25/06/2025
আসসালামু আলাইকুম. Khalid Farhan ভাইয়া
https://www.facebook.com/kfisawesome
আমি যদি কোনো ইন্সুরেন্স কোম্পানির 'Marketing Manager' বা (CMO) এর দায়িত্বে থাকতাম - তাহলে
আমি প্রথমত, মানুষদের কে বোঝাতে চেষ্টা করতাম ইন্সুরেন্স যে কোনো টাকা ব্যায় নয় বরং এটা একটা ভবিষ্যৎ সঞ্জয়। তাদেরকে বোঝাবো একটু একটু সঞ্চয় ভবিষ্যৎ এর জন্য কতোটুকু উপকারি হতে পারে,, তাদের বোঝাতে হবে তাদের পরিবারের জন্য এটি কতোটুক উপকারি।
দ্বিতীয়ত, সবাইকে গুছিয়ে বোঝাতে হবে
যেমন - Helth and savings / Life cover / Group Insurance.
কোনটা কার জন্য বেশি দরকারি। কোনটা তে কি কি সুবিধা আছে।
তৃতীয়ত, যেহেতু আমি একজন মার্কেটিং ম্যানেজমেন্ট এর দায়িত্বে আছি,, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন ভিডিও,, ফেসবুক ক্যাম্পেইন বনিয়ে সবার মাঝখানে ছড়িয়ে দিবো ইন্সুরেন্স কেন দরকার,, কাকে নিতে হবে, কোনটা কার জন্য। ক্যাম্পেইন এর ভেতরে বোঝাতে হবে ইন্সুরেন্স এর সুবিধা।
চতুর্থত, আমি সবার ভিতর বিশ্বাস তৈরি করবো।
বাংলাদেশের বেশিরভাগ মানুষই ইন্সুরেন্স নিতে ভয় পায় বা বিশ্বাস করতে পারে না যে, এখন ইন্সুরেন্স করলাম পরে হয়তো টাকা পাবো না।
এজন্যই তাদের বিশ্বাস অর্জন করতে হবে তাদেরকে
কম্পানির (পলিসি) সম্পর্কে এবং (কাস্টমার সার্ভিস) সম্পর্কে বলতে হবে। যাতে তার নিশ্চিন্ত হয়ে ইন্সুরেন্স করতে পারে।
মানুষদের বিশ্বস অর্জন করলেই হবে না তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হবে সেটি যথাযথ পালন করতে হবে।
বাংলাদেশে ইন্সুরেন্স খাত এখনও দুর্বল এটি প্রসারে আমি আমার সর্বচ্চ চেষ্টা করে যাবো এবং মানুষের দাবি অনুযায়ী পলিসি মেন্টেন করার চেষ্টা করবো। মানুষের সমস্যা অনুযায়ী তাদের সমাধান দেখিয়ে দিতে পারলে তারা অবশ্যই ইন্সুরেন্স নিতে আগ্রহী হবে। ধন্যবাদ '
আরো বিস্তারিত জানতে ভিজিট ইউটিউব চ্যানেল Khalid Farhan, ইউটিউব ভিডিও লিংক : https://youtu.be/rcduE_ff314?si=27uQh-gunM_7_k0w