26/10/2025
একজন বৃদ্ধ কাঠুরে প্রতিদিন ভোরবেলা বনে গিয়ে কাঠ কাটতেন। একদিন তিনি গাছ কাটতে কাটতে তার কুঠারের ধার ভোঁতা হয়ে গেল। তবুও তিনি বিরতি না নিয়ে আগের মতোই জোরে জোরে গাছ কাটতে থাকলেন।
একজন পথচারী এসে বলল,
— “চাচা, কুঠারটা একটু ধার দিয়ে নিন, তাহলে কাজটা সহজ হবে।”
বৃদ্ধ হেসে বললেন,
— “না ভাই, ধার দিতে সময় লাগবে, ততক্ষণে আমার কাজ পেছাবে।”
কিন্তু শেষ পর্যন্ত তার পুরো দিন লেগে গেল একটি গাছ কাটতে, আর তিনি প্রচণ্ড ক্লান্ত হলেন।
👉 শিক্ষা:
জীবনে শুধু পরিশ্রম নয়, বুদ্ধিমত্তা ও পরিকল্পনা দিয়ে কাজ করলে সফলতা দ্রুত আসে।
নিজেকে একটু থামিয়ে উন্নত করার মধ্যেই লুকিয়ে আছে বড় অর্জন।
🌿 শুভ সকাল 🌿
#শুভ_সকাল #শিক্ষণীয়_গল্প #মোটিভেশন #সাফল্য #জীবনের_পাঠ