ছোট বয়স থেকেই শেখানো যায়। শিশুর হাতে একটি গ্লোব দিয়ে দিন কিংবা ঘরের দেয়ালে টানিয়ে দিন বড় একটি বিশ্বের মানচিত্র। শিশু নিজেই অনেক কিছু শিখে যাবে। ছুটির দিনে বা সময় পেলে তাকে নিয়ে বসে দিক চেনান, বাড়ির আশপাশের এলাকাগুলো চিনিয়ে রাখুন। এতে কোনো দিন পথ হারালে বা ভুল করেও যদি কখনো বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে সে নিজেই বাড়ি চিনে ফিরে আসতে পারবে।

বাড়ির ঠিকানা ও টেলিফোন নম্বর শেখানো:

যখনই শিশু কথা বলতে শিখবে, তাকে বাড়ির ঠিকানা ও মা–বাবার টেলিফোন নম্বর শিখিয়ে ফেলুন। যেন কখনো বিপদে পড়লে সে মা–বাবার নাম, ঠিকানা বা টেলিফোন নম্বর বলতে পারে।

বিপদের বন্ধু চেনান:

শিশুকে চেনান বিপদে কে বন্ধু হতে পারে। পুলিশের পোশাক, র‌্যাব বা সেনাবাহিনীর পোশাক চেনান। কখনো ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে না পেলে যেন সে পোশাক দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে যেতে পারে এবং তাকে বিপদের কথা বুঝিয়ে বলতে পারে।

‘না’ বলতে শেখান:

আপনার শিশুকে ‘না’ বলতে শেখান। যেন মনের বিরুদ্ধে গিয়ে কেবল সমাজের চাপে তাকে কোনো সিদ্ধান্ত নিতে না হয়। ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুললে বড় হয়েও সে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে।

প্রাথমিক চিকিৎসা:

খেলতে গিয়ে কেটে-ছিঁড়ে গেলে কিংবা বন্ধুর হাত-পা কেটে গেলে শিশু যেন আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসাটুকু দিতে পারে, তাকে সে জ্ঞান দিন। স্যাভলন বা অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার, ব্যান্ডেজ বাঁধার মতো সহজ কাজগুলো শিখিয়ে দিন। তাকে শেখান হাত কেটে গেলে তা ব্যান্ডেজ করে যেন ওপরের দিকে তুলে রাখে। আর ঠিক কতটুকু কেটে গেলে দ্রুত বড়দের সাহায্য নিতে হবে, তা–ও বুঝিয়ে বলুন।

অর্থ ব্যবস্থাপনা:

শিশুকে অর্থের মূল্য শেখান। তার হাতখরচ বা ঈদের সালামি যেন সে কোনো ভালো কাজে ব্যয় করতে পারে, সেটা শেখান। অযথা খেলনা বা খাবারে অর্থ খরচ না করে কীভাবে অর্থের সর্বোত্তম ব্যবহার করা যায়, টাকা জমিয়ে শখের জিনিস বা প্রয়োজনীয় জিনিস কেনা যায়, সে শিক্ষা তাকে দিন।

রান্নাঘরের ছোটখাটো কাজ:

আজকাল বাজারে শিশুদের ব্যবহারের জন্য প্লাস্টিকের ছুরি পাওয়া যায়। সেসব ব্যবহার করে টুকটাক সবজি কাটা, স্যান্ডউইচ বানানো, সাত বছর বয়সের পর মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার শেখান। কোনো দিন মা–বাবা বাড়িতে না থাকলে সে যেন ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে পারে বা নিজেই বড় পাত্র থেকে ছোট পাত্রে খাবার নিয়ে খেতে পারে, সেটুকু তাকে শিখিয়ে দিন।

তা ছাড়া বাড়িতে যখন আপনারা রান্না করবেন, তাঁকে সহায়তা করতে উৎসাহ দিন। ছোটখাটো কাজ, যেমন পেঁয়াজ-রসুনের খোসা ছাড়ানো, ফ্রিজ থেকে সবজি বের করে আনা, সিংক থেকে প্লেট-চামচ নিয়ে যথাস্থানে রাখা, খাবার টেবিলে প্রত্যেকের গ্লাসে পানি ঢেলে দেওয়ার মতো কাজের দায়িত্ব শিশুকে দিন।

এভাবে ছোটখাটো কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিলে আপনার শিশু যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তেমনি ভবিষ্যৎ জীবনের জন্যও তৈরি হতে শুরু করবে। বাড়ি থেকে কখনো দূরে পড়তে গেলে বা নতুন পরিবেশে গেলে খুব সহজেই সে মানিয়ে নিতে পারবে, নিজের যত্ন নিতে পারবে।
_____________________
সূত্র: রিডার্স ডাইজেস্ট

17/03/2025

Address

34, North Brook Hall Road, Bangla Bazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801720452740

Alerts

Be the first to know and let us send you an email when বইপাঠাই ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইপাঠাই ডটকম:

Share

বইপাঠাই ডটকম সম্পর্কে দুটি কথা...

"বইপাঠাই ডটকম" একটি অনলাইন বুকশপ। সুলভমূল্যে প্রিয় বইগুলি ঘরে বসে সংগ্রহের জন্য খুবই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি মাধ্যম।

সাধারণত পণ্যবিলি, গলিবয়, পাঠাও এবং গো গো বাংলা’র মাধ্যমে ঢাকা মহানগরীতে হোম ডেলিভারি নিশ্চিত করা হয়ে থাকে। তাছাড়া কুরিয়ার সার্ভিস (সুন্দরবন, কন্টিনেন্টালসহ অন্যান্য) এবং ডাক বিভাগের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র সবধরণের পাঠকের হাতে তাদের চাহিদামত বইগুলি পৌঁছে দিতে বইপাঠাই ডটকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সাধারণ নিয়মাবলি :


  • আমরা সাধারণত সৃজনশীল বইগুলি সরবরাহ করে থাকি।