DCU আসসালামু আলাইকুম।

30/07/2025

শিকর খুব দরকার কিন্তু এমন শিকরের কি দরকার যে শিকর স্বপ্ন দেখতে বাঁধা দেয়, যে শিকর উড়তে দেয় না...!

28/07/2025

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (২০২৪-২৫ শিক্ষাবর্ষ)

আগামীকাল সকালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি।

📆 আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৫
⏳ আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৫, রাত ১১:৫৯ পর্যন্ত

📝 ভর্তি পরীক্ষা:
📍 ২২ আগস্ট (সকাল)
📍 ২৩ আগস্ট (সকাল ও বিকাল) — মোট দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

🔄 পূর্বের আবেদনকৃত ৩৫,০০০ শিক্ষার্থীর তথ্য হস্তান্তরের কারিগরি জটিলতার কারণে, পূর্বের ওয়েবসাইটেই এ বছরের আবেদন নিচ্ছে অন্তর্বর্তীকালীন প্রশাসন।
📌 ১১ আগস্ট তারিখে সকল আবেদন বুয়েট কর্তৃক একত্রে প্রক্রিয়াজাত করা হবে।

💻 ভর্তি পরীক্ষা ও পরবর্তী সকল কার্যক্রমের প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে বুয়েটের টেকনিক্যাল সাপোর্ট টিম।

📌 বিশ্বস্ততা, প্রযুক্তি ও ন্যায়ের সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন উচ্চশিক্ষার ইতিহাস!

26/07/2025

এই বছর অনুষদ হচ্ছে না সামনের বছর ভিসি, রেজিস্ট্রার নিয়োগ হলে ২০২৫-২৬ সেশন হতে অনুষদ ভাগ করতে কোনো সমস্যা নেই।

26/07/2025

🔥আপডেট🔥

১ নভেম্বরেই প্রকাশিত হচ্ছে ৫০তম জেনারেল বিসিএস সার্কুলার। এই বিসিএসে সর্বোচ্চ জেনারেল ক্যাডার থাকবে।

22/07/2025

স্বল্পশিক্ষিত/ নিরক্ষর গার্মেন্টস কর্মীর এভারেজ স্যালারি ২০০০০-২৫০০০

গ্রাজুয়েশন কমপ্লিট করা হতভাগাদের এভারেজ স্যালারি ১২০০০-১৫০০০ (উদাহরণ: কল সেন্টার, সুপার শপ, রিটেইল চেইন আরো অনেক আছে)

সত্যিই বাংলাদেশে লেখাপড়া একটা লস প্রজেক্ট। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উচিত এসএসসির পরেই কারিগরি কাজ শিখে পরিবারের দায়িত্ব নেয়া।

১৫ জুলাই ২০২৪ এর আকাশটাও ছিল রক্তাক্ত...
14/07/2025

১৫ জুলাই ২০২৪ এর আকাশটাও ছিল রক্তাক্ত...

২০ জুলাইয়ের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে, আবেদন শুরু এ মাসেই। এবার কমছে না আসন সংখ্যা।
14/07/2025

২০ জুলাইয়ের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে, আবেদন শুরু এ মাসেই। এবার কমছে না আসন সংখ্যা।

14/07/2025

রাত ১২: ২৬ থেকে ২:৪০
১৫ জুলাই,২০২৪
ইডেন মহিলা কলেজ

05/07/2025

🔥 প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার আপডেট:

'প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯' বাতিল করে 'প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫' এর খসড়া ফাইল বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়! মন্ত্রণালয় থেকে ফাইল পাস হয়ে ফেরত আসলে আশা করা যাচ্ছে আগামী মাসেই নতুন সার্কুলার পাবেন, ইনশাআল্লাহ। যেখানে ৬০% নারী কোটা ও ২০% পোষ্য কোটা থাকবে না,পাশাপাশি আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর,শিক্ষাগত যোগ্যতা স্নাতক। বর্তমানে শূন্য পদ আছে ১৫ হাজারের আশেপাশে, তবে সার্কুলার আসতে আসতে এই পদ সংখ্যা আরো বাড়ার সম্ভাবনাই বেশি। ফলে কোটাবিহীন সাধারণ শিক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ থাকবে অনেক বেশি।

ইডেন মহিলা কলেজে চলছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ অনুষ্ঠান;প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা ও বহ্নিশিখা এর প্রশিক...
29/06/2025

ইডেন মহিলা কলেজে চলছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ অনুষ্ঠান;প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা ও বহ্নিশিখা এর প্রশিক্ষণোত্তর সনদ প্রদান অনুষ্ঠান।

28/06/2025

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের ক্লিনিক্যাল ট্রেইনিং (সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট) প্রোগ্রামে "ব্লুউ ইউনিটে" নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজ এর মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাইসুল ইসলাম।🎉

- ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি

Context : আজ রাতে আমি আর আমার বন্ধু সিয়াম  মিরপুর সুপার লিং বাসে মিরপুর ১০ এ যাওয়ার সময় বাসের হেলপার আমার আর আমার বন্...
28/06/2025

Context : আজ রাতে আমি আর আমার বন্ধু সিয়াম মিরপুর সুপার লিং বাসে মিরপুর ১০ এ যাওয়ার সময় বাসের হেলপার আমার আর আমার বন্ধুর সাথে খুব খারাপ ব্যবহার করে স্টুডেন্ট বলার পরও ফুল ভাড়া রাখে যখন বলি ঢাকা কলেজের স্টুডেন্ট তখন মামার ব্যবহার আরো তখন খারাপের দিকে যায়, আমি যখন বলি মামা হাফ ভাড়া রাখো স্টুডেন্ট ঢাকা কলেজের মামা বলে যে সময়ই বলে দেবে তুমি হাফ ভাড়া দেবে না ফুল ভাড়া দিবা

তারপর আমাদের কাছ থেকে ফুল ভাড়া আদায় করে আর বলে কোন স্টুডেন্ট ভাড়া চলবে না, যা করার করে নাও।

রাইয়ান
ঢাকা কলেজ ২৬

Address

Azimpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share