নীতি কথা. Niti Kotha

  • Home
  • নীতি কথা. Niti Kotha

নীতি কথা. Niti Kotha সাদা কে সাদা বলতে শিখুন
কালো কে কাল বলতে শিখুন
সত্যি কথা বলতে কোন সংকোচ
বোধ করবেন না
সত্যি কথা বলা আপনার নৈতিক দায়িত্ব
সবসময় সত্যের জয় হবে ইনশাআল্লাহ

সিম মেমোরি সাপোর্টেট স্মার্ট ওয়াচ ⌚📱আর নয় মোবাইল❌  এখন থেকে এন্ড্রয়েট ফোনের প্রায় সকল সুবিধা সহ নানান সুবিধা     উপভোগ ক...
02/08/2025

সিম মেমোরি সাপোর্টেট স্মার্ট ওয়াচ ⌚

📱আর নয় মোবাইল❌
এখন থেকে এন্ড্রয়েট ফোনের প্রায় সকল সুবিধা সহ নানান সুবিধা
উপভোগ করুন- আপনার হাতে থাকা DZ09 Smart৷
Watch এর মাধ্যমে।

DZ09 সিম মেমোরি সাপোর্টার স্মার্ট ওয়াচে
যা যা থাকছে ⬇️

➡ ডিসপ্লেঃ 1.54",,,, RAM 128M,,,,, ROM 64M; বাহ্যিক
মেমরি: 32GB পর্যন্ত ক্যামেরাঃ 2 MP,,,
➡ মেগা পিক্সেল ক্যামেরা - ছবি তোলা যাবে।
➡ সিম এবং মেমোরি কার্ড লাগানো যাবে।
➡এন্ড্রয়েড ছাড়া শুধু ঘড়ি দিয়েই কল করা এবং কথা বলা যাবে। ➡অডিও গজল, গান, ওয়াজ ইত্যাদি সবকিছুই শুনতে পারবেন।
➡ সরাসরি স্মার্ট ঘড়ি থেকে কল করতে/রিসিভ করতে পারেন৷
➡ এতে বিল্ট ইন স্পিকার এবং মাইক্রোফোন রয়েছে
➡ এতে ব্লুটুথ হেডফোন কানেক্ট করার জন্য ব্লুটুথ ফাংশনও
রয়েছে।
➡ এটিতে পেডোমিটার, স্লিপ মনিটর,অ্যালার্ম, ঘড়ি, ক্যালেন্ডার
এবং আরও অনেক কিছু রয়েছে।

> বেশি ওয়াডের চার্জার দিয়ে চার্জ দিবেন না তাহলে ব্যাটারি বাস্ট হতে পারে এবং ঘড়ির আইসি পুড়ে যেতে পারে।
নরমাল চার্জার দিয়ে চার্জ দিতে হবে <


আমাদের কাছে ২ টি কালার পাবেন

Tk1000

অডার্র কনফার্ম নিচের দেয়া তথ্য গুলো ফিলাপ করুন ⬇️
➡ নাম ---------
➡ জেলা--------
➡ থানা---------
➡ গ্রাম ----------
➡ ডেলিভারি স্থান ------
➡ দুইটা কন্টাক্ট নাম্বার ---

02/08/2025

আমাকে Follow দিলে Follow ব্যাক পাবেন ইনশাআল্লাহ
১০০% গ্যারান্টি

17/07/2025
17/07/2025
25/06/2025

আমাকে Follow দিলে Follow ব্যাক পারবে ইনশাআল্লাহ

PRODUCT PARAMETERS PRODUCT MATERIAL: ABS EARPHONE DISTORTION: 1K/5% TALK TIME: 5H HORN IMPEDANCE: 32 Ω CONNECTION DISTAN...
25/06/2025

PRODUCT PARAMETERS

PRODUCT MATERIAL: ABS

EARPHONE DISTORTION: 1K/5%

TALK TIME: 5H

HORN IMPEDANCE: 32 Ω

CONNECTION DISTANCE: 10M

PLAYING MUSIC: 4H

CHARGING VOLTAGE: 5V

FREQUENCY RESPONSE RANGE: 20HZ-20KHZ

CHARGING BOX BATTERY CAPACITY: 1200MAH

HORN DIAMETER: 10MM

CALL SENSITIVITY: 42DB/±3DB

EARPHONE BATTERY CAPACITY: 40MAH

Lenovo HEO5x Wireless Bluetoth Neckband. এই নেকব্যান্ডটি অনেক জনপ্রিয় একটি নেকব্যান্ড। এর ব্যাটারি ক্যাপাসিটি ১১০ MAH যে...
25/06/2025

Lenovo HEO5x Wireless Bluetoth Neckband.

এই নেকব্যান্ডটি অনেক জনপ্রিয় একটি নেকব্যান্ড। এর ব্যাটারি ক্যাপাসিটি ১১০ MAH যেটা টানা ৫-৬ ঘন্টার ব্যাপআপ দিবে। ওই ডিভাইসটিতে ব্লুটুথ ৫.০ ব্যবহার করা হয়েছে যা ১০ মিটার পর্যন্ত কানেকশন থাকবে। এই নেকব্যান্ডে IPX5 ওয়াটারপ্রুফ টেকনোলজি যা হালকা বৃষ্টি, ঘাম, ওজুর পানি থেকে আপনার ডিভাইস কে রক্ষা করবে এবং হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর সাথে থাকছে টাইপ বি চার্জিং পোর্ট এবং নোটিফিকেশন লাইট আর খুবই ভালো মানের একটি মাইক্রোফোন। প্রোডাক্টটির গুনাবলী ও বৈশিষ্ট্য-
🔰Specification
👉Brand: Lenovo
👉Model: HE05
👉Type: Earphone
👉Series: Sports
👉BT Version: 5.0
👉Color: Black
👉Waterproof: IPX5
👉Battery: 105mAh
👉Signal/Noise CVC: noise-canceling microphone
👉Speaker sensitivity: 108db±3db
👉Frequency: 20-20kHz
👉Working time About 8 hours
👉Standby time About 120 hours
👉Charging time About 2 hours
👉Connector: Bluetooth
👉Drivers: 10mm
👉Weight : 2.5g
👉Package weight: 135g/4.76ounces
👉Connector Type: Wireless
👉Dimensions (WxHxD): 220*165*31mm/8.66*6.49*1.18inches
👉Country Of Origin: China

রিটার্ন প্রসেস:
আমাদের কুরিয়ার সময় ২-৫ দিন। দুপুর ১ টার আগে অর্ডার করলে সেটা ঐদিন ই কুরিয়ার এ জমা হবে। ১ টার পর আসা অর্ডার পরবর্তিদিন কুরিয়ার হবে এবং সময় কুরিয়ার এ দেয়ার পর থেকে হিসাব করা হবে।
পন্য কুরিয়ার থেকে রিসিভ করার সময় অবশ্যই চেক করে নিবেন। কোন সমস্যা থাকলে ডেলিভারী ম্যান কে জানিয়ে রিটার্ন করবেন।

04/06/2025
“বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান” ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী!৮ মে ২০২৫, বৃহষ্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর ...
09/05/2025

“বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান” ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী!

৮ মে ২০২৫, বৃহষ্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঠালবাগান থেকে এক তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তিনি তার পিতাকে খুন করেছেন। তিনি আত্মসমর্পণ করতে চান এবং দ্রুত পুলিশ পাঠানোর জন্য বলেন। খুনের কারণ হিসেবে তিনি বলেন, তার পিতা তাকে চার বছর ধরে ধর্ষন করে আসছিলেন, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধেই ধর্ষণ মামলা করেন তিনি। দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন তার পিতা, কিন্তু তারপরও ভালো হন নাই। গতরাতে আবার ধর্ষন চেষ্টা করার কারণে তিনি পিতাকে খুন করেছেন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে সাভার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং খুনের অভিযোগে কলার জান্নাতুল জাহান শিফা (২৩) কে গ্রেফতার করে। নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে মজিদপুর কাঠালবাগান এলাকায় একটি বাড়ির ৫ম তলার বাসায় ভাড়া থাকতেন আব্দুস সাত্তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুল জাহান শিফা জানান, তার বাবা ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। যে কারণে গতকাল বুধবার রাতে খাবারের সময় তার ভাতের মধ্যে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন।পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলে যাওয়া সাভার মডেল থানা পুলিশের এসআই ইমরান এ বিষয়ে ৯৯৯ কে নিশ্চিত করেন।

এ সংক্রান্তে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সোর্স:
আনোয়ার সাত্তার
পুলিশ পরিদর্শক
গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা
জাতীয় জরুরি সেবা ৯৯৯

আহ্ কি একটা অবস্থা
কপি পোস্ট

Follow দিলে Follow ব্যাক পাবেন ইনশাআল্লাহ ১০০%  গ্যারান্টি
03/05/2025

Follow দিলে Follow ব্যাক পাবেন ইনশাআল্লাহ
১০০% গ্যারান্টি

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নীতি কথা. Niti Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share