JhalMuri News

JhalMuri News We bring you Bangla news with clarity and authenticity. Your Bangla News Compaion - JhalMuri News

Follow JhalMuri News for more
14/10/2025

Follow JhalMuri News for more

প্রফেসর মুহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের ক্ষুধা ও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষুধা শেষ করতে কয়েক বিলিয়ন ...
13/10/2025

প্রফেসর মুহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের ক্ষুধা ও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষুধা শেষ করতে কয়েক বিলিয়ন ডলার তোলা সম্ভব হয়নি, অথচ বিশ্ব $2.7 ট্রিলিয়ন অস্ত্রে খরচ করছে। তিনি ৬টি পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন, যার মধ্যে রয়েছে আঞ্চলিক ফুড ব্যাংক তৈরি, যুব উদ্যোক্তাদের সহায়তা, রপ্তানি নিষেধাজ্ঞা শেষ করা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রবেশাধিকার বাড়ানো। তিনি সামাজিক ব্যবসার ওপর গুরুত্ব দিয়েছেন, যা লাভ নয় সমস্যা সমাধান করে এবং ‘থ্রি-জিরো ওয়ার্ল্ড’ লক্ষ্য করেছেন: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর উদাহরণ দিয়ে তিনি বললেন, যুবকদের কাজের জন্য অপেক্ষা না করে নিজেই সৃষ্টি করতে হবে। ফোরামের মূল থিম হলো যুব, বিজ্ঞান ও বিনিয়োগের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, এবং তিনি আশা প্রকাশ করেছেন, যুবদের বিনিয়োগ করলে তারা শুধু খাদ্য নয়, পুরো বিশ্বই পরিবর্তন করতে সক্ষম হবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫’-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ...
13/10/2025

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫’-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষার্থীদের দল। প্রতিযোগিতাটির সিনিয়র (হাইস্কুল ও সমমান) ক্যাটাগরিতে অংশ নিয়ে ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯.৮ স্কোর করেছে তারা। পাশাপাশি ‘বেস্ট টিম ভিডিও’ ক্যাটাগরিতেও বিজয়ী হয়েছে দলটি।

৪ অক্টোবর অনলাইনে শুরু হওয়া প্রতিযোগিতা সাত দিনব্যাপী চলে এবং গত শুক্রবার এর সমাপনী ও ফলাফল ঘোষণা করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেস টিমস একাডেমি, যেখানে এলিমেন্টারি, মিডল স্কুল ও সিনিয়র/হাইস্কুল—এই তিন বিভাগে ১৫টির বেশি দেশের ৪০টির বেশি দল অংশগ্রহণ করে।

চুয়েট থেকে অংশ নেওয়া দলের নাম ‘টিম ASRRO’, যা চুয়েট-এর অ্যান্ড্রোমিডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশন ক্লাবের প্রতিনিধি। দলের সদস্যরা হলেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের সজীব কুমার কর ও শুভ আহমেদ, কম্পিউটার প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের আদিল মুবাশশার, এবং তড়িৎ কৌশল বিভাগের প্রথম বর্ষের সুদীপ্ত বণিক।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যানেটারি সায়েন্স, স্পেসক্রাফট ডিজাইন, অরবিটাল মেকানিকস, রিমোট সেন্সিং, এন্ট্রি-ডিসেন্ট-ল্যান্ডিং, এক্সট্রা টেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাটস, হিউম্যান অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশনসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।

চ্যাম্পিয়ন দলের সদস্য এবং ক্লাব সভাপতি সজীব কুমার কর বলেন, “এই প্রতিযোগিতায় অংশ নেওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এর রেজিস্ট্রেশন ফি প্রায় ১,১০০ ডলার। অধ্যাপক সজল চন্দ্র বণিক ও অধ্যাপক জাহাঙ্গীর আলম স্যারের সহায়তায় MIT-এর মিজানুর চৌধুরী এবং তার প্রতিষ্ঠান STEMX 365 পুরো ফি প্রদানে সাহায্য করেছেন। প্রতিযোগিতার সময়টা কঠিন ছিল, পূজার ছুটি ও পরীক্ষা চলছিল, তবুও দলের প্রচেষ্টার ফলে আমরা এই অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও দেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্য আমাদের।”

উপদেষ্টা এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সজল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, “এটি নিঃসন্দেহে চুয়েট-এর জন্য বড় অর্জন। শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করেছে, রাত জেগে কাজ করেছে। এই অর্জন আমাদের জন্য অনেক গর্বের।”

বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো আরও শক্তিশালী করতে চতুর্থ সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কে যোগ দেওয়ার বিষয়ে সিঙ্গাপুরের সঙ্গে ...
13/10/2025

বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো আরও শক্তিশালী করতে চতুর্থ সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কে যোগ দেওয়ার বিষয়ে সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি) ফাইজ আহমাদ তাইয়েব আজ (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর সরকারকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আগ্রহ জানানো হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আগারগাঁওয়ের আইসিটি ডিভিশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, এ বিষয়ে সিঙ্গাপুর দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও অবহিত করা হয়েছে।

তাইয়েব আরও জানান, ১৭ হাজার জিবিপিএস সক্ষমতার তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প ২০২৬ সালের মাঝামাঝি বা শেষের দিকে বাণিজ্যিকভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, হুথি বিদ্রোহের কারণে কিছু সমুদ্রপথে ক্যাবল স্থাপনের অনুমতি না থাকায় এবার প্রথমবারের মতো সৌদি আরবের মরুভূমি পেরিয়ে স্থলপথে (টেরেস্ট্রিয়াল) ক্যাবল স্থাপন করা হবে। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পটি কক্সবাজার থেকে সিঙ্গাপুর ও ফ্রান্স পর্যন্ত সংযোগ দেবে, যার মাধ্যমে বাংলাদেশ সরাসরি সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের সঙ্গে ডেটা সংযোগ পাবে। ৬৯৩ কোটি টাকার এই প্রকল্প সম্পন্ন হলে দেশের ইন্টারনেট গতি ও আন্তর্জাতিক সংযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছা...
12/10/2025

বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। নিজ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর। এ খবরে ইতোমধ্যে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ সময় সংবাদ–কে জানান, সবকিছু ঠিক থাকলে ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন। প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁও এলাকায় অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাজ আরও জানান, ২০ অক্টোবরের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের সময়সূচি ও বিস্তারিত তথ্য জানানো হবে।

"ঘটনা শুনে আমি নিজেই অসহায় হয়ে পড়েছি।" - Ruhul Amin Sadi | Follow InfoGram for more updates
12/10/2025

"ঘটনা শুনে আমি নিজেই অসহায় হয়ে পড়েছি।" - Ruhul Amin Sadi | Follow InfoGram for more updates

বাংলাদেশ ২০২৮ সালের মধ্যে ৩.৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত, দেশটির ১ কোটি ৭...
12/10/2025

বাংলাদেশ ২০২৮ সালের মধ্যে ৩.৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত, দেশটির ১ কোটি ৭০ লাখ মুসলিম জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক ক্রেতাদের crescente আগ্রহের কারণে। স্থানীয় কোম্পানি যেমন বেঙ্গল মিট, ব্র্যাক ডেইরি ও প্রান ফুডস আধুনিক হত্যাশালা যন্ত্র এবং ডিজিটাল ট্রেসাবিলিটি টুল ব্যবহার করে দেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক হালাল ইকোসিস্টেমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত প্রচেষ্টা, ডিজিটাল উদ্ভাবন এবং কৌশলগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক হালাল মার্কেটে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারে।

যদিও দেশটির কিছু প্রচলিত হত্যাশালা এবং ছোট প্রতিষ্ঠান এখনও ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করছে, যা আন্তর্জাতিক মান পূরণে সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারে। তবুও, ব্লকচেইন-ভিত্তিক ট্র্যাকিং, স্বয়ংক্রিয় সনদীকরণ এবং উন্নত লজিস্টিকসের মতো উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে, যা বাংলাদেশী হালাল শিল্পের ভবিষ্যৎকে ইতিবাচকভাবে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে।

বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ ইতিহাস সৃষ্টি করেছে। এটি প্রথমবারের মতো বাংল...
12/10/2025

বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ ইতিহাস সৃষ্টি করেছে। এটি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (ইমা) অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ৩৫তম ইমা অ্যাওয়ার্ডে প্রদর্শিত হবে ছবিটি। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটি এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে জায়গা করে নিয়েছে যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক অনন্য অর্জন।

গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক গোলাম রাব্বানী, সহপরিচালনায় ছিলেন জহিরুল ইসলাম। ‘নিশি’–তে দেখানো হয়েছে এক চা শ্রমিকের কন্যার গল্প, যার পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেস্কো ঢাকার সহযোগিতায় নির্মিত চলচ্চিত্রটির শুটিং হয়েছে সিলেটের চা বাগান এলাকায়, যেখানে অভিনয় করেছেন প্রকৃত চা শ্রমিকরাই। পোল্যান্ডের খ্যাতনামা লড ফিল্ম স্কুলে সম্পাদনা ও রঙ–পরিমার্জনার কাজ সম্পন্ন হয়। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘নিশি’ পাঠানো হচ্ছে, এবং শিগগিরই এটি বাংলাদেশেও প্রদর্শিত হবে।

বাংলাদেশের কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭) মনোনীত হয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য, যা ‘শি...
12/10/2025

বাংলাদেশের কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭) মনোনীত হয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য, যা ‘শিশুদের নোবেল’ নামেও পরিচিত। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও শিশুস্বাস্থ্য সেবায় তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মনোনয়ন অর্জন করেছেন। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা তরুণ কর্মীদের এই পুরস্কারের জন্য মনোনীত করে।

হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার শিক্ষার্থী মাহবুব তিন বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘দ্য চেঞ্জ বাংলাদেশ’-এর, যার লক্ষ্য শিশুদের জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবায় সহায়তা করা। তার উদ্যোগে নিয়মিতভাবে বৃক্ষরোপণ, জলবায়ু সচেতনতা কার্যক্রম এবং অসহায় শিশুদের মধ্যে খাতা, কলম ও চারা বিতরণ করা হয়। পাশাপাশি, অসুস্থ শিশুদের জন্য রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে সংযুক্ত করতে তিনি গড়ে তুলেছেন অনলাইন প্ল্যাটফর্ম ‘ব্লাড খুঁজি’। আন্তর্জাতিক মনোনয়ন প্রসঙ্গে মাহবুব বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে বৃহত্তর পরিসরে শিশুদের জন্য কাজ করতে। আমি চাই—বাংলাদেশের প্রত্যন্ত হাওর অঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই সমান সুযোগ ও নিরাপত্তা পাক।”

12/10/2025

যানজটের ভেতর হঠাৎ এক ব্যক্তি থেমে গেলেন, শুধু একটি কুকুরকে নিরাপদে রাস্তা পার করানোর জন্য।

11/10/2025

Zarif Abrar makes history as first Bangladeshi to win J30 International junior Tennis Championship 2025 | Follow InfoGram for more updates

গাছ লাগাতে ভুলবেন না! 🌱 | Follow JhalMuri News for more updates
11/10/2025

গাছ লাগাতে ভুলবেন না! 🌱 | Follow JhalMuri News for more updates

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when JhalMuri News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share