Sharee HOUSE

Sharee HOUSE Informative Entertainment

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধবিমান সাহারা মরুভূমিতে ভেঙে পড়ে। পাইলট প্রাণে বেঁচে যায়, কিন্তু চারদিকে শুধু ধু-ধু বালি...
06/05/2025

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধবিমান সাহারা মরুভূমিতে ভেঙে পড়ে। পাইলট প্রাণে বেঁচে যায়, কিন্তু চারদিকে শুধু ধু-ধু বালির সমুদ্র আর ঝলসানো রোদ। খাবার নেই, পানি নেই — কেবল এক বোতল পানি আর কিছু শুকনো বিস্কুট।

তিনদিনের মাথায় তার পানি ফুরিয়ে যায়। প্রচণ্ড রোদ, পানির অভাব আর একাকীত্বের ভারে সে প্রায় মৃত্যুর মুখে। ঠিক তখনই মনে পড়ে — পাইলট হওয়ার আগে সে ছিল একজন শিল্পী। পকেটে ছিল একটি পেন্সিল আর ভাঙা একটা চশমা। মরুভূমির বালুর ওপর সে আঁকতে শুরু করে — তার পরিবার, শহর, রাস্তা আর টলমলে পানি!

জানি সে বাঁচবে না, তবু শেষ মুহূর্তগুলোতে সে তার স্মৃতি ধরে রাখতে চায়। অবাক করা বিষয়, ছবি আঁকতে আঁকতে তার তৃষ্ণা কিছুটা কমে যায়, মন শান্ত হয়ে আসে। সে ভাবল, "আমি এখনো বেঁচে আছি। স্বপ্ন দেখতে পারি মানে এখনো হার মানিনি।"

অষ্টম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। তারা দেখে — কঙ্কালসার দেহ, ফেটে যাওয়া ঠোঁট, ক্লান্ত চোখ — কিন্তু সেই পাইলট তখনো বালিতে ছবি আঁকছে, যেন কোনো মন্ত্রমুগ্ধ শিল্পী!

উদ্ধারের পরে পাইলট বলেছিল, "আমি টিকে ছিলাম, কারণ আমি বিশ্বাস হারাইনি। আমার ভাঙা চশমা আর এক টুকরো পেন্সিলও আমাকে মরুভূমিতে বেঁচে থাকার অনুপ্রেরণা যুগিয়েছে।”

শিক্ষা: জীবন অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আপনার বিশ্বাস কেড়ে নিতে পারে না। যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, কেউ আপনাকে হারাতে পারবে না।

17/04/2025

ডলারকে টপকে বিশ্বের শক্তিশালী মুদ্রা রুশ রুবল

12/04/2025

সবার জীবন একই ভাবে চলে না। তাই অন্য একজন যেভাবে সফল হয়েছেন সেটা ফলো করলেই আপনি/আমি সফল হবো সেটা একদম ভুল ধারনা।
আপনার ক্রিয়েটিভির দিকে মনোযোগ দিন।

মাশাল্লাহ, আজকের মার্চ ফর গাজা।আমরা ফিলিস্তিনের ভাইদের সাথে আছি।আল্লাহ তাদের মুক্ত করুন।
12/04/2025

মাশাল্লাহ, আজকের মার্চ ফর গাজা।
আমরা ফিলিস্তিনের ভাইদের সাথে আছি।
আল্লাহ তাদের মুক্ত করুন।

সুযোগ পেলেই দেশ টা কে অস্থিতিশীল করার করার চেষ্টা করছে একটা মহল।এরা সবসময়ই একটা সুযোগের অপেক্ষায় থাকে। আজকে মার্চ ফর ফিল...
12/04/2025

সুযোগ পেলেই দেশ টা কে অস্থিতিশীল করার করার চেষ্টা করছে একটা মহল।এরা সবসময়ই একটা সুযোগের অপেক্ষায় থাকে। আজকে মার্চ ফর ফিলিস্তিন মিছিলেও একই কাজ হয়েছে।
মিছিল নিয়ে এসে গাজীপুরের অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে গেছে।

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই।
11/04/2025

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই।

10/04/2025

রিজিক নিয়ে কত বিশ্লেষণ যে দেখি আর শুনি, সবাই বলবে রিজিক নিয়ে চিন্তা করবেন না। আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। সবাই আসুলে রিজিক বলতে ৩ বেলা খাবার কে বুঝায়। আসলে এই খাবার নিয়ে কেউ চিন্তা করে না।

চিন্তা করে শুধু সামাজিক মর্যাদা এবং আত্নসন্মান নিয়ে কিভাবে বেচে থাকবে। হ্যাঁ, রিজিকের এই স্তর নিয়ে সবাই চিন্তিত।

10/04/2025

খায়বারের যুদ্ধে কেল্লাসমুহ হারানোর পর ফেতনাবাজ ই হু দি রা যুদ্ধের ময়দানে সম্পুর্নরুপে পরাভুত হয়েছিল।কিন্তু শেষ চাল হিসেবে তারা ঘৃন্য একটা চক্রান্ত করে। তাদের সর্দার সাল্লাম বিন মিশকামের স্ত্রী যায়নাব বিনতে হারেস রাসুল (স:) কে নিমত্রন করে। নবীজি আসার পর সে বকরির ভুনা গোস্ত উপস্থাপন করে, যা বিষমিশ্রিত ছিল। নবীজি প্রথম লোকমা মুখে দিতেই আল্লাহ তায়ালা তাঁকে বিপদ সম্পর্কে সতর্ক করেন। তিনি তখনি মুখ থেকে লোকমা ফেলে দেন। তা সত্তেও নিমত্রনে শরিক এক সাহাবি বিশর বিন বারা রা. এর মুখের লোকমা পেটে চলে গিয়েছিল। রাসুল (স) যায়নাবকে এই চক্রান্তের কারন জিজ্ঞেস করলে সে বলল, আমি আমার জাতির পক্ষ থেকে প্রতিশোধ নিতে চাচ্ছিলাম। আমি ভেবেছি, আপনি সত্য নবী হলে বেচে যাবেন আর সাধারন বিজেতা হলে আমরা আপনার কবল থেকে মুক্তি পাব।
মহিলাটি উপস্থিত বুদ্ধির প্রমান দেখিয়ে এমন উত্তর দিয়েছিল, তবে এভাবে অপরাধ আড়াল করা যায় না। এরপরও রাসুল (স:) নিজের ব্যক্তিগত কারনে শাস্তি দেওয়া পছন্দ করেননি, তাও এক মহিলার ক্ষেত্রে, এজন্য তিনি তাকে ক্ষমা করে দেন। এটি ছিল প্রানের দুশমনকে ক্ষমা করে দেয়ার অতুলনীয় নজির।
কিছু দিন পর বিশর বিন বারা রা. বিষের প্রভাবে ইন্তেকাল করেন। তখন রাসুল (স:) ইনসাফের দাবি অনুযায়ী ওই মহিলাকে নিহত সাহাবির উত্তরাধিকারীদের হাতে তুলে দেন। তারা তাকে হত্যা করে। এটি ছিল আইনের উত্তম প্রয়োগ।

বি: দ্রষ্টব্য: কেউ আবার বইলেন না জুকার বার্গের ফেসবুকে তার পুর্ব পুরুষদের বিরুদ্ধে পোস্ট করলাম কেনো?
তারা সেই যুগ থেকেই চরম বুদ্ধিমান এবং সর্বোচ্চ চক্রান্তকারী।

Such a good news for us.
10/04/2025

Such a good news for us.

Address

Dhaka
1230

Telephone

+8801717647429

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharee HOUSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharee HOUSE:

Share