23/09/2025
পুরুষ কখনোই অসুস্থতায় ম*রে না,
পুরুষ ম*রে ভিতরের
কষ্টে, সমাজের চাপ আর অবহেলায়।
হাসির আড়ালে কতটা যন্ত্রণা লুকিয়ে রাখে— সেটা কেউ দেখে না।
দিনের পর দিন নিজের স্বপ্ন মেরে, শুধু পরিবারের জন্য বেঁচে থাকে।
কিন্তু দুঃখের কথা হলো, পুরুষ কাঁদলেও কেউ তাকে বোঝে না,
কারণ সমাজ শিখিয়েছে—
"পুরুষ মানেই শক্ত, পুরুষ মানেই নির্দয়।"😔