Journey With DMS

Journey With DMS আপনারে দীপ করি জ্বালো!

24/04/2025

সেসকল বিষয়ে 'নস' নেই, সেগুলোতে কিয়ামত পর্যন্ত ইজতিহাদ চালু থাকবে। এটাই ধর্মীয় সক্রিয়তা। এবং কোনো এক নির্দিষ্ট ইজতিহাদকে ইলজাম বা ইনকার করা নাজায়িয; হারাম।

#মূলনীতি
#ফিকহ
#দরসে_নুমানী
#জরুরি_জ্ঞাতব্য

মেজর জিয়া মুক্তিযুদ্ধের শুরুর দিকে পটিয়া মাদ্রাসায় আশ্রয় নেন। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হল...
05/11/2024

মেজর জিয়া মুক্তিযুদ্ধের শুরুর দিকে পটিয়া মাদ্রাসায় আশ্রয় নেন। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হলে সেই সম্প্রচারকেন্দ্রটি রক্ষা করতে মেজর জিয়া সঙ্গীয় যোদ্ধাদের নিয়ে পটিয়া মাদরাসায় আশ্রয় নেন।

জানতে পেরে পাক বাহিনী বোমা হামলা চালালে তাতে মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক আল্লামা দানেশ রহ. শহীদ হন। এই গল্প আপনি সহজে কারো কাছে শুনবেন না। এলিট সমাজের বেইমানি কিন্তু ঐতিহাসিক।

এই জুলাই আন্দোলনেও বহু মাদ্রাসার গেট খুলে মানুষকে আশ্রয় দিয়েছে। ছাত্রদের প্রতিটা ন্যায্য আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা পাশে ছিল। যাদেরকে আপনারা ঊন-মানুষ, না-মানুষ মনে করেন তারাও অকাতরে বুকের রক্ত দিয়েছে।

প্রকাশিত তালিকামতে, ৮৪ জন ক্বওমি মাদ্রাসা ছাত্র প্রাণ দিয়েছে। সম্ভব হলে পবিত্র ক্যাম্পাসওয়ালারা আপনাদের তালিকাটাও দিবেন। ৫ই মের শাপলার গণহত্যাকে আপনারা উদযাপন করেছেন। অথচ আপনাদের জন্য এই এরা বুকের খুন দিয়েছে।

একটা দিন তাদেরকে সহ্য করা গেল না। কেউ কেউ ৫ই মে'র মত তাড়ানোর কথাও নাকি বলেছেন।

ব্রিটিশ আমলে পার্কগুলোয়, ক্লাবগুলোয় এরকম সাইন থাকত, উপমহাদেশের সব জায়গায়ই ছিল। চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে থাকা এইরকম সাইনবোর্ড দেখেই প্রীতিলতা তাতে হামলা করেছিলেন।

আজ ঢাবির কতিপয় লোকের এলিটপনা থেকে যা বুঝলাম, তারা যা প্রকাশ্যে লিখে নি তা হলো, ‘Even dogs are adored, but Hujurs are not allowed.’

এত বিদ্বেষ ও এত এত লুকায়িত ঘৃণা…

"এই মিছিল
তোমার মত বহুত শাহানশাকে উলঙ্গ করে ছেড়েছে
তারপর প্রস্রাব করতে করতে
প্রস্রাব করতে করতে
প্রস্রাব করতে করতে…"

একদিন এই এলিট অহঙ্কার পরিণত হবে নগরের প্রস্রাবখানায়।

—Arju Ahmed

ঈদ মোবারক ♥ নতুন চাঁদ দেখলে রাসূলুল্লাহ ﷺ চমৎকার এই দুআ পড়তেন—اللهُمّ أَهِلّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ، وَا...
10/04/2024

ঈদ মোবারক ♥

নতুন চাঁদ দেখলে রাসূলুল্লাহ ﷺ চমৎকার এই দুআ পড়তেন—

اللهُمّ أَهِلّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ، وَالسّلامَةِ وَالْإِسْلامِ، رَبِّي وَرَبّكَ اللهُ.

(তিরমিযী, হাদীস : ৩৪৫১; আহমাদ, হাদীস : ১৩৯৭)

সন্ধ্যা ও সকাল... 🌸🌧️
03/07/2023

সন্ধ্যা ও সকাল... 🌸🌧️

30/07/2022
12/07/2022

যে অঞ্চলে (এক বিষয়ে একাধিক সুন্নাহ হতে যে কোনো একটি) সুন্নাহর উপর আমল চালু আছে, সেখানে (সেটার বিরোধিতা করে আ'ম ভাবে) অন্য সুন্নাহর আলোচনা করে তা বাস্তবায়িত করার চেষ্টাকে সুন্নাহ কায়েম করা বলে না। ব্যাপারটা ফিতনা তৈরি করার মতো। দ্বীনের কাজ করতে গিয়ে দা'ঈ ইলাল্লাহ না হয়ে ফাত্তান ফীদ-দ্বীন হয়ে যাওয়া থেকে বাঁচতে হবে।

#সমসাময়িক #ফিকহ #মূলনীতি

Abstract!    12" × 18"
14/06/2022

Abstract!



12" × 18"

03/04/2022

রামাদানের প্রতিদিন কিছু সাদাকার আমল করি।

নিজের প্রয়োজনীয় জিনিস থেকে, হোক সেটা অর্থ বা পণ্য; বিশেষত শেষ দশকের বেজোড় রাতগুলোতে সাদাকার আমল ইনশাআল্লাহ বহুগুণ বর্ধিত হয়ে মাকবুল হবে।

আল্লাহ তাআলা বলেন—
Al-Insan 76:8
وَيُطْعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا
"আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীকে আহার্য দান করে।
Al-Insan 76:9
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَآءً وَلَا شُكُورًا
এবং বলে, 'কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি, আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়।
Al-Insan 76:10
إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
'আমরা আশংকা করি আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের।'
Al-Insan 76:11
فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلْيَوْمِ وَلَقَّىٰهُمْ نَضْرَةً وَسُرُورًا
পরিণামে আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ।"

সূরা দাহর (আল-ইনসান) পুরোটা অর্থসহ পড়ে নিতে পারেন, চমৎকার সব বর্ণনা রয়েছে।

কাকে দিবেন? ব্যক্তিগত প্রয়োজনে যে আপনার কাছে সুয়াল করেছে, তাকে দিন। অথবা যাকে দেখে মনে হবে প্রয়োজনগ্রস্থ, তাকে দিন।

আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আরেকটি বিষয় শিক্ষা দিচ্ছেন যে, ইবাদাতের প্রতিদানের প্রত্যাশা না করা।
ইবাদাত কেবল ইবাদাত হিসেবেই করবেন, আল্লাহর নির্দেশ হিসেবেই পালন করা হবে।
নিজের প্রয়োজন, নিজের প্রত্যাশা ইত্যাদি আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য দুআর সুযোগ রয়েছে। মুনাজাতে আল্লাহর কাছে আপনার চাহিদা আপনি বলুন। সেটা আলাদা বিষয়, কিন্তু নামায দুই রাকাআত পড়েই এইটার বদলা এটা-সেটা না চাওয়া উত্তম। নামায পড়বেন এই কারণে যে আল্লাহ তাআলা নামায পড়ার নির্দেশ দিয়েছেন, রোযার নির্দেশ, সাদাকার নির্দেশ দিয়েছেন, তাই এটার উপর আমল করবেন। আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আলাদা, মোটকথা, আমলের বিনিময় না চাওয়া।

আল্লামা ইকবাল বলেন—
"সাওদাগারি নেহি ইয়ে ইবাদাত খোদা কি হে
আয়ে বে খবর জাযা কি তামান্না ভি ছোড় দে"

#খোশ_আমদেদ_মাহে_রামাদান

#টুকরো_কথা
#কুরআন_থেকে

খোশ আমদেদ মাহে রমজান ♥
02/04/2022

খোশ আমদেদ মাহে রমজান ♥

Address

Dhaka

Telephone

+8801747951606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journey With DMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journey With DMS:

Share