DCU Freaks

DCU Freaks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DCU Freaks, Media/News Company, Dhaka.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঐতিহ্যবাহী ৭ কলেজের
সংবাদ, জরুরি নোটিশ, ছাত্র-সংগ্রাম ও ক্যাম্পাস আপডেট — সব একসাথে।
বিশ্বাসযোগ্যতা ও গতিশীলতার সাথে আমরা তুলে ধরছি শিক্ষার্থীদের কণ্ঠ।

গত ২৭ সেপ্টেম্বর বার্ষিক আলোচনা সভায় "ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের" সকল উপদেষ্টা ও সদস্যের সর্বসম্মতিক...
29/09/2025

গত ২৭ সেপ্টেম্বর বার্ষিক আলোচনা সভায় "ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের" সকল উপদেষ্টা ও সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত সদ্য কমিটির নতুন নেতৃত্বে (২৫-২৬) বছরের জন্য

সভাপতি :-সাঈদ হোসাইন
সহ সভাপতি:- আমানুল্লাহ আমান
সহ সভাপতি:-আব্দুল হাকিম বিপুল

সাধারন সম্পাদক:- নুরনবী হাসান নাহিদ
যুগ্ম সাধারণ সম্পাদক:-ফাহিম তাজওয়ার

সাংগঠনিক সম্পাদক:-কারিমুল হাকিম
সহ সাংগঠনিক সম্পাদক:-শুভ

দপ্তর সম্পাদক:-সিয়াম আহমেদ
সহ দপ্তর সম্পাদক:-মাসুদ পারভেজ রাব্বি

অর্থ সম্পাদক:-মোক্তার হোসেন

প্রচার সম্পাদক:-সোহানুর রহমান

উক্ত বার্ষিক মিটিংয়ে সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক এবং সদ্য সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সুজন আলীকে সম্মাননা হিসেবে আকর্ষণীয় দুটি ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং তাদের দুজনকে উপদেষ্টা হিসেবে অর্ন্তভুক্ত করা হয়।

উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন "ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের "প্রতিষ্ঠাতা সভাপতি আবু রায়হান",উপদেষ্টা মতিয়ার রহমান,উপদেষ্টা মোজাম্মেল পারভেজ,উপদেষ্টা নাইমুর রহমান নাইম,উপদেষ্টা স্বাধীন সরকার,উপদেষ্টা রাশেদুল ইসলাম রনি,উপদেষ্টা কাওসার আহমেদ শিশির এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউর রহমান অয়ন প্রমুখ।

উপদেষ্টামন্ডলী আগামী ১ বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেন।

28/09/2025

বিশ্ববিদ্যালয় চান, ঐতিহ্য চান, কলিজিয়েট চান, ইস্কুলিং পদ্ধতি চান, অনুষদ চান আবার নিজে ক্যাম্পাসও চান,সব সাব্জেক্ট চান, রাজনীতি চান, ঢাবিকেও চান, ঢাকেবিও চান,, দিনেও ক্লাস চান, রাতেও চান, কি চান না বলেন তো???

চলতি মাসেই আসছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ
28/09/2025

চলতি মাসেই আসছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ

28/09/2025

সুশীলতার দিন শেষ
"ঢাকেবি"র বাংলাদেশ!!

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখাা
28/09/2025

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখাা

28/09/2025

স্কুলিং সিস্টেমের বিরাট একটা সমস্যা কি জানেন!
এই সিস্টেমে লাঠিয়াল বাহিনী তৈরির কারখানা করা যাবে না। স্কুলিং সিস্টেম এমন একটা কাঠামো যেখানে কোন রাজনৈতিক এজেন্ডারা তাদের রাজনীতিকে বাস্তবায়ন করতে পারবে না একদম abroad এর মত পড়াশোনা হবে। বিভিন্ন উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে যেমন পড়াশোনা হয় ঠিক তেমন পড়াশোনা হবে।
এখন দেখেন কি চান আপনারা উন্নত মানের পড়াশুনা, না লাঠিয়াল বাহিনীর বানানোর কারখানা !

: রিমাইন্ডার ৭ কলেজের বর্তমান কাঠামো কিন্তু এক প্রকার কলেজিয়েট কাঠামোই।

#ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয় #ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি #ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয়

28/09/2025

আগামী ৫ বছরের মধ্যে Top Ten এ জায়গা করে নিবে ঢাকা কেন্দ্রীয় ইউনিভার্সিটি ।ইনশাআল্লাহ

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আজ বিশ্বের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে—একটি এমন প্রতিষ্ঠান যার শিক্ষা ও গবেষণ...
28/09/2025

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আজ বিশ্বের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে—একটি এমন প্রতিষ্ঠান যার শিক্ষা ও গবেষণা সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত। প্রশ্ন হচ্ছে, আমরা কি চাই না বাংলাদেশের মাটিতেও এমন মানের একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক? একটি প্রকৃত মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থী তৈরি করে না, এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করে, তার চিন্তাধারা পরিবর্তন করে এবং তাকে বিশ্বদরবারে নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত করে।

আজ আমরা ব্যক্তিগত স্বার্থ আর সাময়িক সুবিধার কথা ভেবে সিদ্ধান্ত নেই। কিন্তু একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে শত বছরের দর্শন, আদর্শ ও ভিশনের ওপর। আপনি বা আমি হয়তো আর কয়েক বছর পর পড়াশোনা শেষ করব; কিন্তু সেই বিশ্ববিদ্যালয় আমাদের পরবর্তী হাজার হাজার প্রজন্মকে গড়ে তুলবে। তাই আমাদের সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে হবে—আমরা কি সংখ্যার ভিত্তিতে সনদধারী গৃহহীন গ্র্যাজুয়েট তৈরি করব, নাকি জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনে সমৃদ্ধ বিশ্বমানের মানুষ তৈরি করব?

আজ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে

চীন প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনে বিশ্বশক্তি তাদের শক্তির মূল ভিত্তি শক্তিশালী শিক্ষা অবকাঠামো।

ভারত আইআইটি, আইআইএম, আইআইএসসি–র মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও উদ্যোক্তা উপহার দিয়েছে।

পাকিস্তান সামরিক শক্তিতে বিশ্বের ১২তম স্থানে — এর পেছনেও রয়েছে তাদের স্ট্র্যাটেজিক রিসার্চ ও প্রতিরক্ষা শিক্ষার উন্নতি।

আর আমরা?
আমাদের লাখ লাখ সার্টিফিকেট দারী গ্রেজুয়েট বের করলে চলবে না, আমাদের প্রয়োজন একজন এপিজে আবদুল কালাম, প্রয়োজন একজন অমর্ত্য সেন, প্রয়োজন একজন রতন টাটা বা একজন প্রফেসর আবদুস সালাম — যারা শুধু নিজের ভাগ্য নয়, পুরো জাতির ভবিষ্যৎ রচনা করবে।

27/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় মূলত তিন ধরনের লোকজন দৃঢ়ভাবে বিরোধিতা করেছিল। ইতিহাসের পাতা থেকে জানা যায়, সবচেয়ে সক্রিয় বিরোধীরা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং প্রখ্যাত রাজনীতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জী। হিন্দু সম্প্রদায়ের কিছু প্রভাবশালী ব্যক্তিও এই প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিলেন। এমনকি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামও আলোচনায় উঠে আসে। সাহিত্যিক ও প্রাবন্ধিক কুলদা রায়ের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধে এই বিষয়টি বিশদভাবে উল্লেখ আছে।

তবু, এত সব বাধা সত্ত্বেও কেউ পারল না ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠার পথে থামাতে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষার অমূল্য তীর্থস্থান হিসেবে উজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছে।

আজ ইতিহাস যেন পুনরাবৃত্তি ঘটাচ্ছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পথে অনেকেই বিরোধিতা করছে। বিশেষ করে, দেশের কিছু শিক্ষক—যারা দেশের শিক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও নতুন প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে—তাদের ইতিহাস মীরজাফরের রূপেই স্মরণ করবে। তারা দেশ ও শিক্ষার স্বার্থের বিপরীতে দাঁড়িয়ে, এই উদ্যোগকে থামানোর চেষ্টা করছে।

তবু, ইতিহাসই বিচারক। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলে তা দেশের শিক্ষার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দেশের শিক্ষাক্ষেত্রে অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশি অবদান রাখবে। যারা বিরোধিতা করেছে, তাদের নাম ইতিহাসে নিন্দার সঙ্গে লেখা থাকবে। নতুন প্রজন্মের শিক্ষার্থী ও দেশবাসী এই শিক্ষার আলোকবর্ষকে স্বাগত জানাবে, আর বাধা দাতারা ইতিহাসের দৃষ্টিতে মীরজাফরের ছায়ায় সীমাবদ্ধ থাকবে।

ছাত্রসংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবি।সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রশাসনের কাছে উপযুক্ত সময়ে সোহরাওয়ার...
18/09/2025

ছাত্রসংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবি।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রশাসনের কাছে উপযুক্ত সময়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।

মো মানিক সরকার
ডিপার্টমেন্ট: ইসলামিক স্টাডিজ।

03/09/2025

এক পর্যায়ে রোকেয়া হলের এই আপু (ভাই) স্বীকার করে ছাত্রদল তাকে ঢাকা কলেজ থেকে নিয়ে এসেছে নির্বাচনী প্রচারণা করার জন্য।

✍️ঢাকেবির ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় যারা ১ম হয়েছে :-ক-ইউনিট- বিজ্ঞানে ১মউম্মে হাবিবা বুশরাপ্রাপ্ত নাম্বা:-১০৪খ-ইউনিট...
26/08/2025

✍️ঢাকেবির ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় যারা ১ম হয়েছে :-

ক-ইউনিট- বিজ্ঞানে ১ম
উম্মে হাবিবা বুশরা
প্রাপ্ত নাম্বা:-১০৪

খ-ইউনিট-মানবিকে ১ম
আব্দুল্লাহ আল নোমান
প্রাপ্ত নাম্বার:-১০৩.২৫

গ ইউনিট-বাণিজ্যে ১ম
মোঃ মামুন হাসান
প্রাপ্ত নাম্বার:-১০৩.২৫

তথ্য:- ঢাকেবির ওয়েবসাইট

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when DCU Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share