Mehedi Art by Smrity

Mehedi Art by Smrity Assalamualaikum everyone. Welcome to my page. Stay connected and support me. Thank you ⭐
(1)

টঙ্গী হোসেন মার্কেট ইম্পেরিয়াল হসপিটালের সামনে ড্রেনে পড়া সেই মহিলাকে ৩৬ ঘন্টা পর গাজীপুরা কচুরিপানা বিলে পাওয়া গেছে! আম...
30/07/2025

টঙ্গী হোসেন মার্কেট ইম্পেরিয়াল হসপিটালের সামনে ড্রেনে পড়া সেই মহিলাকে ৩৬ ঘন্টা পর গাজীপুরা কচুরিপানা বিলে পাওয়া গেছে! আমরা এমন এক দেশে জন্মেছি যেখানে দুর্নীতি এত পরিমাণ হয়েছে যে রাস্তায় হাটার সময় হঠাৎ নিজেকে ড্রেনেও আবিস্কার করতে পারি। এদিকে তার অবুঝ দুটি সন্তান মায়ের অপেক্ষায়,,,,,

27/07/2025
24/07/2025
Dear Students, do IELTS, get a visa, fly out, and never return !!✈️😭😭😭
24/07/2025

Dear Students, do IELTS, get a visa, fly out, and never return !!✈️
😭😭😭

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
23/07/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

"রাত একটা ফি-ত-না!"রাতে মানুষ একা হয়, মন দুর্বল হয়, অনেক নিষিদ্ধ কাজ সহজ হয়ে যায়, গুনাহ করার পরিবেশ বেশি তৈরি হয়। সোশ্যা...
23/07/2025

"রাত একটা ফি-ত-না!"

রাতে মানুষ একা হয়, মন দুর্বল হয়, অনেক নিষিদ্ধ কাজ সহজ হয়ে যায়, গুনাহ করার পরিবেশ বেশি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায়, চ্যাটে, ভিডিও কনটেন্টে, এমনকি নিজের চিন্তা-ভাবনাতেও রাত ফি-ত-না-র দরজা খুলে দেয়।

নি-ফাক, শয়_তানি কু-মন্ত্রণা ও কু-প্রবৃত্তির শক্তি বাড়ে রাতে। রাতের নীরবতা আর একাকিত্ব মানুষকে এমন সব পথে নিয়ে যেতে পারে, যেখান থেকে ফেরত আসা কঠিন।

বেশিরভাগ হা-রাম সম্পর্ক, চ্যাট, ভিডিও দেখা, গি-বত — রাতেই হয়।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "ফি-ত_নার সময় রাতে ঘুমিয়ে থাকা, দিনের ইবাদতের চেয়ে উত্তম।" (আবু দাউদ, হাদীস : ৪৩১১)

রাতের নিঃশব্দতা অনেক সময় গুনাহকে সহজ করে দেয়, কারণ মানুষ ভাবে— কেউ দেখছে না।

অথচ আল্লাহ!

জমসেদ মজুমদারের একটা কথা ভাল লাগে- "হে যুবক ! যদি তুমি শিউর থাকো যে আল্লাহ তোমাকে দেখছেনা, তবে যা খুশি তা করো, সমস্যা নেই!"

~ শাহ মুহাম্মদ তন্ময়!

Update 🚨 উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত – মৃত্যু আর ধ্বংসের বিভীষিকা!    ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়ি...
22/07/2025

Update
🚨 উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত – মৃত্যু আর ধ্বংসের বিভীষিকা!
২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়ির মিলস্টোন স্কুল ও কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

🔥 বিমানটি নিচে পড়ার সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্কুল ভবনের পাশে আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
💔 এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত, ৫০+ মানুষ গুরুতর দগ্ধ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
👩‍🚒 ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও র‍্যাব তাৎক্ষণিক উদ্ধারকাজে অংশ নেয়।
🎓 শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চলছে চরম আতঙ্ক।

‼️ দগ্ধদের জন্য রক্তের জরুরি প্রয়োজন!
যারা নিকটবর্তী আছেন, অনুগ্রহ করে রক্ত দিতে এগিয়ে আসুন 🙏

21/07/2025
21/07/2025

😢😢😢

21/07/2025

আম্মু আজকে স্কুলে না যাই??
আম্মু আজকে তুমি এইটা রান্না করবা আমি স্কুল থেকে এসে খাবো..
আজকে আব্বু তুমিই কিন্তু ছুটির সময় নিতে আসবা..
ছুটির পর কিন্তু ওই জায়গায় নিয়ে যাবা..
বাসায় এসেই যাতে আমি আমার পছন্দের জিনিসটা পাই বুঝলা আম্মু..
এইগুলি কত আবদার করতাম ,কানে আমার আবদার গুলো ভাসছে কিন্তু মাইলস্টোন স্কুলের বাচ্চাদেরকে ভেবে..
আল্লাহ তাদের বাবা মায়েদের এই শো*ক এই ক*ষ্ট সহ্য করার মত শক্তি দেক..
আল্লাহ বাচ্চাগুলোর ক*ষ্টগুলোকে শিতল করে দেক আমিন..

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Art by Smrity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share