02/08/2025
জীবন নিয়ে আফসোস করার আর কিছুই নেই।
হয়তো সবকিছু পারফেক্ট নয়, তবুও যা কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ।
আমার আল্লাহ আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন —
যার হিসাব রাখা বা শুকরিয়া আদায় করার মতো সাধ্যে আমার নেই।
প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সকাল,
ভালো-মন্দ অভিজ্ঞতা, শান্তির কিছু মুহূর্ত —
সবই তাঁর রহমত।
কষ্টের মাঝেও আল্লাহর রহমতের ছায়া ছিল,
শুধু আমরা অনেক সময় দেখতে পাই না।
তাই আজও বলি,
আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
অভাবের মাঝেও যা কিছু আছে —
সেটাই অনেকের কাছে স্বপ্নের চেয়েও বেশি।
,,আলহামদুলিল্লাহ,,
শোকর আদায়ে বরকত আসে,
আর সেই বরকতেই জীবনের অর্থ খুঁজে পাই।