22/09/2025
রাইয়ান এর একটি ছোট হোমমেড কেক এর দোকান ছিল শহরের কোনায়। শুধু দোকানে এসেই মানুষ তার কেক কিনতো। একদিন বন্ধু বলল, “ওয়েবসাইট থাকলে দেশজুড়ে সবাই তোমার কেক কিনতে পারবে।”
রাইয়ান ছোট একটা ওয়েবসাইট বানাল। ছবি, দাম, অর্ডার সব অনলাইনে। ব্যবসা বেড়ে গেল।
এভাবেই ওয়েবসাইট হলো ছোট ব্যবসার বড় সুযোগের দরজা।
বড় স্বপ্নের শুরু হোক, ছোট ওয়েবসাইট দিয়েই!