Emamul Ahsan

Emamul Ahsan সম্পর্ক গুলো আরো সহজ হওয়া উচিত!
কিন্তু বানানোর মতো সম্পর্ক অনেক কঠিন,জটিল!
দূরত্ব সম্পর্ক ভালো রাখে☺☺

Capturing Moments 😍
29/07/2025

Capturing Moments 😍

স্মৃতির গায়ে বসে থাকা পুরোনো হাতঘড়িটার মতোই তুমি,সময় বদলায়, কিন্তু তুমি বদলাও না বাবা। ✊
28/07/2025

স্মৃতির গায়ে বসে থাকা পুরোনো হাতঘড়িটার মতোই তুমি,সময় বদলায়, কিন্তু তুমি বদলাও না বাবা। ✊

😶
25/07/2025

😶

মনে হবে আর কোন উপায় নেই, ঠিক সেই মুহুর্তে দেখবেন আল্লাহ একটা  উপায় বের করে দিয়েছেন।😊
24/07/2025

মনে হবে আর কোন উপায় নেই, ঠিক সেই মুহুর্তে দেখবেন আল্লাহ একটা উপায় বের করে দিয়েছেন।😊

সেই কবে জন্মেছি, তারপর থেকে কেবলই ছুটে চলেছি। কখনও স্কুলে ভালো রেজাল্ট করার জন্য, কখনো ভাল চাকরির জন্য, কখনও এর কাছে ভাল...
21/07/2025

সেই কবে জন্মেছি, তারপর থেকে কেবলই ছুটে চলেছি। কখনও স্কুলে ভালো রেজাল্ট করার জন্য, কখনো ভাল চাকরির জন্য, কখনও এর কাছে ভালো হওয়ার জন্য বা ওর কাছে ভালবাসার জন্য। এরপর না হয় চাকরি এবং ১০ জনের কাছে ভালো হয়ে উঠলাম। "লোকে কী বলবে" এর ফাঁদে জীবনের সকাল - দুপুর বিকেল পার করে ফেললাম____যদিও চাকরির ফাঁদে পরে এখন রাত পার করি। এরপর? কই সামনে-পেছনে তো কিছু দেখতে পাই না। বয়স এখন যেখানে পৌছেছে মনে হয় কেবল একটু স্মৃতিচারণ করি। কিন্তু স্মৃতিতে কেবল তিক্ততা। শুধু মনে পড়ে ভালো রেজাল্ট, ভালো চাকরি ইত্যাদির পেছনে ছুটতে গিয়ে নিজেকে সময় না দিতে পেরে সেই রাগ প্রিয়জনের ওপর আছড়ে পড়ছে কতবার। এখন মনে হয় ইস, সেটা না করলেও পারতাম। দু'দণ্ড কাছের বন্ধুদের সাথে বসে সময় কাটাতাম, অন্তত ক'বার পাহাড় যেতাম। এখন সময় আছে সপ্তাহে ১ দিন, টাকাও আছে কিন্তুু নেই কোনও পাহাড়ি গল্প, নেই তুমি।

ভালো লাগবে এমন জীবন ?

তার চাইতে বরং - কোথাও একটা থামি, কোথাও একটু বসি, জিরিয়ে নিই। এত ঝাঁ চকচকে জীবন দিয়ে কী লাভ যদি দিনের শেষে কথা বলার মত বন্ধু আর গল্পই না থাকে ? তাই, ইঁদুর দৌড়ে যা পাওয়ার তা পাই বা না পাই,যা আছে তা নিয়ে খুব কষ্ট করে দু'টো দিন ম্যানেজ করে কাছের বন্ধুর সাথে স্লিপারে চড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো ভালো। অন্তত এই কাল শেষ হলে "কী করলাম জীবনে?" বলে শেষ যাত্রা হবে না , হাসি মুখে বলে যেতে পারবো "বেঁচে নিলাম, দেখে গেলাম।"

পুরানো দিনের গল্পগুলো যেন এখনো বাতাসে ভেসে বেড়ায় — নরম, ধূসর, চুপচাপ।🫰
20/07/2025

পুরানো দিনের গল্পগুলো যেন এখনো বাতাসে ভেসে বেড়ায় — নরম, ধূসর, চুপচাপ।🫰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Emamul Ahsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emamul Ahsan:

Share