Tangailer Chok 24-টাঙ্গাইলের চোখ ২৪

Tangailer Chok 24-টাঙ্গাইলের চোখ ২৪ সময়ের সাক্ষী

28/07/2025

বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টায় তারেক রহমান: মির্জা ফখরুল

26/07/2025

বিহারে অ সু স্থ তরুণীকে অ্যাম্বুলেন্সের ভেতরে গ ণ ধ র্ষ ণ

26/07/2025

টাঙ্গাইল প্রতিনিধি.

07/07/2025
ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমানকে আহবায়ক এবং  যুগ্ন আহবায়ক ইঞ্জি: শহিদুল ইসলাম খোকন এবং  ইন্জিঃ তপু পাল যুগ্ম আহবায়ক,  ইঞ্...
21/05/2025

ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমানকে আহবায়ক এবং যুগ্ন আহবায়ক ইঞ্জি: শহিদুল ইসলাম খোকন এবং ইন্জিঃ তপু পাল যুগ্ম আহবায়ক, ইঞ্জিনিয়ার মোঃ শের শাহ আলি কে সদস্য সচিব করে জেটেব টাঙ্গাইল জেলার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির কেন্দ্র অনুমোদন করেছেন। আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন।

কালিহাতীতে নির্জন বাড়ীর শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার মোঃ মিজানুর রহমান(শামীম)কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইল...
17/05/2025

কালিহাতীতে নির্জন বাড়ীর শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
মোঃ মিজানুর রহমান(শামীম)কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর নির্জন বাড়ীর শয়নকক্ষে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৩ টার দিকে কালিহাতীর গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন নির্জন নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী। এঘটনায় পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে নিজ ঘরের শযনকক্ষে নিহত খোদেজা বেগমের নাক মুখ রক্তাক্ত ও কপালে আঘাত চিহ্ন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ১০/১২ বছর আগে মারা গেছেন। খোদেজা বেগম যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়ীতে একাই বসবাস করে আসছিলেন। তার কোনো সন্তান নেই। তার একটি পালিত ছেলে রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পালিত ছেলে আসাদুজ্জামান বলেন,গত ১৩ মে বাড়ীতে এসে দেখে গেছেন। দুইদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিলো না।
শনিবার সকাল ১১ টার দিকে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ ঘরে সিদকাটা ছিল।
মা শয়নকক্ষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।

09/05/2025

প্রতিবাদটা আরও জোরালো হতে হবে সকলে মিলে মোদি বিরোধী আন্দোলন করতে হবে তখন নির্যাতন নিপীড়ন বন্ধ হবে ক্ষমতা ছেড়ে পালাবে

09/05/2025

ঘড়ির কাঁটা তখন প্রায় ৩টা ছুঁই ছুঁই,
কিন্তু আইভির মনে যেন বাজছে মধ্যরাতের বারোটা!

আইভি রহমান ছিলেন পু’লিশ প্রশাসনের সঙ্গে কুশল বিনিময়ে, খোশ গল্পে আর আতিথেয়তায় মগ্ন।
তিনি হয়তো ভেবেছিলেন, এই আন্তরিকতা ও সৌজন্যের পরশেই মিলবে মুক্তির পথ।
কিন্তু না—সেই প্রত্যাশা পূরণ হয়নি।
নানান নাটকীয়তার পর অবশেষে তাঁকে গ্রে’প্তার করা হলো।
এমন দায়িত্বশীল পদক্ষেপের জন্য প্রশাসনকে ধন্যবাদ।

20/04/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

13/04/2025

সোহেল হাজারীর চা'ম'চার এখন বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে
#রাজনীতি

12/04/2025

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কস্তুরীপাড়া বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

#মানববন্ধন #টাঙ্গাইল #কালিহাতী #সন্ত্রাসীহামলা #ছাত্রদল #যুবদল #রাজনীতি #বাংলাদেশ

Address

Kalihati, Tangail
Dhaka
১৯৭০

Alerts

Be the first to know and let us send you an email when Tangailer Chok 24-টাঙ্গাইলের চোখ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share