Tara Talim

Tara Talim তারা তালিমের ফ্যান পেজ❤️❤️ ভ্লগ দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারেন👉👉https://www.youtube.com/-01
(2)

পুরুষ কখনোই অসুস্থতায় ম*রে না,পুরুষ ম*রে ভিতরের কষ্টে, সমাজের চাপ আর অবহেলায়।হাসির আড়ালে কতটা যন্ত্রণা লুকিয়ে রাখে— সেটা...
23/09/2025

পুরুষ কখনোই অসুস্থতায় ম*রে না,
পুরুষ ম*রে ভিতরের
কষ্টে, সমাজের চাপ আর অবহেলায়।
হাসির আড়ালে কতটা যন্ত্রণা লুকিয়ে রাখে— সেটা কেউ দেখে না।
দিনের পর দিন নিজের স্বপ্ন মেরে, শুধু পরিবারের জন্য বেঁচে থাকে।
কিন্তু দুঃখের কথা হলো, পুরুষ কাঁদলেও কেউ তাকে বোঝে না,
কারণ সমাজ শিখিয়েছে—
"পুরুষ মানেই শক্ত, পুরুষ মানেই নির্দয়।"😔

সংসার চালায় পুরুষ, নারী লাগায় প্যাচ,পুরুষ তুমি বইবে নারীর বোঝা সারাজীবন,তবুও কৃতজ্ঞতা পাবে না কখনো কারো কাছ থেকে।হাজার দ...
23/09/2025

সংসার চালায় পুরুষ, নারী লাগায় প্যাচ,পুরুষ তুমি বইবে নারীর বোঝা সারাজীবন,তবুও কৃতজ্ঞতা পাবে না কখনো কারো কাছ থেকে।
হাজার দায়িত্ব, অগণিত ত্যাগ—সবই তোমার কাঁধে,
কিন্তু সমাজ শুধু তোমার ব্যর্থতাই গুনবে, সাফল্য নয়।

তুমি কাঁদতে চাইলে কাঁদারও অধিকার নেই,
কারণ সবাই তোমাকে শেখায়—
“পুরুষ মানেই শক্ত, দুর্বলতা তার মানায় না।”😔

টাকা ইনকাম ছাড়া একটা ছেলের কোন মূল্য নেই—এটাই সমাজের কঠিন বাস্তবতা।ছেলের কষ্ট, সংগ্রাম, অশ্রু কেউ দেখে না,সবাই শুধু হিসা...
23/09/2025

টাকা ইনকাম ছাড়া একটা ছেলের কোন মূল্য নেই—
এটাই সমাজের কঠিন বাস্তবতা।
ছেলের কষ্ট, সংগ্রাম, অশ্রু কেউ দেখে না,
সবাই শুধু হিসাব করে— কত টাকা সে আয় করে।

🙁
একটা ছেলে যতই ভালো হোক না কেন,
টাকা না থাকলে তার স্বপ্নগুলো তুচ্ছ হয়ে যায়।
বন্ধুরা দূরে সরে যায়,
আত্মীয়রা সম্মান দিতে ভুলে যায়,
আর প্রিয় মানুষটাও একসময় অভিযোগ করে বসে—
“তুমি কিছুই করতে পারো না।”

💔
কিন্তু কেউ ভাবে না—
একটা ছেলে চুপচাপ হাজারো চাপ সহ্য করে,
হাজারো অস্বস্তি লুকিয়ে রাখে,
শুধু পরিবারের হাসিটা ধরে রাখতে।

মান অভিমান থাকবেই!কিন্তু কথা বলে অনেক সময় অনেক সমস্যার সমাধান করা যায়। ক্ষোভ পুষে রাখতে নেই, এতে সম্পর্কে চিড় ধরে...তাই ...
23/09/2025

মান অভিমান থাকবেই!কিন্তু কথা বলে অনেক সময় অনেক সমস্যার সমাধান করা যায়। ক্ষোভ পুষে রাখতে নেই, এতে সম্পর্কে চিড় ধরে...
তাই কথা বলুন, কারণ সম্পর্ক টিকে যত্নে।

👉 মনে রাখবেন—
🔹 নীরবতা দূরত্ব বাড়ায়, কিন্তু কথা বলা দূরত্ব কমায়।
🔹 রাগ মুহূর্তের, কিন্তু সম্পর্ক সারা জীবনের।
🔹 যত্ন, বোঝাপড়া আর ভালোবাসাই সম্পর্ককে সুন্দর করে তোলে।

একটু মান, একটু অভিমানই সম্পর্ককে মিষ্টি করে,
কিন্তু তা যদি কথায় মিটে যায়—
তাহলেই সম্পর্ক হয় সত্যিকারের অটুট। ❤️

দুপুরের আয়োজন,বড়লোকদের কাছে এসব খাবার কিছুই না কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এগুলো অমৃত 😋😋
23/09/2025

দুপুরের আয়োজন,বড়লোকদের কাছে এসব খাবার কিছুই না কিন্তু
আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এগুলো অমৃত 😋😋

“টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়না, সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে। মানুষকে চিনতে হলে তাকে টাকা ধার দাও, তখনই বোঝা যায় ...
23/09/2025

“টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়না, সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে। মানুষকে চিনতে হলে
তাকে টাকা ধার দাও, তখনই বোঝা যায় কে সত্যি আপন আর কে শুধু স্বার্থের।
👉 টাকা নিলে সবাই ভালো থাকে, কিন্তু ফেরত চাইলে মুখ বদলে যায়।
👉 যেই সম্পর্কে টাকা ঢুকবে, সেখানে দূরত্বও ঢুকে যাবে যদি সততা না থাকে।

👉 স্ত্রীকে ভালোবাসুন, তাকে আপনার সম্পদ মনে করুন,কারণ জীবনের শেষে তাকেই পাশে পাবেন, বাকিরা শুধু দর্শক হয়ে থাকবে।👉 অর্থ, ক...
23/09/2025

👉 স্ত্রীকে ভালোবাসুন, তাকে আপনার সম্পদ মনে করুন,কারণ জীবনের শেষে তাকেই পাশে পাবেন, বাকিরা শুধু দর্শক হয়ে থাকবে।
👉 অর্থ, ক্ষমতা, বন্ধু – সব কিছু একসময় হারিয়ে যেতে পারে,
কিন্তু আপনার স্ত্রী যদি সত্যিকারের হয়, তবে তিনি কখনোই আপনাকে ছেড়ে যাবেন না।

👉 নিজের স্ত্রীর চোখের জলকে তুচ্ছ ভেবো না,
কারণ সেই জলেই লুকিয়ে থাকে তোমার সুখ-শান্তির চাবিকাঠি।

👉 স্ত্রীকে সম্মান দিন, তার মতামতকে গুরুত্ব দিন—
দেখবেন সংসার হবে স্বর্গের মতো শান্তিময়।

ছেলের সাথে বাবা–মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে,অনেক বাবা–মা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার নামে তাকে নিজের স্বার্থে ব্য...
22/09/2025

ছেলের সাথে বাবা–মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে,অনেক বাবা–মা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার নামে
তাকে নিজের স্বার্থে ব্যবহার করে।
তাদের চোখে সন্তানের ইচ্ছা–অনিচ্ছা, স্বপ্ন–আকাঙ্ক্ষা কোনো গুরুত্ব পায় না,
গুরুত্ব পায় শুধু নিজের নাম, নিজের সম্মান আর নিজের সুবিধা।

স্বার্থপর বাবা–মা সন্তানের সাথে তখনই ভালো থাকে,
যখন সন্তান তাদের কথা অন্ধভাবে মানে।
কিন্তু সন্তান যদি নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে চায়,
তখন তারই বাবা–মা হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা।

আসলে, নিঃস্বার্থ বাবা–মায়ের ছদ্মবেশে
অনেক সময় লুকিয়ে থাকে অগণিত স্বার্থ,
যেখানে সন্তানের সুখ–দুঃখ নয়,
বরং নিজের স্বার্থটাই হয়ে ওঠে সবচেয়ে বড় সত্য।😔😔

বাবাকে বুঝতে গোটা একটা জীবন লেগে যায়,কারণ তিনি কখনোই নিজের কষ্ট মুখে বলেন না, শুধু লুকিয়ে রাখেন।তার চোখের হাসির আড়ালে থা...
22/09/2025

বাবাকে বুঝতে গোটা একটা জীবন লেগে যায়,
কারণ তিনি কখনোই নিজের কষ্ট মুখে বলেন না, শুধু লুকিয়ে রাখেন।তার চোখের হাসির আড়ালে থাকে শত বোঝা,
তার নীরবতার ভেতর লুকিয়ে থাকে হাজারো গল্প।

বাবা রোদে পুড়ে, ঘামে ভিজে সংসারের জন্য যুদ্ধ করেন,
কিন্তু ঘরে ফিরে শুধু এক কাপ চায়ের বদলে
হাসিমুখে সন্তানের স্বপ্নগুলো শুনতে চান।

বাবার ভালোবাসা অনেক সময় কঠিন কথার আড়ালে লুকানো থাকে,
যা বয়স বাড়লে বুঝা যায়—
তিনি সবসময় চাইতেন আমাদের সুখী দেখতে,
নিজের সুখ বিসর্জন দিয়েও।😔

ফুল পছন্দ করে না এমন কোন মেয়ে হয়তো পৃথিবীতে নেই, প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীকে মাঝে মাঝে ফুল গিফ্ট করা এতে করে সম্প...
22/09/2025

ফুল পছন্দ করে না এমন কোন মেয়ে হয়তো পৃথিবীতে নেই, প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীকে মাঝে মাঝে ফুল গিফ্ট করা এতে করে সম্পর্ক আরো মজবুত হয়🥰🥰❤️মেয়েরা ফুল গিফ্ট পেলে অনেক খুশি হয়।

পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না।ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে।🔹 একজন পুরুষ সারাদিন ঘাম ঝরিয়ে শুধু পর...
22/09/2025

পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না।
ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে।
🔹 একজন পুরুষ সারাদিন ঘাম ঝরিয়ে শুধু পরিবারের সুখের কথা ভাবে।
🔹 কিন্তু যখন ঘরে শান্তি পায় না, তখনই তার সব পরিশ্রম অর্থহীন মনে হয়।
🔹 পুরুষের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো অশ্রু, যা সে কাউকে দেখাতে পারে না।
🔹 তাকে যদি একটু সম্মান, ভালোবাসা আর মানসিক শান্তি দেওয়া যায়, তবে সেই পুরুষ পাহাড়ের মতো সব চাপ হাসিমুখে সামলাতে পারে।😔

নিজের স্ত্রীর কাছে অল্প হলেও কিছু জমা রাখবেন, কারণ আপনার স্ত্রী হচ্ছে সেই ব্যাংক, যেই ব্যাংক আপনি বিপদে পড়লে সবার আগে এস...
22/09/2025

নিজের স্ত্রীর কাছে অল্প হলেও কিছু জমা রাখবেন, কারণ আপনার স্ত্রী হচ্ছে সেই ব্যাংক, যেই ব্যাংক আপনি বিপদে পড়লে সবার আগে এসে আপনার পাশে দাঁড়াবে।স্ত্রী শুধু আপনার জীবনসঙ্গী নয়, তিনি আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়।
আপনার কষ্টের সময় তিনি আপনার শক্তি হয়ে দাঁড়ান,
আপনার আনন্দের সময় তিনি সবচেয়ে বেশি খুশি হন।
একজন স্ত্রীকে অবহেলা করবেন না, কারণ তিনি আপনার জীবনের সঞ্চয়,
যাকে যতটা ভালোবাসা ও সম্মান দেবেন, জীবনে তারচেয়েও বেশি ফিরে পাবেন।❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tara Talim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share