Maniruzzaman Manir

Maniruzzaman Manir Crafting Dreams in the Love of Agriculture and Farmers! love for agriculture and the farmers around the world. cause the crafting dreams for all of us.

30/06/2025

ACI Animal Health-এর অফিসে গিয়েছিলাম Fruti BD-এর পক্ষ থেকে আমাদের Exclusive Gift Box ডেলিভারি করতে।
এই গিফট বক্স শুধু আম নয়—ভালোবাসা, কৃতজ্ঞতা আর সম্পর্কের মিষ্টতা একসঙ্গে বয়ে আনে।

🎀 ফুড গ্রেড প্যাকেজিং
🥭 ১০০% কেমিকেল মুক্ত
🏷️ কর্পোরেট উপহার হিসেবে একদম পারফেক্ট!

Fruti BD বিশ্বাস করে—সম্পর্কের গভীরতাই ব্র্যান্ডের শক্তি।
আপনার প্রতিষ্ঠানের জন্যও গিফট বক্স নিতে চাইলে ইনবক্স করুন এখনই!
📞 01711751899
🌐 www.frutibd.com
Fruti BD – শুধু ফল নয়, ভালোবাসার গল্প। 🧡

29/06/2025

গিয়েছিলাম Renata Pharma-তে,
নিজের হাতে গ্রাহকের কাছে পৌঁছে দিতে Fruti BD-এর ভালোবাসায় ভরা আমের বক্স।
এই কাজটা শুধু ডেলিভারি নয়, ছিল একধরনের সম্পর্কের বন্ধন গড়া।
যখন গ্রাহক আমাদের আম হাতে নিয়ে বললেন,
"এমন যত্ন আর সততার ছোঁয়া এখন আর ক’জন দেয়?"
— তখন ভেতরটা কেমন যেন গর্বে ভরে উঠল।
এই অনুভবই নতুন করে কাজের প্রেরণা দিল।
এই ভালোবাসা, এই বিশ্বাস নিয়েই আমরা গড়তে চাই
একটা বাংলাদেশি ব্র্যান্ড,
যে ব্র্যান্ড শুধু ফল পৌঁছায় না—
স্বপ্ন, স্নেহ আর সম্মান পৌঁছে দেয়।
স্বপ্ন বুনি কৃষি ও কৃষকের মায়ায়। 🌱🥭

24/06/2025

আমের রাজা হাড়িভাঙ্গা, এখন ফ্রুটি বিডি-র মাধ্যমে সারা দেশে।

20/06/2025

🥭 আমাদের বাগান থেকে সরাসরি—নির্ভরতার সাথে।

রসালো হাঁড়িভাঙ্গা—এই গ্রীষ্মের নিখুঁত উপহার।নিজের জন্য, প্রিয়জনের জন্য বা কর্পোরেট গিফট—Fruti BD-এর গিফট বক্সে থাকুক খাঁ...
18/06/2025

রসালো হাঁড়িভাঙ্গা—এই গ্রীষ্মের নিখুঁত উপহার।
নিজের জন্য, প্রিয়জনের জন্য বা কর্পোরেট গিফট—Fruti BD-এর গিফট বক্সে থাকুক খাঁটি ভালোবাসা।
🌐 frutibd.com 📞 01711751899 | 📲 WhatsApp: 01904-159240
নিশ্চিন্তে এক্সক্লুসিভ মানের আম পেতে এখনই প্রি-বুক করুন!

12/06/2025

বিশ্বাসে গড়া ব্র্যান্ড – Fruti BD নিয়ে এলো Haribhanga

09/06/2025

📢 Haribhanga কিনুন সরাসরি উৎস থেকে – Fruti BD!

08/06/2025

এই গ্রামই আমার শান্তির ঠিকানা।
জীবনের কোলাহল, শহরের কৃত্রিমতা ছেড়ে যখন গ্রামের পথ ধরে হেঁটে চলি—
সেই মাটির গন্ধ, পাখির ডাক, আর সরল মানুষের হাসি—সব কিছুই মনে করিয়ে দেয়,
"শান্তি কোনো বিলাস নয়, এটা এক অনুভব।"
চলুন, ভালোবাসি আমাদের শিকড়কে…

03/06/2025

৬টি সহজ নিয়ম, যেগুলো মানলে জীবন হবে শান্ত আর আপনি হবেন আরও পরিণত

১. নিজের সব কথা সবার সঙ্গে শেয়ার করবেন না।
সবাই আপনার গল্প শুনতে চায় না। অনেকেই চায় আপনি ব্যর্থ হোন। তাই নিজের আবেগ, কষ্ট আর স্বপ্ন ফিল্টার করতে শিখুন।

২. বন্ধু বেছে নিন চিন্তাভাবনা করে।
যাঁরা আপনাকে মেধা, শান্তি ও শক্তিতে ভরিয়ে তোলেন—তাঁদের সঙ্গেই থাকুন। কারণ বন্ধুরাই আপনার ভবিষ্যৎ গড়ে দেয়।

৩. প্রত্যাশা কমান, কৃতজ্ঞতা বাড়ান।
ছোট ছোট জিনিসের জন্যও কৃতজ্ঞ হোন। এতে আপনার ভিতরকার শান্তি বাড়বে, হৃদয় হবে প্রশান্তিময়।

৪. সর্বোচ্চ চেষ্টা করুন, ফলাফল স্রষ্টার উপর ছেড়ে দিন।
মন দিয়ে কাজ করুন, পরিশ্রমে কোনো খামতি রাখবেন না। প্রসেসের উপর আস্থা রাখুন—ফল আসবেই।

৫. নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, অন্যকে নয়।
আপনার আচরণ, আবেগ—এগুলোই আপনার আসল শক্তি। অন্যকে কন্ট্রোল নয়, নিজের ভিতরের ভারসাম্য খুঁজে নিন।

৬. রিয়্যাকশন কম দিন, উপলব্ধি বাড়ান।
যদি কেউ আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে না পারে, তবে আপনাকেও আর কেউ সহজে প্রভাবিত করতে পারবে না।

👉 এই ছয়টি অভ্যাস যদি আপনি একটু একটু করে নিজের জীবনে আনতে পারেন,
তাহলে শান্তি আর পরিপক্বতা—দুটোই আপনার পাশে থাকবে প্রতিনিয়ত। 🌿✨

27/05/2025

EXCLUSIVE PACKAGING 🥰

27/05/2025

বাগানের সারি – নিঃশব্দে বলা ভালোবাসার গল্প
সকালের রোদটা ঠিক মুখে পড়েনি তখনও,
তবুও বাগান জেগে উঠেছে পাতার নড়াচড়ায়।
এক পাশে সারি সারি আমগাছ, আরেক পাশে বাবলার ছায়া—
প্রতিটা গাছে যেন একেকটা গল্প ঝুলে আছে।

যে গাছটার নিচে দাদু বসে ছাতা বানাতেন,
সেই গাছেই এখন ঝুলছে গুচ্ছ গুচ্ছ পাকা আম।
শিশিরে ভেজা পাতা থেকে রোদ ফোঁটা টুপ করে পড়ে যায়,
আর আমি দাঁড়িয়ে ভাবি—
এমন নিঃশব্দ ভালোবাসা আর কোথায় পাওয়া যায়?

বাগানের প্রতিটি সারি যেন নিঃশব্দ সাক্ষী—
কখন গাছে মুকুল এসেছে, কখন ঝড় গিয়ে মুচড়ে দিয়েছে ডাল,
কখন রাতভর বৃষ্টি ভিজিয়ে দিয়েছে পাতা,
আর কখন গাছগুলো মাথা উঁচু করে বলেছে—
“আমি আছি, আমি ফল দিব।”

এই বাগান শুধু আম দেয় না,
এটা দেয় ভালোবাসা, দেয় অপেক্ষা, দেয় বিশ্বাস।
যে বিশ্বাসে Fruti BD প্রতিটি আম তুলে নেয় যত্নে,
আর পৌঁছে দেয় আপনাদের ঘরে—
গাছের ডাল থেকে মানুষের ডালানে।

বাগানের সারিগুলো একেকটা নিঃশব্দ কবিতা—
যার প্রতিটি লাইনে লেখা আছে পরিশ্রম, প্রকৃতি আর প্রেম।
এভাবেই আমের সঙ্গে আমরা পৌঁছে দিই একখানা গল্পও।

20/05/2025

আমরা বাংলাদেশে জন্মেছি, বেড়ে উঠেছি মাটির গন্ধ, ঋতুর পরিবর্তন আর ফলের মৌ মৌ ঘ্রাণে। উত্তরবঙ্গের সন্তান হয়ে আমরা পেয়েছি এক অনন্য সুযোগ—রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম-এর সঙ্গে পথচলা শুরু করার। এই আম কেবল একটি ফল নয়, এটি আমাদের গর্ব, আমাদের শিকড়, আমাদের দেশের পরিচয়।

কিন্তু Fruti BD শুধু হাড়িভাঙ্গা নিয়ে সীমাবদ্ধ নয়। আমরা কাজ করছি সারা দেশের নিবন্ধিত ও বিশ্বস্ত কৃষকদের সঙ্গে, যাঁরা চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, রাজশাহী, নওগাঁ—বাংলাদেশের প্রতিটি বিখ্যাত আম অঞ্চল থেকে প্রাকৃতিকভাবে উৎপাদিত ফল সরবরাহ করেন। প্রতিটি অঞ্চলের ভিন্ন স্বাদ ও বৈশিষ্ট্যের আম Fruti BD আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে যথাযথ যত্ন, প্রক্রিয়াজাতকরণ ও ভালোবাসার মাধ্যমে।

Address

Dhaka
Dhaka
1200

Telephone

+8801633560707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maniruzzaman Manir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maniruzzaman Manir:

Share

Category

Our Story!

সকল রকম বিনোদনমূলক, ইসলামিক ,পারিবারিক, বন্ধুত্ব এবং আড্ডা, জ্ঞানমূলক, প্রেম ভালোবাসা সব রকমের পোস্ট করা হয়! পেজটি শুধুমাত্র আপনাদের বিনোদন উপহার দেওয়ার জন্য খোলা হয়েছে, সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করুন এবং বিনোদন উপভোগ করুন।

ধন্যবাদ।