টোকাটুকি

টোকাটুকি হাস্যকর, মজাদার, এবং সবচেয়ে গরম খবরের পেইজ – টোকাটুকি। খবর তো লাগবেই, মজাও লাগবে!

28/02/2025
ভারতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান।বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছ...
16/01/2025

ভারতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান।

বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, গতরাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সেসময় সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরসহ পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন।

পুলিশ জানায়, বাড়ির বাসিন্দারা জেগে উঠলে ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অপরাধীকে ধরতে পুলিশের একাধিক দলও গঠন করা হয়েছে।

একজন সিনিয়র আইপিএস অফিসার জানান, সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল কি না তা এখনো স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এ ঘটনার তদন্ত করছে।

লীলাবতী হাসপাতালের সিওও ডা. নিরাজ উত্তমানি বলেন, 'ভোররাত সাড়ে তিনটার দিকে সাইফকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।'

Source: The Daily Star

Israel and Hamas have agreed to a ceasefire after 15 months of devastating conflict. The deal, mediated by Qatar, aims t...
15/01/2025

Israel and Hamas have agreed to a ceasefire after 15 months of devastating conflict. The deal, mediated by Qatar, aims to end the violence that began with Hamas's October 2023 attack on southern Israel, which killed 1,200 people and led to hostages being taken to Gaza. The subsequent Israeli offensive claimed over 46,000 Palestinian lives, according to Gaza's health ministry. The agreement is expected to allow displaced Gazans to return home, though unresolved issues remain. While Israeli PM Netanyahu's office highlights lingering clauses, US President-elect Donald Trump has announced an imminent release of hostages, bringing hope to many.

Source:
BBC | AP News

15/01/2025

নতুন েকর্ড ফাস, ১৮ তারিখ হরতাল ডাকার মধ্য দিয়ে আপার প্রত্যাবর্তন হতে যাচ্ছে 😂

15/01/2025

উপজাতিদের উপর হামলার দায় নেবে না ছাত্রশিবির, কেননা আহতদের সবার পায়ের রগ তো ঠিকই আছে!

যদি ১৫ মিনিট সময় থাকে, ভিডিওটা দেইখেন।এই ভিডিও দেখার পর আপনি অন্য একটা মানুষ হয়ে যাবেন। কোনোদিন আর আগের মানুষ থাকবেন না।...
15/01/2025

যদি ১৫ মিনিট সময় থাকে, ভিডিওটা দেইখেন।

এই ভিডিও দেখার পর আপনি অন্য একটা মানুষ হয়ে যাবেন। কোনোদিন আর আগের মানুষ থাকবেন না।

মনে রাখবেন, এটা মাত্র ১ দিনের ১ টা ছোট্ট এপিসোডের ভিডিওচিত্র।

JATRABARI FILM - ENGLISH AND BANGLA VERSIONSThis film seeks to reconstruct what happened during anti-government protests in a single locality in the south-ea...

আজকে শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক হামলাকারী ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ছবি লোক গুলো অপরাধী। অভিযান চলমান আছে। কোনো হ...
15/01/2025

আজকে শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক হামলাকারী ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ছবি লোক গুলো অপরাধী।

অভিযান চলমান আছে।

কোনো হামলাকারী ছাড় পাবে না।

আর তুই কিনা না পালিয়েই পদত্যাগ করে ফেললি! 😂
15/01/2025

আর তুই কিনা না পালিয়েই পদত্যাগ করে ফেললি! 😂

বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করা হয়েছে জানিয়ে তি...
15/01/2025

বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয়, সেটায় আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি, বাংলাদেশের পরিচিত হওয়া উচিত ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’।

আলী রীয়াজ বলেন, শুধু তাই নয়, আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবতযোগ্য হয়, তা নিশ্চিত করার জন্য একটা সমন্বিত একক সনদের কথা বলেছি।

সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক ঐক্যের আশা করে তিনি বলেন, একটা ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নের ধারাবাহিকতায় আজকে আসলে কমিশনের পক্ষ থেকে আমরা এই প্রস্তাবগুলো, সুপারিশগুলো রাখছি। আমরা আশা করছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক ধরনের ঐকমত্যে পৌঁছাতে পারবে।

বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয়, সেটায় আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি, বাংলাদেশের পরিচিত হওয়া উচিত ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’।

আলী রীয়াজ বলেন, শুধু তাই নয়, আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবতযোগ্য হয়, তা নিশ্চিত করার জন্য একটা সমন্বিত একক সনদের কথা বলেছি।

সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক ঐক্যের আশা করে তিনি বলেন, একটা ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নের ধারাবাহিকতায় আজকে আসলে কমিশনের পক্ষ থেকে আমরা এই প্রস্তাবগুলো, সুপারিশগুলো রাখছি। আমরা আশা করছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক ধরনের ঐকমত্যে পৌঁছাতে পারবে।

সূত্র: মানবজমিন

15/01/2025

একজন রাজনীতিক যখন অন্যের দেওয়া ফ্ল্যাটে থাকেন, তার বোন থাকেন আরেকজনের উপহার দেওয়া ফ্ল্যাটে, মা থাকেন ভাইয়ের বন্ধুর ছেলের দেওয়া ফ্ল্যাটে, আর খালা থাকেন বিদেশি সরকারের দেওয়া সেফ হাউসে— তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মেনে নেওয়া সম্ভব নয়।😂

কত আজব একটা পরিবার !কত অশান্তি একটা পরিবারে !একজন মানুষও শান্তিতে নেই !সবাই দেশ ছাড়া !কেও  স্বামী হারা !কেও স্ত্রী হারা ...
15/01/2025

কত আজব একটা পরিবার !
কত অশান্তি একটা পরিবারে !
একজন মানুষও শান্তিতে নেই !
সবাই দেশ ছাড়া !
কেও স্বামী হারা !
কেও স্ত্রী হারা !
কেও ক্ষমতা হারা !
এদের কারও টাকা পয়সার অভাব নেই !
অভাব সুখের !
ঘুম নেই !
শান্তি নেই !
সুখ নেই !
চোর-চাট্টায় ভরা একটা পরিবার !
প্রতিটা সেকেন্ড কাটছে আ*তঙ্কে !
উনাদের জন্য দোয়া করবেন !

শেখের বেটির পর শেখের নাতনির পতন 🎊🎊🎊
14/01/2025

শেখের বেটির পর শেখের নাতনির পতন 🎊🎊🎊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when টোকাটুকি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share