29/09/2025
গত ২৭ সেপ্টেম্বর বার্ষিক আলোচনা সভায় "ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের" সকল উপদেষ্টা ও সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত সদ্য কমিটির নতুন নেতৃত্বে (২৫-২৬) বছরের জন্য
সভাপতি :-সাঈদ হোসাইন
সহ সভাপতি:- আমানুল্লাহ আমান
সহ সভাপতি:-আব্দুল হাকিম বিপুল
সাধারন সম্পাদক:- নুরনবী হাসান নাহিদ
যুগ্ম সাধারণ সম্পাদক:-ফাহিম তাজওয়ার
সাংগঠনিক সম্পাদক:-কারিমুল হাকিম
সহ সাংগঠনিক সম্পাদক:-শুভ
দপ্তর সম্পাদক:-সিয়াম আহমেদ
সহ দপ্তর সম্পাদক:-মাসুদ পারভেজ রাব্বি
অর্থ সম্পাদক:-মোক্তার হোসেন
প্রচার সম্পাদক:-সোহানুর রহমান
উক্ত বার্ষিক মিটিংয়ে সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক এবং সদ্য সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সুজন আলীকে সম্মাননা হিসেবে আকর্ষণীয় দুটি ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং তাদের দুজনকে উপদেষ্টা হিসেবে অর্ন্তভুক্ত করা হয়।
উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন "ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের "প্রতিষ্ঠাতা সভাপতি আবু রায়হান",উপদেষ্টা মতিয়ার রহমান,উপদেষ্টা মোজাম্মেল পারভেজ,উপদেষ্টা নাইমুর রহমান নাইম,উপদেষ্টা স্বাধীন সরকার,উপদেষ্টা রাশেদুল ইসলাম রনি,উপদেষ্টা কাওসার আহমেদ শিশির এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউর রহমান অয়ন প্রমুখ।
উপদেষ্টামন্ডলী আগামী ১ বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেন।