সময়ের গর্জন

সময়ের গর্জন A online newsprotal in bangladesh

01/09/2025

৩০ শে অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

31/08/2025

চিত্রে ও কথায় জুলাই অভ্যুত্থান।
এই শিরোনামে মননধারা বাংলাদেশের আয়োজনে
ফেনীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও জুলাই প্রদর্শনী।
৩১ আগস্ট ২০২৫ বিকেল চারটা থেকে এই অনুষ্ঠান শহরের গ্রান্ড সুলতানে অনুষ্ঠিত হয়।

29/08/2025

ভিপি নুরুল হক নুরের ওপর সেনাবাহিনীর-পুলিশের হা,ম,লা,র

23/08/2025

জাতীয় নির্বাচনের পরেই ইউনিয়ন জামায়াত ভেনিস হয়ে যাবে। ফেনীতে ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার।

একটি অ'বাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্য বাহিনী সব ধরনের প্রস্তু...
19/08/2025

একটি অ'বাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠিতপ্রেস বিজ্ঞপ্তি: ফেনী সদর হাসপাতাল মোড়স্থ গুণগত মানসম্মত শিক্ষার অঙ্...
13/08/2025

তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: ফেনী সদর হাসপাতাল মোড়স্থ গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে হিফয বিভাগের সবক প্রদান মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

১৩ই আগস্ট বুধবার সন্ধ্যায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ফেনী তমিজিয়া জামে মসজিদের খতীব মুহাদ্দিস মাওলানা নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার উপদেষ্টা মাওলানা আব্দুল গফুর, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবু জাফর মোহাম্মাদ ওবায়দুল্লাহ, তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের এডুকেশন সেক্রেটারী মাওলানা মাঈন উদ্দিন ফয়সাল।বক্তব্য রাখেন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার কো -অর্ডিনেটর মাওলানা তাজুল ইসলাম, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মিজানুর রহমান।

প্রধান অতিথি বলেন, “মহা গ্রন্থ আল কুরআন তিলাওয়াত, হিফয করা ও অনুধাবন করা সাওয়াবের কাজ। পবিত্র কুরআনকে ভালোবাসলে কিয়ামতের দিন বিশেষ মর্যাদার অধিকারী হবে। হাফেযে কুরআনের পিতা-মাতাকে কিয়ামতের দিন নূরের টুপি পরানো হবে এবং হাফেযে কুরআনকে বলা হবে— তুমি তিলাওয়াত করো এবং উপরের দিকে আরোহণ করতে থাকো। তাই আমাদের সকলকে পবিত্র কুরআনের সাথে লেগে থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন বলেন, “আল কুরআন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আলোর দিশারী। একজন মুসলিমের প্রকৃত সাফল্য কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করার মধ্যেই নিহিত। হিফয বিভাগে অধ্যয়নরত ছাত্ররা দেশের ও জাতির সম্পদ। তাদের মাধ্যমে কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে যাবে— ইনশাআল্লাহ। তাই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে কুরআন শিক্ষায় মনোযোগী হতে হবে এবং এই মহৎ কাজে মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে।

05/08/2025

ফেব্রুয়ারিতেই নির্বাচন :
জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

২০২৪ সালের আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে ছাত্র জনতার আন্দোলনের মুখে,
05/08/2025

২০২৪ সালের আজকের এই দিনে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে
ছাত্র জনতার আন্দোলনের মুখে,

04/08/2025

ফেনীর মহিপালের সেই নারকীয় হত্যাযজ্ঞের এক বছর -

আগামী ১১ দিন সারাদেশে "বিশেষ সতর্কতা" জারি
29/07/2025

আগামী ১১ দিন সারাদেশে "বিশেষ সতর্কতা" জারি

27/07/2025

কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে 'সমন্বয়ক' পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দিবেন।

- সারজিস আলম,

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সময়ের গর্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময়ের গর্জন:

Share

সময়ের গর্জন

সংবাদ খেয়ে যারা বাচেন, মানে সংবাদ ছাড়া যাদের কাছে দিনের শুরুটাই পানসে মনে হয়,তাদের ব্যথা আমরা বুঝি,তাইতো প্রতিদিন প্রতিক্ষন সবার আগে সব সংবাদ নিয়ে আমরা হাজির থাকি সময়ের গর্জন পাঠকদের জন্য।আমাদের সংবাদ কর্মিরাও সদা ব্যস্ত সংবাদ তৈরিতে।

সর্বশেষ খবর সাথে সাথে পেতে সাথে থাকুন www.somoyergorjon.com