21/05/2025
সকালটা আর পাঁচটা দিনের মতো শুরু হলেও, শেষটা ছিল ভীষণ করুণ।
বাবা শান্ত মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন, বানিয়াপাড়া মোড়ে এক বেপরোয়া বাস তাদের জীবন তছনছ করে দেয়।
শান্ত ঘটনাস্থলেই মারা যান। মেয়ের এক পা শরীর থেকে বিচ্ছিন্ন।
অন্তঃসত্ত্বা মা, ভাঙা হাত আর কেঁপে ওঠা চোখে তাকিয়ে আছেন…
আর ছোট্ট মেয়েটা বোঝে না, বাবার গরম হাতটা কেন চিরতরে ঠান্ডা হয়ে গেলো।
রাস্তার মাঝে মেয়েটা শুধু তাকিয়ে আছে… জানে না, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা আর কখনো ফিরে আসবে না।
এটা শুধু একটা দুর্ঘটনা নয়— এটা একটা পরিবার ভেঙে পড়ার গল্প।
আল্লাহ শান্ত ভাইকে শান্তি দিক,
আর যারা দায়ী, তাদের যেন আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়।
#বাসদুর্ঘটনা