
13/05/2025
একজোড়া নুপুরের শখ ছিল। বাবাকে বলেছিলাম। বাবা দিয়েছিল। ছোট হয়ে গেছে।
আরেক জোড়া নুপুরের শখ আছে। বাবাকে বলি নি। বাবাকে আর নুপুরের কথা বলা যায় না।
চুলে স্টাইল করার শখ ছিল। মাকে বলেছিলাম। মা ঝুটি বেধে দিয়েছিল। গরুর শিং এর মতো সে ঝুটি। তাতেই আমি ফোকলা দাতে খুশিতে আধখানা হয়ে থাকতাম।
এখনও চুলের যত্ন নিতে ইচ্ছে করে। মাকে বলা যায় না। মা তো কেবল কদুর তেল ছাড়া কিছু বোঝে না। আমার ওসব ভালো লাগে না। আচ্ছা, মানুষ বড় কেন হয়?