02/12/2025
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়
করেন নবাগত পুলিশ সুপার শফিকুল ইসলাম
জহিরুল হক খাঁন: ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার শফিকুল ইসলাম। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫ ) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, “ফেনীতে মাদক, সন্ত্রাস এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় এখনো যেসব অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলোও দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় সতর্ক রয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে পুলিশের সঙ্গে মতবিনিময় করেন। সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সাংবাদিক–পুলিশ সমন্বয়কে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।