চিন্তাচর্চা

চিন্তাচর্চা চিন্তার শুদ্ধতায়, ইনসাফের পক্ষে

এ সংখ্যায় লিখতে মেসেজ করুন সম্পাদক Mawlawi Ashraf -এর ইনবক্সে…
28/07/2025

এ সংখ্যায় লিখতে মেসেজ করুন সম্পাদক Mawlawi Ashraf -এর ইনবক্সে…

25/07/2025

চিন্তাচর্চা : বর্ষ ০১, সংখ্যা ০২
ইসলামের ইতিহাসে সামরিক ও কূটনৈতিক কৌশল
সম্ভাব্য প্রকাশকাল : ইসলামি বইমেলা ২০২৫

06/07/2025

দুটি ঘোষণা
এক. চিন্তাচর্চার প্রথম সংখ্যা আনার মাসখানেকের মধ্যে আমাদের প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। পত্রিকা হিসেবে আমরা আর তখন দ্বিতীয় মুদ্রণ আনিনি। কিন্তু পাঠকের প্রবল ইচ্ছা দেখে আমরা দীর্ঘদিন পর ‘চিন্তাচর্চা : ইসলামি রাষ্ট্র প্রসঙ্গ’ সংখ্যাটির দ্বিতীয় মুদ্রণ শীঘ্রই বাজারে এভেইলেবল করার চিন্তা করেছি।
দুই. প্রথম সংখ্যার সফলতার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুবই শীঘ্রই দ্বিতীয় সংখ্যা প্রকাশ করার। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব আপনাদের।
চিন্তাচর্চার সাথেই থাকুন।

চিন্তাচর্চা যারা যাত্রাবাড়ি বা তার আশপাশের এলাকা থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, তারা পেয়ে যাবেন মাদরাসা মার্কেটের বিখ্যাত মোল...
27/04/2025

চিন্তাচর্চা যারা যাত্রাবাড়ি বা তার আশপাশের এলাকা থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, তারা পেয়ে যাবেন মাদরাসা মার্কেটের বিখ্যাত মোল্লার বই.কম-এ।
চিন্তাচর্চা ১ : ইসলামি রাষ্ট্র প্রসঙ্গ
পৃষ্ঠা : 160
মূল্য : 100

20/04/2025

ম্যাগাজিনগুলোর প্রাণ হলো লাইব্রেরি। পাঠকদের আনাগোনার জায়গা। এর অনুপস্থিতি ছোট কাগজগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে। আমরা চাই, আমাদের পত্রিকাটি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে।
আপনি কি একজন লাইব্রেরিয়ান? আপনার কি একটি বুকশপ আছে? বা আপনার প্রিয় লাইব্রেরিয়ানের নম্বর, ঠিকানা আমাদের দিয়ে বাধিত করবেন। আমরা চেষ্টা করব, তাদের সাথে যোগাযোগ করে আমাদের পত্রিকাটি সকল স্তরের মানুষের সামনে তুলে ধরতে।
ধন্যবাদ

Send a message to learn more

চলে এসেছে প্রথম সংখ্যা। ১৬০ পৃষ্ঠার ম্যাগাজিনটি পাচ্ছেন মাত্র ১০০ টাকায়। অর্ডার লিংক কমেন্ট বক্সে—
17/04/2025

চলে এসেছে প্রথম সংখ্যা। ১৬০ পৃষ্ঠার ম্যাগাজিনটি পাচ্ছেন মাত্র ১০০ টাকায়।
অর্ডার লিংক কমেন্ট বক্সে—

চিন্তাচর্চা ১ : ইসলামি রাষ্ট্র প্রসঙ্গপৃষ্ঠা সংখ্যা : ১৬০মূল্য : ১০০অর্ডার লিংক—https://book.nasihashop.com/step/cintaco...
15/04/2025

চিন্তাচর্চা ১ : ইসলামি রাষ্ট্র প্রসঙ্গ
পৃষ্ঠা সংখ্যা : ১৬০
মূল্য : ১০০
অর্ডার লিংক—
https://book.nasihashop.com/step/cintacorca/

মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রা) একবার রাষ্ট্র ও জনসাধারণের সম্পত্তিকে ‘আল্লাহর সম্পত্তি’ আখ্যা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল...
10/04/2025

মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রা) একবার রাষ্ট্র ও জনসাধারণের সম্পত্তিকে ‘আল্লাহর সম্পত্তি’ আখ্যা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, আল্লাহর খলিফা হিসেবে রাষ্ট্রীয় সম্পত্তির সঞ্চয়, ব্যয় ও ব্যবস্থাপনাগত অধিকার সম্পূর্ণ তাঁর। ইমাম ওয়াকেদির বর্ণনায় এসেছে, মুআবিয়া (রা) বলেন :

الارض لله، وانا خليفة الله، فما أخذت فلي، وما تركته للناس، فبفضل مني

‘জমিন আল্লাহর, আমি আল্লাহর খলিফা। সম্পত্তি থেকে আমি যা নেব, তা আমার; আর জনসাধারণের জন্য যা রেখে দেব, তা আমার দয়া ও অনুগ্রহ।’

এ কথার মধ্য দিয়ে তিনি শাসকের পরিচালনাকে আল্লাহ তায়ালার ইচ্ছা ও আসমানি নির্দেশনা হিসেবে দেখাতে চাইলেন। তখন আবু জর গিফারি (রা) প্রতিবাদ করে বললেন, ‘রাষ্ট্রের সম্পত্তি মানুষের; ব্যয় ও ব্যবস্থাপনাগত ব্যাপারে তাদের ইচ্ছাই প্রধান।' (মুরুজুয যাহাব, খণ্ড ৩, পৃষ্ঠা ৫২)

অবশ্য মুআবিয়া (রা) এই অবস্থানের ব্যাপারে আরও খোলাসা ও পরিষ্কার বিবরণ পাওয়া যায়। সেখানে ঘটনার বিবরণ আকারে এসেছে। সে ঘটনা আমরা নুরুদ্দিন হায়সামির বর্ণনায় পাই। (মাজমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফারায়েদ, ৫/২৩৬) সে বর্ণনায় এসেছে যে, মুআবিয়া (রা) একবার জুমআর মিম্বরে উঠলেন, খুতবা দেওয়ার সময় বললেন :

إنما المال مالنا والفيء فيئنا فمن شئنا أعطيناه ومن شئنا منعناه

‘সম্পত্তি আমাদের, গনিমত আমাদের। আমরা যাকে চাইব দেব, যাকে চাইব দেব না।’

কেউ প্রতিউত্তরে কিছুই বলল না। দ্বিতীয় জুমআর বয়ানেও তিনি একই কথা বললেন, কেউ কিছু বলল না। তৃতীয় জুমআয় একজন দাঁড়িয়ে প্রতিবাদ করে বলল :

كلا إنما المال مالنا والفيء فيئنا فمن حال بيننا وبينه حاكمناه إلى الله بأسيافنا

‘কখনোই না, সম্পদ আমাদের (জনসাধারণের)। যে প্রতিবন্ধক হবে, আমরা তরবারির সাহায্যে তার বিচার আল্লাহর কাছে দায়ের করব।’

এরপর মুআবিয়া তাকে ডেকে নিলেন। লোকেরা মনে করল, আজকে বিপদ হবে। কিন্তু ভেতরে প্রবেশের পর দেখল, সে মুআবিয়া (রা)-এর পাশে খাটে বসে আছে। অতঃপর তিনি জনগণ কে বললেন :

إن هذا أحياني أحياه الله

‘এই লোক আমাকে বাঁচিয়েছে, আল্লাহ তাকে রক্ষা করুন।’

সবশেষে মুআবিয়া (রা) বলেন, ‘আমি রসুল (স) কে বলতে শুনেছি। কেয়ামতের আগে শাসকেরা অন্যায্য কথা বলবে, কিন্তু কেউ প্রতিবাদ করবে না।’
..........

খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তকদের একজন, ইসলামি রাষ্ট্রব্যবস্থা বিষয়ক তার এই গবেষণাধর্মী প্রবন্ধটি পাবেন চিন্তাচর্চার প্রথম সংখ্যায়। অর্ডার লিংক প্রথম কমেন্টে।

‘চিন্তাচর্চা—১’একটি বিশ্লেষণধর্মী ম্যাগাজিন। এই সংখ্যার মূল প্রতিপাদ্য ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও এর বাস্তবায়নপদ্ধতি। এতে ...
08/04/2025

‘চিন্তাচর্চা—১’

একটি বিশ্লেষণধর্মী ম্যাগাজিন। এই সংখ্যার মূল প্রতিপাদ্য ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও এর বাস্তবায়নপদ্ধতি। এতে রয়েছে চারটি মৌলিক ও চারটি অনূদিত গবেষণামূলক প্রবন্ধ, যা রাষ্ট্র, ক্ষমতা, জে*হাদ ও দাওয়াতি পদ্ধতি নিয়ে গঠনমূলক আলোচনার দরজা খুলে দেয়। পাঠক অবশ্যই প্রতিটি প্রবন্ধে বৈচিত্র্য ও চিন্তার খোরাক পাবেন। এখানে কোনো নির্দিষ্ট চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়নি, বরং মধ্যমপন্থি চিন্তার বৈভিন্নতাকে এক পাটাতনে হাজির করা হয়েছে। ইসলামি রাজনীতি, শরিয়তি শাসন ও আধুনিক রাষ্ট্রব্যবস্থায় খেলাফতের প্রাসঙ্গিকতা নিয়ে চিন্তাশীল পাঠকদের জন্য এটি সময়োপযোগী ও গভীর অনুধাবনের একটি নির্ভরযোগ্য পাঠ।
অর্ডার করতে ক্লিক করুন—
https://book.nasihashop.com/step/cintacorca/

চিন্তাচর্চাবর্ষ ০১, সংখ্যা ০১বিষয় : ইসলামি রাষ্ট্র প্রসঙ্গসম্পাদনায় : মওলবি আশরাফ আসবে মেলার শেষ সপ্তাহে ইনশাআল্লাহ। প্র...
19/02/2025

চিন্তাচর্চা
বর্ষ ০১, সংখ্যা ০১
বিষয় : ইসলামি রাষ্ট্র প্রসঙ্গ
সম্পাদনায় : মওলবি আশরাফ
আসবে মেলার শেষ সপ্তাহে ইনশাআল্লাহ। প্রি-অর্ডার করতে পারবেন কাল থেকে। নামমাত্র মূল্যে।

16/02/2025

বর্ষ ০১, সংখ্যা ০১
বিষয় : ইসলামি রাষ্ট্র প্রসঙ্গ
চিন্তাচর্চা
চিন্তার শুদ্ধতায়, ইনসাফের পক্ষে

Address

বাংলাবাজার
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিন্তাচর্চা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category