Rimu's Gossips

Rimu's Gossips আসসালামু আলাইকুম Rimu's Basket আমার ১ম পেইজ এটি আমার নতুন Rimu's Gossips ২য় পেইজ । আশা করচ্ছি এই পেইজটির পাশে থাকার অনুরোধ রইলো🙏
ধন্যবাদ সবাইকে ❤️🥰
(1)

মালয়েশিয়ায় ম্যাসাজ সেন্টারে অভিযান, ২৮ বিদেশি আটক মালয়েশিয়ার কুয়ালালামপুর ও পুচংয়ের একাধিক ম্যাসাজ সেন্টারে অভিযান চাল...
25/09/2025

মালয়েশিয়ায় ম্যাসাজ সেন্টারে অভিযান, ২৮ বিদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও পুচংয়ের একাধিক ম্যাসাজ সেন্টারে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে ২৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। সেলাঙ্গর ইমিগ্রেশন ডিরেক্টর খায়রুল আমিনুস কামারুদ্দিন জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে থাই, চীনা, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করা এবং বৈধ ভ্রমণ নথি না থাকার মতো অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এর আগে গত সপ্তাহে জোহর বাহরুতে অবস্থিত তিনটি ম্যাসাজ সেন্টারে এক বিশেষ অভিযানে ১১৫ জনকে তল্লাশির পর ৫২ জন বিদেশিকে আটক করে অভিবাসন বিভাগ। এর আগে চলতি বছরের ৩০ জুলাই কুয়ালালামপুরের একটি ম্যাসাজ পার্লারে পতিতাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশি নারীসহ ২২ জনকে আটক করা হয়।

টাকার মেশিনগুলো, বাক্স বন্দি হয়ে দেশে ফিরেছে। প্রবাসী সকলকে আল্লাহ সুস্থ রাখুন৷ আমিন
25/09/2025

টাকার মেশিনগুলো, বাক্স বন্দি হয়ে দেশে ফিরেছে।
প্রবাসী সকলকে আল্লাহ সুস্থ রাখুন৷ আমিন

17 সেপ্টেম্বর 2025, সকাল 10 টা - বিকাল 5 কুয়ালা তেরেঙ্গানু, মারাং এবং ডুনগুনইমিগ্রেশন বিভাগ অভিযানে আটক হয় ২৬ জন 🇮🇩 ইন্...
25/09/2025

17 সেপ্টেম্বর 2025, সকাল 10 টা - বিকাল 5 কুয়ালা তেরেঙ্গানু, মারাং এবং ডুনগুন
ইমিগ্রেশন বিভাগ অভিযানে আটক হয় ২৬ জন
🇮🇩 ইন্দোনেশিয়া: ২ জন পুরুষ, ২ জন মহিলা
🇧🇩 বাংলাদেশ: ১৯ জন পুরুষ, ১ জন কিশোর
🇲🇲 মায়ানমার: ২ জন পুরুষ

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের ম-র/দেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়...
24/09/2025

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের ম-র/দেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ম-/রদেহগুলো উদ্ধার করে।

নিহ-তরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।

পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রতিবেশীরা জানান,সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি।পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লা-শ বিছানায় এবং দুই শিশুর লা-শ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

নি/-হতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান।তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন।নি/হত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি:
23/09/2025

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি:

হে শাসকেরা শুনতে কি পাও, আ-গু-ন নেভাতে গিয়ে আ-গু-নে জীবন্ত দ-গ্ধ এই ফায়ার কর্মীর আর্তনাদ...? যারা আ-গু-ন নেভানোর কাজে নি...
23/09/2025

হে শাসকেরা শুনতে কি পাও, আ-গু-ন নেভাতে গিয়ে আ-গু-নে জীবন্ত দ-গ্ধ এই ফায়ার কর্মীর আর্তনাদ...? যারা আ-গু-ন নেভানোর কাজে নিজের জীবন ঝুঁকিতে ফেলে আ-গু-ন নেভাতে ঝাপিয়ে পরে, তাদের নিরাপদ অগ্নি নির্বাপক ব্যবস্থা হবে কবে?
খবর: আজ টঙ্গীতে কেমিক্যাল গুদামে আ-গু-ন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী দ-গ্ধ

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক বিনিময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার...
23/09/2025

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক বিনিময়

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB), বাংলাদেশ এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MATRADE) এর মধ্যে ১৯ সেপ্টেম্বর ২০২৫ কুয়ালালামপুরে একটি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়েছে। MATRADE এর প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো শ্রী মো: মুস্তাফা আবদুল আজিজ এবং EPB এর মহাপরিচালক বেবি রাণী কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হল পারষ্পারিক সহযোগিতার মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং সর্বোপরি মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বিষয়ক তথ্য বিনিময়, বাণিজ্য প্রসারে বিভিন্ন কর্মসূচির আয়োজন, সফর বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময়ের মতো ক্ষেত্রে সুযোগ তৈরী হবে বলে আশা করা যায়।

সাক্ষাতের সময় দু-পক্ষ সমঝোতা স্মারকটির বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব‍্যক্ত করেন। মিজ বেবি কর্মকার ঢাকায় আগামী ১-৩ ডিসেম্বর অনুষ্ঠিতব‍্য Sourcing Fair এ অংশ নেওয়ার জন‍্য MARTRDE এর প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানান।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, MATRADE এর পরিচালক ম্যাডাম মুনা আবু বকর, সিনিয়র ম্যানেজার ম্যাডাম নোরহারলিজা মো. ইউনুস, ট্রেড কমিশনার (চেন্নাই) ওয়ান আহমদ তারমিজি ওয়ান ইদ্রিস এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর প্রেসিডেন্ট সাব্বির এ খান ও সেক্রেটারি জেনারেল মোতাহার হোসেন খান।

আজ বিকেল প্রায় ৪টার দিকে পানতাই ভ্যালি এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রঝড় আঘাত হানে, যার ফলে ব্যাংসার ও কেরিঞ্চিতে কয়েকটি ...
22/09/2025

আজ বিকেল প্রায় ৪টার দিকে পানতাই ভ্যালি এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রঝড় আঘাত হানে, যার ফলে ব্যাংসার ও কেরিঞ্চিতে কয়েকটি গাছ উপড়ে পড়ে।

আমি সঙ্গে সঙ্গেই পিপিআর সেরি চেমপাকা,পানতাই দালান ছুটে যাই যখন জানতে পারি একটি বাড়ির ছাদ উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ পর্যন্ত চারটি পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে সৈকত ভ্যালি কমিউনিটি সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

সবাইকে অনুরোধ করছি, তাদের সবকিছু যেন কল্যাণময় হয় সেই প্রার্থনা করতে।

লেমবাহ পানতাই ভ্যালি সংসদ সদস্যের দপ্তর ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সহায়তা বিতরণের। ইনশাআল্লাহ।

🇧🇩🥰🇲🇾 আমি আমার দেশকে ভালোবাসি
22/09/2025

🇧🇩🥰🇲🇾 আমি আমার দেশকে ভালোবাসি

মালয়েশিয়া কলিং ভিসা গুরুত্বপূর্ণ আপডেট ও সতর্কবার্তামালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি আপাতত বহিরাগত শ্রমিকদের আনার জন্য সর...
22/09/2025

মালয়েশিয়া কলিং ভিসা গুরুত্বপূর্ণ আপডেট ও সতর্কবার্তা

মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি আপাতত বহিরাগত শ্রমিকদের আনার জন্য সরকারের কাছে কলিং ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মূল কথাগুলো সংক্ষেপে
• কোম্পানির আবেদন (কোটা) অনুমোদন হলে মেডিকেল প্রক্রিয়া শুরু হবে।
• বাংলাদেশসহ সোর্স কান্ট্রি থেকে শ্রমিকদের আনা যাবে কেবল যখন সরকার ও দূতাবাস চূড়ান্ত অনুমোদন দেবে।
• অনেক কোম্পানি এবারে বাংলাদেশি শ্রমিকদের জন্য আবেদন করছে; কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস অতিরিক্ত যাচাই-বাছাই করবে।
• ইনশাল্লাহ এই মাসে অনেক কার্যক্রম আশা করা হচ্ছে—তাই আগ্রহীরা প্রস্তুত থাকুন কিন্তু সতর্ক থাকুন।

যারা মালয়েশিয়ায় যেতে চান করতে হবে যেগুলো
1. কোম্পানির কোটা অনুমোদন দেখুন — কোটা Approved কিনা যাচাই করে নিন।
2. চাকরির ধরন ও বেতন স্পষ্ট করে নিন — কোন সেক্টর, কী কাজ, কত বেতন, কাজের শর্তাবলি আগে জানুন।
3. কন্টাক নম্বর ও কোম্পানির তথ্য যাচাই করুন — অফিস ঠিকানা, কোম্পানি নাম, যোগাযোগকারী ব্যক্তির নাম ইত্যাদি নিন।
4. পাসপোর্ট জমা দেওয়ার আগে নিশ্চিত হন — কেবল তখনই পাসপোর্ট দিন যখন সব তথ্য ও অনুমতি পরিষ্কার।
5. ভিসা প্রক্রিয়া শুরু হলে মেডিকেল সম্পন্ন করুন — মেডিকেল সাধারণত কোটা এপ্রুভের পর শুরু হয়।

এবারের কলিং-এ বিশেষ নোট
• নির্মাণ (construction site) সেক্টরের ভিসা থাকবে না।
• অন্যান্য সকল সেক্টরে শ্রমিক আনার অনুমতি দেওয়া হতে পারে, কিন্তু সত্যিকারভাবে লোক প্রয়োজন যেখানে—তাই সেইসব জায়গাসমূহই অনুমতি পাবে।

সতর্কতা — প্রতারণা থেকে বাঁচুন
• অনিশ্চিত বা অজানা ব্যক্তির কাছে পাসপোর্ট/অফশোর ফি দিয়ে অপেক্ষা করবেন না।
• চুক্তি (contract) লিখিতভাবে নিন, কাজের শর্ত ও বেতন স্পষ্ট থাকুক।
• যদি সন্দেহ থাকে, বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুরে বা সরকারি প্রতিষ্ঠান থেকে যাচাই করুন।
• লোকপ্রয়োজন সত্যি আছে—এই ভিত্তিতে যাচাই করে যাবেন; আনা-পরের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকুন।

ভ্রমণ সহজ করতে কিউআর কোড চালু করছে মালয়েশিয়ামালয়েশিয়া সরকার ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে কিউআর কোড চালু করছে। চলতি মাসে...
21/09/2025

ভ্রমণ সহজ করতে কিউআর কোড চালু করছে মালয়েশিয়া
মালয়েশিয়া সরকার ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে কিউআর কোড চালু করছে। চলতি মাসের ২২ সেপ্টেম্বর থেকে বিদেশি পর্যটকরা পাসপোর্ট দেখানো ছাড়াই শুধুমাত্র কিউআর কোড ব্যবহার করে দেশের বিভিন্ন স্থল ও বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন।
এটি মালয়েশিয়ার নতুন ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম (এনআইআইএসই)’ র একটি পাইলট প্রকল্প।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এই পরীক্ষামূলক ব্যবস্থাটি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এই সুবিধা পেতে ভ্রমণকারীদের প্রথমে MyNIISe অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর তারা এই অ্যাপের মাধ্যমে একটি কিউআর কোড তৈরি করতে পারবেন। এই কোড ব্যবহার করে ইমিগ্রেশন কাউন্টার পার হওয়া যাবে। যারা পরিবার বা দল নিয়ে গাড়িতে ভ্রমণ করছেন, তারা একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে পুরো দলের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এই সময়ের মধ্যে সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের বিদেশি ভ্রমণকারীরা তাদের পাসপোর্ট দেখানোর প্রয়োজন ছাড়াই কিউআর কোড ব্যবহার করে জোহরের স্থল সীমান্ত চৌকিগুলো পার হতে পারবেন।

যদিও এই সুবিধাটি চালু হচ্ছে, যাত্রীদের নিরাপত্তার জন্য তাদের পাসপোর্ট এবং অন্যান্য জরুরি ভ্রমণ নথি সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে, যা মালয়েশিয়ার আইন অনুযায়ী বাধ্যতামূলক।

এই কিউআর কোড সুবিধাটি শুধুমাত্র জোহরের স্থল সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না। এটি ধাপে ধাপে দেশের প্রধান বিমানবন্দরগুলোতেও চালু করা হবে।

এর মধ্যে রয়েছে; কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২, পেনাং আন্তর্জাতিক বিমানবন্দর, কোটা কিনাবালু আন্তর্জাতিক বিমানবন্দর, কুচিং আন্তর্জাতিক বিমানবন্দর, জোহরের সীমান্তে, ব্যাঙ্গুনান সুলতান ইস্কান্দার এবং সুলতান আবু বকর ইমিগ্রেশন কমপ্লেক্সের গাড়ি ইমিগ্রেশন বুথগুলোতে এই অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪২ অভিবাসীর কারাদণ্ডমালয়েশিয়ার উত্তর-পূর্ব উপদ্বীপ কেলান্তান রাজ্যজুড়ে অভিযানে আটক ২৫ বাংলা...
21/09/2025

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪২ অভিবাসীর কারাদণ্ড
মালয়েশিয়ার উত্তর-পূর্ব উপদ্বীপ কেলান্তান রাজ্যজুড়ে অভিযানে আটক ২৫ বাংলাদেশিসহ মোট ৪২ জন অবৈধ অভিবাসীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

রোববার (২১ সেপ্টেম্বর) কেলান্তানের তানাহ মেরাহ বিশেষ সেশন কোর্টের বিচারক নিক হাবরি মুহাম্মদের আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন বাংলাদেশি, ১৪ জন মিয়ানমারি, ২ জন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন।

অভিবাসীদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ধারা ১৫(১) ও ধারা ৬(৩) লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অভিযোগ পাঠ করার পর সবাই সম্মতিসূচক মাথা নাড়েন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিটি খাইদিজাহ খাইরুদ্দিন। তবে আসামিদের পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আদালত প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড দেন। এর মধ্যে ৪১ জনকে পাসির মাস জেলার একটি কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আর মাত্র ১৮ বছর বয়সি এক অভিযুক্তকে রাখা হয়েছে মাচং কারাগারে।

আদালতের বাইরে রায়ের অপেক্ষায় ভিড় জমিয়েছিলেন আটকদের আত্মীয়স্বজন। এ সময় অনেকে তাদের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বহন করতে দেখা যায়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rimu's Gossips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share