Reels By VSD

Reels By VSD ✅ ✅ ফেসবুকের সঠিক তথ্য ও পরামর্শ পেতে পাশেই থাকুন✅✅ 💞ভালোবাসা পেতে চাইলে আমাকে বন্ধু করে কমেন্ট করে যান💞
Let's grow together 😍😍😍😍😍
(4)

একজন বৃদ্ধ কাঠুরে প্রতিদিন ভোরবেলা বনে গিয়ে কাঠ কাটতেন। একদিন তিনি গাছ কাটতে কাটতে তার কুঠারের ধার ভোঁতা হয়ে গেল। তবুও...
26/10/2025

একজন বৃদ্ধ কাঠুরে প্রতিদিন ভোরবেলা বনে গিয়ে কাঠ কাটতেন। একদিন তিনি গাছ কাটতে কাটতে তার কুঠারের ধার ভোঁতা হয়ে গেল। তবুও তিনি বিরতি না নিয়ে আগের মতোই জোরে জোরে গাছ কাটতে থাকলেন।

একজন পথচারী এসে বলল,
— “চাচা, কুঠারটা একটু ধার দিয়ে নিন, তাহলে কাজটা সহজ হবে।”

বৃদ্ধ হেসে বললেন,
— “না ভাই, ধার দিতে সময় লাগবে, ততক্ষণে আমার কাজ পেছাবে।”

কিন্তু শেষ পর্যন্ত তার পুরো দিন লেগে গেল একটি গাছ কাটতে, আর তিনি প্রচণ্ড ক্লান্ত হলেন।

👉 শিক্ষা:
জীবনে শুধু পরিশ্রম নয়, বুদ্ধিমত্তা ও পরিকল্পনা দিয়ে কাজ করলে সফলতা দ্রুত আসে।
নিজেকে একটু থামিয়ে উন্নত করার মধ্যেই লুকিয়ে আছে বড় অর্জন।

🌿 শুভ সকাল 🌿
#শুভ_সকাল #শিক্ষণীয়_গল্প #মোটিভেশন #সাফল্য #জীবনের_পাঠ

একজন তরুণ প্রতিদিন ব্যর্থ হচ্ছিল—চাকরিতে, ব্যবসায়, এমনকি সম্পর্কেও। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল,“আমি আ...
25/10/2025

একজন তরুণ প্রতিদিন ব্যর্থ হচ্ছিল—চাকরিতে, ব্যবসায়, এমনকি সম্পর্কেও। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল,
“আমি আর পারব না!”

ঠিক তখন পাশের এক বৃদ্ধ বলল,
“তুমি কি জানো, চাঁদও প্রতি মাসে হারিয়ে যায়, আবার পূর্ণ হয়ে ফিরে আসে। জীবনের সাফল্যও তেমনি — হারিয়ে যায়, আবার ফিরে আসে যদি তুমি অপেক্ষা করো আর চেষ্টা চালিয়ে যাও।”

সেই রাতে তরুণ আর ঘুমাতে পারল না। পরের দিন থেকেই সে আবার চেষ্টা শুরু করল—এইবার হাল না ছেড়ে। কিছুদিনের মধ্যেই তার জীবনে ফিরে এল আলোর ঝলক।

✨ শিক্ষা:
“অন্ধকার যত গভীরই হোক, নতুন ভোর আসবেই—শুধু হাল ছেড়ো না।”

#শুভরাত্রি #মোটিভেশন #সাফল্য #জীবন_বদলাও 🌙💫

🌇 শুভ সন্ধ্যা 🌇জীবনে যত কষ্টই আসুক,হাল ছেড়ে দিও না 💪কারণ সূর্য যেমন অস্ত যায়,আবার নতুন ভোর নিয়ে ফিরে আসে ☀️✨ বিশ্বাস ...
25/10/2025

🌇 শুভ সন্ধ্যা 🌇

জীবনে যত কষ্টই আসুক,
হাল ছেড়ে দিও না 💪
কারণ সূর্য যেমন অস্ত যায়,
আবার নতুন ভোর নিয়ে ফিরে আসে ☀️

✨ বিশ্বাস রাখো নিজের ওপর,
একদিন আমরাও জ্বলবো নিজেদের আলোয়! 🔥

#শুভসন্ধ্যা #মোটিভেশন #জীবনের_প্রেরণা

25/10/2025

মেট্রো রেলে স্পেনে ভ্রমণ 😍😍

একদিন এক ছেলে পাহাড়ে চড়তে গিয়ে মাঝপথে পড়ে গেল। ব্যথায় কাতর হয়ে সে চিৎকার করল —“আহ!”চারপাশের পাহাড় থেকে প্রতিধ্বনি এলো — ...
25/10/2025

একদিন এক ছেলে পাহাড়ে চড়তে গিয়ে মাঝপথে পড়ে গেল। ব্যথায় কাতর হয়ে সে চিৎকার করল —
“আহ!”
চারপাশের পাহাড় থেকে প্রতিধ্বনি এলো — “আহ!”

রাগে সে চিৎকার করে বলল — “তুই কে?”
পাহাড়ও বলল — “তুই কে?”

ছেলেটি অবাক হয়ে গেল। পাশে থাকা বাবা বললেন —
“বাবা, এটা জীবন! তুমি যা বলো, তাই তোমার কাছে ফিরে আসে।
যদি তুমি ভালো বলো, ভালোই ফিরে আসবে।
জীবন এক প্রতিধ্বনি — যা দেবে, তাই পাবে।”

✨ শিক্ষা:
সবসময় ইতিবাচক কথা বলো, ভালো চিন্তা করো, আর দেখবে জীবন তোমার পক্ষে বদলে যাচ্ছে 🌄

#শুভসকাল 🌅 #মোটিভেশন #জীবনেরগল্প #সফলতারগল্প

24/10/2025

Good Night
Let's go everyone

24/10/2025

সুন্দরী কমলা নাচে 😍😍😍

🌞 Good Afternoon! 🌿May your afternoon be filled with peace, positivity, and purpose.Keep your heart light and your goals...
24/10/2025

🌞 Good Afternoon! 🌿
May your afternoon be filled with peace, positivity, and purpose.
Keep your heart light and your goals bright — success will surely follow. ✨

24/10/2025

চমৎকার একটি টেকনিক 😍

বাগানের সব ফুলের ভালোবাসা আপনাদের জন্য 😍শুভ সকাল বন্ধুরা ♥️ একটিভ বন্ধুদের দেখতে চাই 😍
24/10/2025

বাগানের সব ফুলের ভালোবাসা আপনাদের জন্য 😍
শুভ সকাল বন্ধুরা ♥️ একটিভ বন্ধুদের দেখতে চাই 😍

আপনি নিজের জন্য যা ভাল মনে করেন, তা যদি অন্যের জন্য করেন তবেই আপনার মঙ্গল হবে ♥️♥️শুভ রাত্রি সম্মানিত বন্ধুরা 😍😍😍
23/10/2025

আপনি নিজের জন্য যা ভাল মনে করেন, তা যদি অন্যের জন্য করেন তবেই আপনার মঙ্গল হবে ♥️♥️
শুভ রাত্রি সম্মানিত বন্ধুরা 😍😍😍

ব্যস্ততার জন্য নিয়মিত পোস্ট করতে পারছি না বন্ধুরা 😍 সবার জন্য শুভকামনা শুভ সন্ধ্যা ♥️♥️✅
23/10/2025

ব্যস্ততার জন্য নিয়মিত পোস্ট করতে পারছি না বন্ধুরা 😍 সবার জন্য শুভকামনা শুভ সন্ধ্যা ♥️♥️✅

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reels By VSD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category