Abir's Bookish World

Abir's Bookish World আমরা নাহয় বইয়ের জগতে পালাই� ফ্যান্টাসি থেকে ক্লাসিক, এমন গল্পে হারিয়ে যাই যা আত্মার সাথে কথা বলে।

04/08/2025
বক্তা,উপস্থাপন ও বিতর্কিকহওয়ার বৈজ্ঞানিক কৌশলআল মামুন রাসেল
01/08/2025

বক্তা,উপস্থাপন ও বিতর্কিক
হওয়ার বৈজ্ঞানিক কৌশল
আল মামুন রাসেল

31/07/2025

গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
#গিতান্জলি #রবিন্দনাথঠাকুর

📚🌸বই হাতে একটা শান্ত দুপুরের  গল্প—ফুলের ঘ্রাণে ভরে আছে আঙিনা, আর হাতে "বাদশাই নামদার" মতো রোমাঞ্চকর একটি বই।শহরের কোলাহ...
31/07/2025

📚🌸
বই হাতে একটা শান্ত দুপুরের গল্প—
ফুলের ঘ্রাণে ভরে আছে আঙিনা, আর হাতে "বাদশাই নামদার" মতো রোমাঞ্চকর একটি বই।
শহরের কোলাহলের মাঝেও যেদিকে তাকাই, যেনো বই আর প্রকৃতির এক অপূর্ব বন্ধুত্ব!

পড়ার আনন্দ, প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এই মুহূর্তগুলোই আমাদের সত্যিকারের শান্তির খোঁজ দেয়।

#বইপোকা #রাক্ষসী_রমণী #বইপ্রেমী #প্রকৃতির_আলিঙ্গন

নিশব্দে বইয়ের পাতায় ডুবে থাকা মানেই যেন নিজের ভেতর ডুব দেওয়া।হাতের বইটা শুধু কাগজ আর ছাপা অক্ষর নয়—এ যেন জীবনের এক ন...
30/07/2025

নিশব্দে বইয়ের পাতায় ডুবে থাকা মানেই যেন নিজের ভেতর ডুব দেওয়া।
হাতের বইটা শুধু কাগজ আর ছাপা অক্ষর নয়—এ যেন জীবনের এক নিরব ভাষ্য, আত্মার সঙ্গে কথোপকথন।

📖 বইয়ের নাম: আমি মেজর ডালিম বলছি
📍লোকেশন: প্রিয় বন্ধুর বইয়ের দোকানে

এক টুকরো শান্তি, এক মুহূর্তের আত্মআবিষ্কার—বইয়ের গন্ধেই তা খুঁজে পাই বারবার।

#বইপোকা #বইয়েরপ্রেমে #আমিমেঘেরদিকে #বইদোকান

🔴✊ একটি বই, একটি বিপ্লব।"দ্য নেইম অফ বাংলাদেশ" — শুধু একটি বই নয়, এটি একটি আর্তনাদ, একটি প্রতিবাদ, একটি স্বাধীনতার গল্প...
29/07/2025

🔴✊ একটি বই, একটি বিপ্লব।

"দ্য নেইম অফ বাংলাদেশ" — শুধু একটি বই নয়, এটি একটি আর্তনাদ, একটি প্রতিবাদ, একটি স্বাধীনতার গল্প!
রক্তে লেখা ইতিহাসের প্রতিটি শব্দে লুকিয়ে আছে সাহস, ত্যাগ আর বেঁচে থাকার চূড়ান্ত আকাঙ্ক্ষা।

এক হাতে বই, আরেক হাতে ফুল — যেন একদিকে যন্ত্রণার গল্প, অন্যদিকে সেই গল্প থেকে জন্ম নেয়া সুন্দর ভবিষ্যতের প্রতিচ্ছবি।

📚 ইতিহাস শুধু জানার নয়, অনুভব করার জায়গা।
#বইপ্রীতি #ইতিহাস #বিপ্লব #স্বাধীনতা

অবসরে চুপচাপ কোন বিকেলেএই বইয়ের স্তূপে লুকিয়ে থাকে শত গল্প,কখনো প্রেম, কখনো রহস্য, কখনো ইতিহাস!এই ছোট্ট পাঠাগারেই হারিয়ে...
28/07/2025

অবসরে চুপচাপ কোন বিকেলে
এই বইয়ের স্তূপে লুকিয়ে থাকে শত গল্প,
কখনো প্রেম, কখনো রহস্য, কখনো ইতিহাস!
এই ছোট্ট পাঠাগারেই হারিয়ে যাই আমি বারবার...

📚
বইয়ের গন্ধে মিশে আছে আত্মার শান্তি,
আর প্রতিটি পাতায় খুঁজে পাই নিজেকে নতুনভাবে।
#বইপ্রেমী #বইয়েরভুবন #বইহোকসঙ্গী

🕯️📖 "ম্যাসেজ" – হৃদয়ের দরজায় এক আহ্বানআধুনিক মননে জীবনের হোঁচটগুলো, হতাশার রাতগুলো, নিঃশব্দ অশ্রুগুলো—সবকিছুর জবাব যেন এ...
25/07/2025

🕯️📖 "ম্যাসেজ" – হৃদয়ের দরজায় এক আহ্বান
আধুনিক মননে জীবনের হোঁচটগুলো, হতাশার রাতগুলো, নিঃশব্দ অশ্রুগুলো—সবকিছুর জবাব যেন এ বইয়ের পাতায় পাতায় লুকানো।
মিজানুর রহমান আজহারি সাহেবের লেখা "ম্যাসেজ" বইটা কেবল একটি বই নয়—এ যেন আলোর একটি বার্তা, একেকটি লাইনে একেকটি জীবনের পরিবর্তন।

🔖 "তোমার ইনবক্সে ১২টি অপঠিত বার্তা আছে..."
হয়তো সেই বার্তাগুলোই বদলে দিতে পারে তোমার পুরো জীবন, যদি তুমি একবার মন খুলে পড়ে দেখো।
আল্লাহ আমাদের বারবার ডাকছেন—কেবল আমরা পড়ে দেখতে ভুলে যাই।

📚 রাতের নরম আলোয়, নিঃশব্দে যখন মন ভেঙে পড়ে—তখন “ম্যাসেজ” তোমার সাথে কথা বলে।
আল্লাহর দিকে ফিরে যাওয়ার এটাই তো শ্রেষ্ঠ সময়।

---

#ম্যাসেজ #ইসলামিকবই #মিজানুররহমানআজহারি #আল্লাহরবার্তা #হৃদয়স্পর্শী

22/07/2025

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের সাহ্মি হতে জাচ্ছি আমরা

22/07/2025

দেখাযাক আজকে কি ঘটে🫣

কিছু কবিতা পড়ে ঝরঝরে একটা অনুভূতি হয়। পেন্টাকলইমতিয়াজ মাহমুদ
22/07/2025

কিছু কবিতা পড়ে ঝরঝরে একটা অনুভূতি হয়।
পেন্টাকল
ইমতিয়াজ মাহমুদ

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir's Bookish World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category