Mahmud Bahi

Mahmud Bahi Entertainer

14/03/2025

সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেটই কেবল বিবর্ণ নয়, সাকিব ছাড়া রঙহীন ছিল এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

কিংবদন্তি!

আমারে ছাইড়া গেলে, তুমি অন্যরকম এক জীবন পাইবা; আফসোস, আমারে পাইবা না!🖤
12/03/2025

আমারে ছাইড়া গেলে, তুমি অন্যরকম এক জীবন পাইবা; আফসোস, আমারে পাইবা না!🖤

~ জীবনের প্রতিটা দিনই অনেকটা ঝরে যাওয়া ফুলের মত; যা আর জীবনে ফিরে আসেনা!🥺🌸
12/03/2025

~ জীবনের প্রতিটা দিনই অনেকটা ঝরে যাওয়া ফুলের মত; যা আর জীবনে ফিরে আসেনা!🥺🌸

- আমার থেকে যদি কেউ তোমাকে বেশি ভালোবাসে; তাহলে আমাকে ভুলে যেও...!🖤🌸
11/03/2025

- আমার থেকে যদি কেউ তোমাকে বেশি ভালোবাসে; তাহলে আমাকে ভুলে যেও...!🖤🌸

আমি তোমার সেই মানুষটা হতে চাই 😊❤️‍🩹
11/03/2025

আমি তোমার সেই মানুষটা হতে চাই 😊❤️‍🩹

—ওরা মায়ার কারিগর,আর আমরা মায়ায় আটকে যাওয়া কয়েদী!😅💔
11/03/2025

—ওরা মায়ার কারিগর,আর আমরা মায়ায় আটকে যাওয়া কয়েদী!😅💔

“তুমি আমার হলে মন্দ হবে না” 🌼♥️
10/03/2025

“তুমি আমার হলে মন্দ হবে না” 🌼♥️

10/03/2025

চলা ফেরায় কতো মানুষের সাথে কতোভাবে পরিচয় হয়। আজকে আসার সময় গবেষকের সাথে পরিচয়।এই গবেষকের একটু পরিচয় দেওয়া চেষ্টা করলাম।আজকে বাড়ি আসার সময় গাবতলী থেকে সেলফি তো উঠি। পরে বাবার বয়সী এক অচেনা লোক বসলো পাশের সিটে। লোকটা সম্পর্কেই কিছু কথা। কথাগুলো না বললেও হতো। কিন্তু বলছি..
আঙ্কেল কথার ভিতর ভুল থাকলে মাপ করবেন Ayub Biswas.এই ছোট্ট বয়সে লোকটাকে দেখে প্রথমেই ভাবছিলাম হয়তো কোনো বড় মাপের লোক। আসলেই আমার ভাবনার একটু নড়চড় হলো না। সে আমার পরিচয় নিল। আমার সাথে মানিকগঞ্জ পর্যন্ত ছিল। তার কথাগুলো কি সুন্দর শ্রুতি মধুর ছিল। আসলে সে এই অল্প সময়ে আমার আমিত্বকে চেনাতে চেয়েছে। হয়তো তার সম্পর্কে বলার মতো আমার কোনো জ্ঞান নেই। সে ইসলাম সম্পর্কে আমাকে বলেছে। জ্ঞানের কথা বলেছে। আসলে সে যেই ভাবে আমার ভাবনার দ্বার উন্মোচন করেছে। এভাবে হয়তো আমিও ভাবি নাই। যাইহোক আঙ্কেল আপনার জন্য দোয়া থাকবে। আপনাকে আল্লাহ যেন নেক হায়াত দান করে। আমার জীবনের আইডিয়া ম্যান অথবা আলোচনার মানুষ হিসেবে পাশে রাখব আপনাকে। যাইহোক আঙ্কেল নজরুলকে নিয়ে গবেষণা করছে। তার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করছে। তার ব‌ই বাংলাদেশে নজরুল। আঙ্কেলের জন্য শুভ কামনা রইল।

তবে ভুল ভেবো নাআমি অন্য কারো না 'আমি এখনো তোমারি আছি..!!তবে তুমি আমার না..😅❤️‍🩹
10/03/2025

তবে ভুল ভেবো না
আমি অন্য কারো না 'আমি এখনো তোমারি আছি..!!তবে তুমি আমার না..😅❤️‍🩹

Address

West Nakhalpara
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Bahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category