The Brief

The Brief Quoting Bangladesh’s political voices — clearly, contextually, and without spin.

02/12/2025

ঢাকা ১০ আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী - নাসরীন সুলতানা মিলি।

01/12/2025

আপনি একটি ক্রিমিনাল কেস প্রমাণ করতে যেয়ে দেখবেন ঘটনাটি ঘটেছে কিনা - এটর্নি জেনারেল

বেঁচে আছেন ইমরান খান - পিটিআইপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব কার্যত নাকচ করেছেন পাকিস্তান তেহরি...
01/12/2025

বেঁচে আছেন ইমরান খান - পিটিআই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব কার্যত নাকচ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনেটর খুররম জিশান। তিনি জানিয়েছেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

সিনেটর জিশানের দাবি, ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হচ্ছে যাতে তাকে দেশ ছাড়তে বাধ্য করার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। তিনি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, “বর্তমান সরকার ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা নিয়ে আতঙ্কিত। এজন্য তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছে না।”

সম্প্রতি আফগানিস্তানের কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানের মৃত্যু হয়েছে। গুজব ছড়িয়ে পড়ার পরই পিটিআই শীর্ষ পর্যায় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে।

জিশান এএনআইকে বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে, তার পরিবার, আইনজীবী এবং পিটিআই শীর্ষ নেতাদেরও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে জোর করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে।”

তিনি আরও নিশ্চিত করেছেন, “আমাদের নিশ্চিত করা হয়েছে যে তিনি (ইমরান) বেঁচে আছেন এবং আদিয়ালা জেলে বন্দি। তিনি ঠিক আছেন।”

ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরনের চুক্তি করতে চাইছে জানতে চাইলে জিশান বলেন, “তাকে দেশ ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।” তিনি যোগ করেন, “সরকার তাকে চুপ থাকার শর্তে দেশ ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ইমরান খান এমন নেতা, যে কখনোই এতে রাজি হবেন না।”

আ. লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল : নুরআওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধি...
01/12/2025

আ. লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল : নুর
আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ঐতিহাসিকভাবে ভারতের একটা লেজুরভিত্তিক রাজনৈতিক দল ছিল। যার ফলে তারা ১৬ বছরে বাংলাদেশকে কার্যত ভারতের হাতেই তুলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল।

একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


নুর বলেন, বাংলাদেশে আমরা শক্তিশালী আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি, যেটা প্রমাণ করবে আইনের কাছে সবাই জবাবদিহিতা করতে বাধ্য কিংবা আইনের দৃষ্টিতে সবাই সমান। আমরা দেশে চলছি, আমাদের মধ্যেও একটা শঙ্কা কাজ করে। কয়েকদিন আগে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে। মোহাম্মদপুরে যুবদলের নেতাকে গুলি করে মেরেছে।

পুরান ঢাকায়ও গুলি করে চলে যাচ্ছে। যে ফেসিবাদী শক্তিকে আমরা হটিয়েছি, পরাজিত করেছি ও জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা নানাভাবে ফিরে আসার জন্য ছক আঁকছে।
তিনি আরো বলেন, ২০১৮ সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন জাহাঙ্গীর কবির নানক ও এনামুল হক শামীমকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে এই বিষয়টা ডিল করার। সেজন্য আমরা সংসদ ভবনে বসে ছিলাম।

সেই সময় তারা গল্পের ছলে বলেছিলেন— ‘মিয়া আন্দোলন তো আমরা একসময় করেছি। ২০০৬ সালে বিএনপি-জামায়াতকে হঠানোর জন্য লগি-বৈঠার আন্দোলন। ওপার থেকে এপারে এসে বাংলাদেশের সিম আমরা ঢুকিয়েছি। এখানে লোকজনকে পিকেটিং করানো, বোম মারানো, ককটেল মারানো যা করা দরকার, ভাঙচুর করে আবার ওইপারে চলে গেছি। বিএসএফ আমাদের সেই সুযোগ দিয়েছে।
’ এখন যে দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, চিহ্নিত অপরাধী, দাগী অপরাধী, অপরাধ ঘটানোর পরে তাদের সীমান্ত দিয়ে নিরাপদে পার করে দেবে এ ধরনের পরিস্থিতি হতে পারে।

30/11/2025

@1

30/11/2025

@

গণভোটের প্রশ্নের উত্তরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে : সাইফুল হকগণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেওয়ার বি...
30/11/2025

গণভোটের প্রশ্নের উত্তরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে : সাইফুল হক
গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেওয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ নিয়ে আপত্তি থাকলেও গণ-অভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে হ্যাঁ সূচকেই ভোট দেওয়া প্রয়োজন।’

রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত ‘গণভোট, জুলাই সনদ ও দেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তারা।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম ও সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, “জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে আমরা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব।’ একই সাথে তিনি দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদাত্ত আহ্বান জানিয়েছে।

খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন : আমিনুল হকবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার ...
30/11/2025

খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন : আমিনুল হক

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকে বেশি গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক।

রোববার (৩০ নভেম্বর) মিরপুরের পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।

আমিনুল হক বলেন, একদিন বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন— আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি শুধু চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার দূর হোক এবং দেশের মানুষ ভালো থাকুক।

আমিনুল হকের দাবি, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী দোয়া করছে।

29/11/2025

হাসিনার আমলের বিচার কি সত্যিই বিচার ছিল? Part 10

29/11/2025

পতিত স্বৈরাচার হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় অথবা ভারতকে বাধ‍্য করা না যায়, তাহলে এত আয়োজন করে আন্তর্জাতিক মানবতা বিরোধী ট্রাইবুনালে তার বিচার করে কি লাভ হলো!
Barrister Asaduzzaman Fuaad - ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ

29/11/2025

পতিত স্বৈরাচার হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় অথবা ভারতকে বাধ‍্য করা না যায়, তাহলে এত আয়োজন করে আন্তর্জাতিক মানবতা বিরোধী ট্রাইবুনালে তার বিচার করে কি লাভ হলো!
Barrister Asaduzzaman Fuaad - ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Brief posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share