Siyam Uddin

Siyam Uddin Stay healthy in the path of Allah

জীবন নিয়ে আফসোস করার আর কিছুই নেই।হয়তো সবকিছু পারফেক্ট নয়, তবুও যা কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ।আমার আল্লাহ আমাকে অসং...
02/08/2025

জীবন নিয়ে আফসোস করার আর কিছুই নেই।
হয়তো সবকিছু পারফেক্ট নয়, তবুও যা কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ।
আমার আল্লাহ আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন —
যার হিসাব রাখা বা শুকরিয়া আদায় করার মতো সাধ্যে আমার নেই।

প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সকাল,
ভালো-মন্দ অভিজ্ঞতা, শান্তির কিছু মুহূর্ত —
সবই তাঁর রহমত।
কষ্টের মাঝেও আল্লাহর রহমতের ছায়া ছিল,
শুধু আমরা অনেক সময় দেখতে পাই না।

তাই আজও বলি,
আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
অভাবের মাঝেও যা কিছু আছে —
সেটাই অনেকের কাছে স্বপ্নের চেয়েও বেশি।
,,আলহামদুলিল্লাহ,,
শোকর আদায়ে বরকত আসে,
আর সেই বরকতেই জীবনের অর্থ খুঁজে পাই।

“আমি কেমন আছি—ভালো না খারাপ, মনে কি চলছে—সেটা যেন কখনো মুখে বা চোখে প্রকাশ না পায়। কারণ মানুষ কখনো গভীরে ঢোকে না, শুধু চ...
28/07/2025

“আমি কেমন আছি—ভালো না খারাপ, মনে কি চলছে—সেটা যেন কখনো মুখে বা চোখে প্রকাশ না পায়। কারণ মানুষ কখনো গভীরে ঢোকে না, শুধু চেহারার হাসি দেখেই সুখের গল্প কল্পনা করে। কষ্ট বোঝার মানুষ খুব কম, বরং দুর্বলতা দেখলে সুযোগ নেওয়ার লোকই বেশি। তাই আজকাল সবকিছু লুকিয়ে চলি, কারণ পৃথিবীতে মুখোশ ছাড়া টিকে থাকা কঠিন।”

হাজারো কাজের চাপ, আর অব্যক্ত প্রতিযোগিতার মাঝে কোথাও যেন হারিয়ে যাচ্ছিলাম…তাই নিজেকে একটু রিফ্রেশ করতে, মনের ক্ষুধা মেটা...
26/07/2025

হাজারো কাজের চাপ, আর অব্যক্ত প্রতিযোগিতার মাঝে কোথাও যেন হারিয়ে যাচ্ছিলাম…
তাই নিজেকে একটু রিফ্রেশ করতে, মনের ক্ষুধা মেটাতে আর কিছু মানুষের মনে জমে থাকা কিছু প্রতিহিংসার গ্লানি থেকে মুক্তি পেতে বেরিয়ে পড়লাম—
প্রকৃতির বিশালতা, শান্তি আর নিরব ভালোবাসার ঠিকানা, কক্সবাজারের উদ্দেশ্যে।
সবাই দোয়া করবেন।

🌄 কাজের চাপ, সময়ের দৌড় – সবকিছুর মাঝেও একটু সময় বের করে সাজেক ঘুরতে এলাম…জীবন শুধু টাকাই নয়, জীবন মানে নিজেকে সময় দেওয়া...
14/07/2025

🌄 কাজের চাপ, সময়ের দৌড় – সবকিছুর মাঝেও একটু সময় বের করে সাজেক ঘুরতে এলাম…
জীবন শুধু টাকাই নয়, জীবন মানে নিজেকে সময় দেওয়া, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া,
একটুখানি নিঃশ্বাস ফেলার সুযোগ খোঁজা 🌿

⛰️ সাজেকের আকাশ, পাহাড় আর বাতাস – সব মিলিয়ে মনে হলো যেন প্রকৃতি আমাকে আবার নতুন করে গুছিয়ে দিচ্ছে…
এই ভ্রমণ শুধু ঘোরাফেরা না, এটা ছিল আত্মাকে রিফ্রেশ করার একটা দরকারি মুহূর্ত।

🧘‍♂️ মনে রাখো, জীবনের আসল সৌন্দর্য শুধু অর্জনে নয়, মাঝে মাঝে থেমে প্রকৃতিকে অনুভব করাতেও।

#সাজেকভ্রমণ #প্রকৃতিরছোঁয়া #মনকেবাঁচাও #ভ্রমণহোকভালোবাসা

সফলতা মানে ঠিক কী?মানুষ কখন পরিপূর্ণভাবে সফল হয়—এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কারণ মানুষের চাহিদা কখনোই শেষ হয় না,তব...
12/07/2025

সফলতা মানে ঠিক কী?

মানুষ কখন পরিপূর্ণভাবে সফল হয়—এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কারণ মানুষের চাহিদা কখনোই শেষ হয় না,

তবে আমার কাছে সফলতার মানে হলো:
প্রতিটি ধাপ পেরিয়ে, প্রতিটি কঠিন সময়কে মোকাবিলা করে, নিজেকে নতুন করে গড়ে তোলা।
সফলতা এমন কিছু নয় যা হঠাৎ করে জীবনে এসে যায়; এটি অর্জন করতে হয় ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে।

সফলতা একটা অনুভবের বিষয়—আপন মনে তা ফিল করতে হয়। যখন আপনি সত্যিকার অর্থে সফল হবেন, তখন চারপাশটা পরিষ্কার হয়ে যাবে—মনে হবে সব কিছুই ঠিকঠাক চলছে। তখন সম্পর্কই হোক বা জীবনের অন্য কোনো দিক, অপূর্ণতা আর তেমন থাকেনা।

তাই আজ থেকেই ভাবুন—আপনি সফল। কারণ আপনি এখনো সুস্থ আছেন, চেষ্টা করে যাচ্ছেন, আর জীবনকে ভালোবাসেন।

এটাই আসল সাকসেস। 💪

🌟 BPO Summit Bangladeshসেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের অংশ হতে পেরে সত্যিই দারুণ ভালো লেগেছে।এখান থেকে জীবনে সুখী ও সা...
24/06/2025

🌟 BPO Summit Bangladesh
সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের অংশ হতে পেরে সত্যিই দারুণ ভালো লেগেছে।
এখান থেকে জীবনে সুখী ও সার্থক থাকার অনেক গুরুত্বপূর্ণ কৌশল শিখেছি।
বিশেষ করে কোচ কাঞ্চন স্যারের সেশন ছিলো অতুলনীয়—উপলব্ধিতে ভরপুর, দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাময়।
আন্তরিক কৃতজ্ঞতা আয়োজকদের প্রতি এমন সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। 🙌

আলুটিলা গুহা, খাগড়াছড়ি — এক প্রাকৃতিক রহস্যের ছোঁয়া 🌿খাগড়াছড়ির আলুটিলা গুহা ঘুরতে এসে মনটা ভরে গেলো আল্লাহর অসীম সৃ...
22/06/2025

আলুটিলা গুহা, খাগড়াছড়ি — এক প্রাকৃতিক রহস্যের ছোঁয়া 🌿

খাগড়াছড়ির আলুটিলা গুহা ঘুরতে এসে মনটা ভরে গেলো আল্লাহর অসীম সৃষ্টির সৌন্দর্যে। পাহাড়ের বুক চিরে ছুটে চলা পথ, সোনালী রোদে ভেজা গাছপালা আর নীল আকাশ যেন এক অপরূপ সৌন্দর্যের ক্যানভাস।

এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলে মনে হলো— জীবনের জমে থাকা কষ্ট, দুশ্চিন্তা আর টেনশন যেন ধুয়ে মুছে গেলো। ঘুরাফেরা শুধু আনন্দ নয়, বরং এটি আত্মার আরাম, মনের প্রশান্তি, আর অনেক কিছু শেখার এক অসাধারণ উপায়।

তাই সবার উচিৎ নিজেকে একটু সময় দেওয়া,
আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো অনুভব করা,
আর প্রকৃতির মাঝে নিজের ভেতরের প্রশান্তিটুকু খুঁজে নেওয়া। 🌸

20/06/2025

রাঙামাটির সবুজ শ্যামল পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথে ছুটে চলা — সাজেকের উদ্দেশ্যে এই যাত্রার অনুভূতিটা সত্যিই অন্যরকম। যেন প্রতিটা মোড়েই নতুন এক রোমাঞ্চ, আর পাহাড়ি হাওয়ায় মিশে আছে এক অদ্ভুত শান্তি। প্রকৃতির এতটা কাছাকাছি এসে মনে হচ্ছে, জীবনটা একটু থেমে গিয়ে নিজের গল্প বলছে।

☔🌧️বৃষ্টির একটানা শব্দ, চারদিকে শীতল হাওয়া… মন বললো, “আজ একটু স্পেশাল কিছু হোক!”নিজেই রান্নাঘরে নেমে পড়লাম – গরম ভাতে মি...
02/06/2025

☔🌧️
বৃষ্টির একটানা শব্দ, চারদিকে শীতল হাওয়া… মন বললো, “আজ একটু স্পেশাল কিছু হোক!”
নিজেই রান্নাঘরে নেমে পড়লাম – গরম ভাতে মিশে গেল গরুর মাংস আর মশলার ঘ্রাণ 🍛🥩
নিজের হাতে তৈরি গরুর মাংসের খিচুড়ি যখন প্লেট ভর্তি হয়ে সামনে এলো, তখন যেন সারা দিনের ক্লান্তি মুছে গেল! 😌✨
প্রথম চামচ মুখে—আহ! একেবারে আত্মার শান্তি 🥰
নিজে রান্না করে খাওয়ার সুখটাই আলাদা, আর সেটা যদি হয় এমন এক বৃষ্টিভেজা রাতে, কিছু প্রিয়জনদের সাথে তাহলে তো কথাই নেই! 🌧️🍽️❤️
সবার দাওয়াত রইলো নেক্সট বৃষ্টিময় রাতে 💝

01/06/2025
📝 জীবন নিয়ে কারো কাছে অভিযোগের সুযোগ নেই।যা কিছু পেয়েছি বা যেখানে আছি—আলহামদুলিল্লাহ ✨এ অবস্থানে আসার পেছনে শুধু নিজের 📌...
01/06/2025

📝 জীবন নিয়ে কারো কাছে অভিযোগের সুযোগ নেই।
যা কিছু পেয়েছি বা যেখানে আছি—আলহামদুলিল্লাহ ✨
এ অবস্থানে আসার পেছনে শুধু নিজের 📌
চিন্তা, কর্ম আর সময়ের সঠিক ব্যবহার ⏳
তাই জীবনকে আরও সুন্দর করতে—
👉 সময়কে মূল্য দাও,
👉 কাজকে ভালোবাসো,
👉 চিন্তাকে শাণিত করো।

শুধু তোমার চেষ্টাই তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে। 💪 ইনশাআল্লাহ।

Address

Sonirakhra
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Siyam Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siyam Uddin:

Share