01/08/2025
গল্পটার লেখক : লামিয়া ইসলাম
নাম : নাই তোমার একটা নাম লিখে দাও কমেন্ট
পূর্ব ১
আজ চৌধুরী বাড়িতে খুশির ছোয়া। কারন তাদের সবার চোখের মনি আদরের ছেলে আসতেছে ৮ বছর পর বিদেশ থেকে দেশে "আরিয়ান চৌধুরী আফিন"।
আরিয়ান কে ইয়ারফুটে আনতে গেছে তার বাবা "মিরাজ চৌধুরী" ও তার চাচাতো ভাই "তানভীর চৌধুরী"।
(ছোট চাচা "শিহাব চৌধুরী" ছোট ছেলে "আদি" ভাইকে আনার জন্য জাওয়ার বাইনা করছে,তাই "মিরাজ চৌধুরী" "আদি" কেও নিয়ে গেছে সাথে।
আরিয়ানের জন্য তারা তিন জন ইয়ারফুটে ওয়েট করতেছিলো। হঠাৎ আরিয়ানাকে আসতে তারা এগিয়ে গেলো। আরিয়ান বাবাকে দেখে সালাম দিলো । তার বাবা "মিরাজ চৌধুরী" সালামের উত্তর নিয়ে ছেলেকে বুকে টেনে নিলো।আদি ভাই কে দেখে দোর দিয়ে জরিয়ে ধরলো, আরিয়ানাও তাকে জরিয়ে ধরলো।তানভীর ও ভাইকে সালাম দিয়ে জরিয়ে ধরলো ।)
- "তারপর তানভীর ভাই কে বললো,
কেমন আছো ভাইয়া?
- ভালো আছি, তুই কেমন আছিস?
-"ভালো আছি। ভাইয়া চলো তুমি অনেক জার্নি করে এসেছো,বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিবে।
"হুম চলো সবাই।
তারা সবাই বাসার দিকে রওনা দিলো ইয়ারফুট থেকে।
*মা চাচিরা, ছোট বোন, দুই চাচা, আরিয়ানের জন্য অপেক্ষা করছে। কখন আসবে তাদের সবার আদুরে ছেলে।
হাঠাত করে "শিহাব চৌধুরী" তার বউ "হালিমা চৌধুরী" কে বললো,
- তানহা কোথায় ওকে তো দেখছি না?
-তানহা তো ভার্সিটি তে গেছে, বলছে ১২টায় চলে আসবে।
"আয়শা চৌধুরী" - ঘুরির দিকে এক পলক তাকিয়ে বললো,
এখন তো ১১:৩০ বাজে শিহাব ভাই, আদা ঘন্টা পর মনে চলে আসবে তানহা।
তখনই করিডোর দিয়ে ডুকলো "আরিয়ানা চৌধুরী আফিন"
- তার পিছনে চৌধুরী বাড়ির বড় কর্তা "মিরাজ চৌধুরী" ও বাড়ির দুই ছেলে তানভীর ও আদি।
আরিয়ান সবার উদ্দেশ্যে সামাল দিলো।তার মা জুই তালুকদার ছেলের সালামের নিলো,তারপর ছেলেকে জরিয়ে ধরলো। জুই তালুকদার ছেলে কে দেখে খুশিতে কান্না করে দিছে।
"জুই তালুকদার ছেলে দেখে বললো"
কেমন আছিস বাবা? শরীরলের কি হাল করছিস? কিছু কি খাস না? (ছেলে কে ৮ বছর পর দেখে এতো গুলো প্রশ্ন করলো)
"আরিয়ান উওর দিলো"
- আমি ভালো আছি। আমার জন্য এতো চিন্তা কইরো না,পরে নিজের শরীর খারাপ করবে। আর কান্না করতাছো কেন আমি তো চলে এসেছি।
"জুই তালুকদার খুশি মনে বললো"
হুম বাবা আয় বস।তর জন্য আমি শরবত নিয়ে আনছি।
(আরিয়ান মিজু চাচা এহসান চৌধুরী কে মিজু আব্বু আর আয়শা চৌধুরী কে মিজু আম্মু বলে ডাকে । আর ছোট চাচা "শিহাব চৌধুরী কে