11/03/2025
"জীবন কখনোই ফুলের বিছানা নয়, কাঁটার চাদর গায়ে জড়িয়েও পথ চলতে হয়। কষ্ট আসবেই, কিন্তু সেটাই কি জীবনের শেষ কথা? নয়। কষ্টের মধ্যেই শক্তি লুকিয়ে থাকে, হোঁচট খেয়ে পড়লেও উঠে দাঁড়ানোর সাহস সেখান থেকেই আসে। তাই কষ্টকে অভিশাপ ভেবে নয়, শেখার পাঠ হিসেবে নাও। একদিন এই কষ্টগুলোই তোমার শক্তির গল্প হবে।"