সিতারা প্রকাশ

সিতারা প্রকাশ চেনায় গন্তব্যের পথ
(1)

প্রি-অর্ডারে ৩৩% ছাড়!!!আধুনিক সভ্যতায় ‘গণতন্ত্র’ শব্দটি যেন অমোঘ সত্য ও স্বতঃসিদ্ধ বাস্তবতায় রূপ নিয়েছে। মানুষের সার্বভৌ...
20/09/2025

প্রি-অর্ডারে ৩৩% ছাড়!!!
আধুনিক সভ্যতায় ‘গণতন্ত্র’ শব্দটি যেন অমোঘ সত্য ও স্বতঃসিদ্ধ বাস্তবতায় রূপ নিয়েছে। মানুষের সার্বভৌমত্ব, স্বাধীনতা আর উন্নয়নের নামে এটি আজ পৃথিবীর সর্বত্র প্রতিষ্ঠিত হয়েছে। অথচ একমাত্র সত্য ধর্ম ইসলামের মৌলিক পাঠের শেকড়েই স্পষ্ট ঘোষণা করে, ‘হুকুম কেবল আল্লাহর।' আর এখানেই সংঘটিত হয় গণতন্ত্র ও ইসলামের মূল সংঘাত।
শায়খ খালিদ মানসুর ও মুফতি হাম্মাদ ওয়াজিরিস্তানি রচিত এ গ্রন্থ সেই মৌলিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এক বিশ্লেষণাত্মক সংলাপের গা বেয়ে ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। প্রশ্নোত্তরের ভঙ্গিতে উপস্থাপিত অত্যন্ত সরল তবে শাস্ত্রীয় আলোচনায় উঠে এসেছে গণতন্ত্রের প্রকৃত স্বরূপ, ইসলামের দৃষ্টিতে তার অবস্থান এবং মানব তৈরি জীবনব্যবস্থার সীমাবদ্ধতা। তবে বক্ষ্যমাণ বইতে কেবল গতানুগতিক নিয়মে গণতন্ত্রের সমালোচনা করা হয়েছে—বিষয়টা এমন নয়; বরং কুরআন-সুন্নাহ, ফিকহ ও উলামায়ে কেরামের বক্তব্যের আলোকে এ কথা প্রমাণ করা হয়েছে যে, মানবজাতির মুক্তি কেবল আল্লাহ তাআলার সার্বভৌমত্ব মেনে নেওয়ার মধ্যেই নিহিত।
অনুবাদে লেখকের যুক্তিগুলোকে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে বিষয়টি শুধু বিদ্বান বা গবেষকের জন্য নয়; সচেতন পাঠকের জন্যও বোধগম্য হয়ে উঠেছে। বইটি যেমন পাঠকের জ্ঞানের জগৎ আলোকিত করবে, একই সঙ্গে তাকে ভাবতে শেখাবে—'আমরা সত্যিই মুক্ত নাকি উত্তরাধুনিক পৃথিবীর নতুন স্লোগানের অন্ধ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ?'
‘গণতন্ত্র ও ইসলাম’ তাই সচরাচর পড়ে রেখে দেওয়ার মতো বই নয়; বরং এ যেন মলাটবদ্ধ গভীর চিন্তার আমন্ত্রণ—যেখানে পাতায় পাতায় স্পষ্ট হয়েছে, অন্য কিছুতে নয়, একমাত্র ইসলামের শিক্ষা ও বিধানেই মানুষের জন্য রয়েছে পরিপূর্ণ ও ন্যায়সঙ্গত দিক-নির্দেশনা।
বই: ইসলাম ও গণতন্ত্র
লেখক: শায়খ খালিদ মানসুর
মুফতী হাম্মাদ ওয়াজিরিস্তানি
অনুবাদ: সাদিক ফারহান

প্রি-অর্ডার মূল্য: ২১০৳
পৃষ্ঠা: ২০৮

ডিস্কাউন্ট মূল্যে বইমেলায় সংগ্রহ করতে পারবেন, ১৪৩-১৪৫ নং স্টল থেকে।

আলহামদুলিল্লাহ। আমাদের নতুন বই চলে এসেছে।ইসলামি বইমেলায় ১৪৪-১৪৫ নং স্টলে বইটি পাবেন ইনশাআল্লাহ।
20/09/2025

আলহামদুলিল্লাহ।
আমাদের নতুন বই চলে এসেছে।
ইসলামি বইমেলায় ১৪৪-১৪৫ নং স্টলে বইটি পাবেন ইনশাআল্লাহ।

পাওয়া যাচ্ছে, ইসলামি বইমেলায়, উমেদের স্টলে।স্টল নং: ১৪৪-১৪৫ফটো ক্লিক: শাফিউল ইসলাম
19/09/2025

পাওয়া যাচ্ছে, ইসলামি বইমেলায়, উমেদের স্টলে।
স্টল নং: ১৪৪-১৪৫

ফটো ক্লিক: শাফিউল ইসলাম

আজ নির্যা'তিত মুসলিম উম্মাহর জন্য দু'আ করতে ভুলবেন না, বিশেষ করে আসরের পর হতে মাগরিবের পূর্ব মুহূর্তের মধ্যে।ফিলি'স্তিন ...
19/09/2025

আজ নির্যা'তিত মুসলিম উম্মাহর জন্য দু'আ করতে ভুলবেন না, বিশেষ করে আসরের পর হতে মাগরিবের পূর্ব মুহূর্তের মধ্যে।

ফিলি'স্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে জানতে “রক্তা'ক্ত ফিলি'স্তিন” বইটি পড়ুন।

ফিলি'স্তিনের নির্মম বাস্তবতা সম্পর্কে জানতে আজই সংগ্রহ করুন ‘রক্তা'ক্ত ফিলি'স্তিন’ বইটি।মূল : শায়খুল ইসলাম মুফতী মুহাম্ম...
18/09/2025

ফিলি'স্তিনের নির্মম বাস্তবতা সম্পর্কে জানতে আজই সংগ্রহ করুন ‘রক্তা'ক্ত ফিলি'স্তিন’ বইটি।

মূল : শায়খুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী হাফিঃ
অনুবাদ ও সংযোজন : মাওলানা সাদিক ফারহান

প্রাণ ও প্রাণীর জন্য মৃ'ত্যু এক অনিবার্য বাস্তবতা, যার মুখোমুখি হতে হয় সবাইকেই। কারও জন্য এটি হয় সুখের কারণ, কারও জন্য দ...
17/09/2025

প্রাণ ও প্রাণীর জন্য মৃ'ত্যু এক অনিবার্য বাস্তবতা, যার মুখোমুখি হতে হয় সবাইকেই। কারও জন্য এটি হয় সুখের কারণ, কারও জন্য দুঃখের সূচনা। মৃ'ত্যুর সাক্ষাৎ দুনিয়ার সমস্ত কিছু থেকে আমাদের মুক্ত করে দেয়। ঠেলে দেয় চিরজীবনের নতুন দুনিয়ায়। যেখানে আমাদের সাথে কিছুই যায় না। যায় কেবল পাপ-পুণ্য।
এই পরম বাস্তবতার সাক্ষাতে কেমন ছিল সাহাবি-তাবিয়ি ও বুজর্গানে দীনের আচরণ-উচ্চারণ এবং তাঁদের গভীরতর জীবন-ভাবনা—এই বইয়ে কুরআন-হাদিস ও আসারের তথ্য-সূত্রে উঠে এসেছে সেগুলো। এর পাতায় পাতায় আছে তাঁদের সমূহ জীবনের আখেরি তামান্নার নানা গল্প-ঘটনা। এসব ঘটনা-গল্প পাঠের মধ্য দিয়ে পরিবর্তিত ও পরিশোধিত হবে পাঠকের জীবন ও মৃ'ত্যু-ভাবনা, ইনশাআল্লাহ।

বই: পরকালের যাত্রী
লেখক: ইমাম ইবনে আবিদ দুনিয়া (রাহ.)
ভাষান্তর: জাবির ইবনে কামাল
প্রকাশিত: সিতারা প্রকাশ
পৃষ্ঠা: ১৬৮
বাঁধাই: হার্ডকভার

এবারের ইসলামি বইমেলায় আমাদের প্রকাশিতব্য বইটির নাম “ইসলাম ও গণতন্ত্র”। বর্তমানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। ই...
16/09/2025

এবারের ইসলামি বইমেলায় আমাদের প্রকাশিতব্য বইটির নাম “ইসলাম ও গণতন্ত্র”। বর্তমানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। ইনশাআল্লাহ শীঘ্রই বইটির প্রি-অর্ডার নেওয়া শুরু হবে।

আপনারা কে কে বইটির জন্য অপেক্ষা করেছেন?

উমেদের স্টলেই আমাদের বই পাওয়া যাবে ইনশা'আল্লাহ।মেলায় উমেদ প্রকাশের স্টল নং: ১৪৪-১৪৫
15/09/2025

উমেদের স্টলেই আমাদের বই পাওয়া যাবে ইনশা'আল্লাহ।

মেলায় উমেদ প্রকাশের স্টল নং: ১৪৪-১৪৫

এই প্রবন্ধ যেন একটি অগ্নিপরীক্ষায় দগ্ধ হৃদয়ের গহিন আর্তনাদ। অগ্নিকাণ্ডের শিখায় পোড়া সে হৃদয়ের বেদনাই ফুটে উঠেছে এর প্রতি...
14/09/2025

এই প্রবন্ধ যেন একটি অগ্নিপরীক্ষায় দগ্ধ হৃদয়ের গহিন আর্তনাদ। অগ্নিকাণ্ডের শিখায় পোড়া সে হৃদয়ের বেদনাই ফুটে উঠেছে এর প্রতিটা ছত্রে ছত্রে। কিন্তু সেই বেদনার ভেতরেও মিশে আছে প্রত্যয়ের দীপ্তি, আশার সঞ্চার এবং জাগরণ ও কর্মপ্রেরণার আহ্বান।

লেখক একাধারে একজন সুসাহিত্যিকের কাব্যিক ভাষা ও একজন খাঁটি পরামর্শদাতার অকপটতা বজায় রেখে একজন অভিজ্ঞ বিশ্লেষকের বাস্তবতা সেই হীনতম পরাজয়ের কারণগুলো তুলে ধরেছেন। অতঃপর একজন দূরদর্শী চিন্তকের চিন্তা ও একজন প্রাজ্ঞ ফকিহের তত্ত্ব ও বিশ্লেষণের আলোকে এর পর্যালোচনা, করণীয় ও সম্ভাব্য সমাধানের সুগঠিত রূপরেখা প্রদান করেছেন।

আল্লাহ তাআলা তাঁকে দীর্ঘ হায়াত দিন এবং উম্মতের রত্নভান্ডার হিসেবে সার্বিক বিপদাপদ থেকে হেফাজত করুন।

আমাদের সকল বই উমেদ প্রকাশের স্টলে পাবেন ইনশাআল্লাহ। উমেদ প্রকাশের স্টল নং ১৪৪-১৪৫
13/09/2025

আমাদের সকল বই উমেদ প্রকাশের স্টলে পাবেন ইনশাআল্লাহ।

উমেদ প্রকাশের স্টল নং ১৪৪-১৪৫

আজ নির্যা'তিত মুসলিম উম্মাহর জন্য দো'আ করতে ভুলবেন না, বিশেষ করে আসরের পর হতে মাগরিবের পূর্ব মুহূর্তের মধ্যে।ফিলি'স্তিন ...
12/09/2025

আজ নির্যা'তিত মুসলিম উম্মাহর জন্য দো'আ করতে ভুলবেন না, বিশেষ করে আসরের পর হতে মাগরিবের পূর্ব মুহূর্তের মধ্যে।

ফিলি'স্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে জানতে “রক্তা'ক্ত ফিলি'স্তিন” বইটি পড়ুন।

মৃ'ত্যু এমন এক বিচ্ছেদ, যা খুবই বেদনাদায়ক ও কষ্টকর।বই - পরকালের যাত্রী।
11/09/2025

মৃ'ত্যু এমন এক বিচ্ছেদ, যা খুবই বেদনাদায়ক ও কষ্টকর।

বই - পরকালের যাত্রী।

Address

Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when সিতারা প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category