10/04/2025
মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রা) একবার রাষ্ট্র ও জনসাধারণের সম্পত্তিকে ‘আল্লাহর সম্পত্তি’ আখ্যা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, আল্লাহর খলিফা হিসেবে রাষ্ট্রীয় সম্পত্তির সঞ্চয়, ব্যয় ও ব্যবস্থাপনাগত অধিকার সম্পূর্ণ তাঁর। ইমাম ওয়াকেদির বর্ণনায় এসেছে, মুআবিয়া (রা) বলেন :
الارض لله، وانا خليفة الله، فما أخذت فلي، وما تركته للناس، فبفضل مني
‘জমিন আল্লাহর, আমি আল্লাহর খলিফা। সম্পত্তি থেকে আমি যা নেব, তা আমার; আর জনসাধারণের জন্য যা রেখে দেব, তা আমার দয়া ও অনুগ্রহ।’
এ কথার মধ্য দিয়ে তিনি শাসকের পরিচালনাকে আল্লাহ তায়ালার ইচ্ছা ও আসমানি নির্দেশনা হিসেবে দেখাতে চাইলেন। তখন আবু জর গিফারি (রা) প্রতিবাদ করে বললেন, ‘রাষ্ট্রের সম্পত্তি মানুষের; ব্যয় ও ব্যবস্থাপনাগত ব্যাপারে তাদের ইচ্ছাই প্রধান।' (মুরুজুয যাহাব, খণ্ড ৩, পৃষ্ঠা ৫২)
অবশ্য মুআবিয়া (রা) এই অবস্থানের ব্যাপারে আরও খোলাসা ও পরিষ্কার বিবরণ পাওয়া যায়। সেখানে ঘটনার বিবরণ আকারে এসেছে। সে ঘটনা আমরা নুরুদ্দিন হায়সামির বর্ণনায় পাই। (মাজমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফারায়েদ, ৫/২৩৬) সে বর্ণনায় এসেছে যে, মুআবিয়া (রা) একবার জুমআর মিম্বরে উঠলেন, খুতবা দেওয়ার সময় বললেন :
إنما المال مالنا والفيء فيئنا فمن شئنا أعطيناه ومن شئنا منعناه
‘সম্পত্তি আমাদের, গনিমত আমাদের। আমরা যাকে চাইব দেব, যাকে চাইব দেব না।’
কেউ প্রতিউত্তরে কিছুই বলল না। দ্বিতীয় জুমআর বয়ানেও তিনি একই কথা বললেন, কেউ কিছু বলল না। তৃতীয় জুমআয় একজন দাঁড়িয়ে প্রতিবাদ করে বলল :
كلا إنما المال مالنا والفيء فيئنا فمن حال بيننا وبينه حاكمناه إلى الله بأسيافنا
‘কখনোই না, সম্পদ আমাদের (জনসাধারণের)। যে প্রতিবন্ধক হবে, আমরা তরবারির সাহায্যে তার বিচার আল্লাহর কাছে দায়ের করব।’
এরপর মুআবিয়া তাকে ডেকে নিলেন। লোকেরা মনে করল, আজকে বিপদ হবে। কিন্তু ভেতরে প্রবেশের পর দেখল, সে মুআবিয়া (রা)-এর পাশে খাটে বসে আছে। অতঃপর তিনি জনগণ কে বললেন :
إن هذا أحياني أحياه الله
‘এই লোক আমাকে বাঁচিয়েছে, আল্লাহ তাকে রক্ষা করুন।’
সবশেষে মুআবিয়া (রা) বলেন, ‘আমি রসুল (স) কে বলতে শুনেছি। কেয়ামতের আগে শাসকেরা অন্যায্য কথা বলবে, কিন্তু কেউ প্রতিবাদ করবে না।’
..........
খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তকদের একজন, ইসলামি রাষ্ট্রব্যবস্থা বিষয়ক তার এই গবেষণাধর্মী প্রবন্ধটি পাবেন চিন্তাচর্চার প্রথম সংখ্যায়। অর্ডার লিংক প্রথম কমেন্টে।