15/01/2026
কালের বিবর্তনে গায়ে হলুদের গহনার অনেক পরিবর্তন এসেছে।
কিন্তু আমার কাছে মনে হয়
সিম্পল হলুদ শাড়ি আর কাঁচা ফুলের গহনায়
নতুন বউকে অন্যরকম সুন্দর লাগে।
আর হলুদের সাজ হিসেবে এটাই বেস্ট লাগে।
(আমার মতামত)।
আমার বিয়ের সময় ঘরোয়া পরিবেশ আয়োজন করা হয় গায়ে হলুদের।
সে সময় গ্রামে এত ধরনের মেকআপ সামগ্রী দিয়ে সাজার প্রচলন ছিল না।
#গায়েহলুদ
#ফুলেরগয়না
#ভাইরালシ