
23/07/2025
এক বৃদ্ধ রাস্তায় হুইলচেয়ারে বসে সাহায্যের আশায় চুপচাপ তাকিয়ে ছিল চারপাশে…
কেউ ফিরেও তাকাচ্ছিল না।
হঠাৎ এক প্রফেশনাল ড্যান্সার RJ Tiger এসে দাঁড়ায় তার পাশে।
কোনো কথা না বলে, সে শহরের মাঝখানে নাচ শুরু করে—শুধু সেই বৃদ্ধের জন্য।
মানুষ জড়ো হয়, মুগ্ধ হয়ে দেখে সেই নাচ… কেউ টাকা দেয়, কেউ হাসে, কেউ চোখ মোছে।
বৃদ্ধের চোখে তখন কৃতজ্ঞতা আর RJ Tiger-এর চোখে জল।
কারণ—আজকের এই বৃদ্ধ তাকে মনে করিয়ে দেয় তার নিজের বাবাকে, যিনি টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছিলেন…
কিন্তু আজ সে কারো বাবাকে বাঁচাতে পেরেছে।
এই ছোট্ট গল্পটা শুধু নাচ বা ভিক্ষা নয়—
এটা এক মানবিকতার গল্প, এক অন্তরের কষ্ট আর ভালোবাসার গল্প।
❤️ এই গল্প থেকে বানানো ভিডিওটা আমার এই পেজে প্রকাশিত হবে।ভিডিওটা আমি নিজে বানিয়েছি, গল্প-চিত্রনাট্য,ভয়েস সবই FeelCraft AI-এর তরফ থেকে।
শুধু ভিজ্যুয়াল AI দিয়ে করা।
**গল্পটা যদি হৃদয়ে লেগে থাকে, একটা ❤️ দিয়ে পাশে থাকো।
আপনার মতো একজন মানুষের কমেন্ট আর শেয়ারই পারে এই গল্প পৌঁছে দিতে আরও অনেকের মনে।
🔔 আমার পেজ [FeelCraft AI] ফলো করে পাশে থাকুন —