TravelsDocu

TravelsDocu ✈️ Exploring the world, one story at a time.
📍Real travels. Real docs.
🎥 Vlogs | Photos | Travel Moments

বর্তমান সময়ে থাই ভিসা ঢাকা থেকে ইস্যু হতে সময় প্রায় ৪০-৪৫ দিন লেগে যাচ্ছে,  রিজেকশন তো আছেই।  তাহলে কোথায় থেকে দ্রুত করা...
04/07/2025

বর্তমান সময়ে থাই ভিসা ঢাকা থেকে ইস্যু হতে সময় প্রায় ৪০-৪৫ দিন লেগে যাচ্ছে, রিজেকশন তো আছেই। তাহলে কোথায় থেকে দ্রুত করা যায়?
সমাধান হলো মালয়েশিয়া ও শ্রীলঙ্কা অথবা মালদ্বীপ। টুরিস্ট ভিসায় গিয়ে মাত্র ২-৩ দিনের মধ্যেই পাওয়া যাচ্ছে থাই ভিসা।

ভিসা করতে কি কি লাগবে?

১. আপনার মালয়েশিয়া ভিসা কপি
২. হোটেল বুকিং
৩. বোর্ডিং পাস
৪. ফুল পাসপোর্ট স্কেন কপি মালয়েশিয়া/শ্রীলঙ্কা এন্ট্রি সীল সহ
৫. ছবি
৬. ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট

29/06/2025

It has come to our attention that a fake announcement is being circulated regarding hotel booking requirements for Thai e-Visa applications. We would like to clarify that this document is NOT issued by the Royal Thai Embassy, Dhaka.

However, please be informed that the Thai e-Visa system does require a genuine proof of accommodation that clearly states hotel name and full address, guest name and period of stay (check-in and check-out). The booking should be verifiable through the relevant online reservation platforms or the hotel.

Confirmed payment for accommodation is not compulsory.

Any applications with fake documents such as fake hotel bookings, fake tickets, fake bank statements and fake payment receipts will be considered for rejection.

Applicants are advised to refer only to official sources for accurate and updated visa information at Thai e-Visa website: www.thaievisa.go.th and https://dhaka.thaiembassy.org

------------------------------------

**আমাদের দৃষ্টিতে এসেছে যে থাই ই-ভিসা আবেদনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে উক্ত বিজ্ঞপ্তিটি রয়্যাল থাই দূতাবাস, ঢাকা কর্তৃক ইস্যু করা হয়নি।**

তবে, দয়া করে জেনে রাখুন যে, **থাই ই-ভিসা সিস্টেমে একটি সত্যিকারের (genuine) আবাসনের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক**, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে:

* হোটেলের নাম এবং পূর্ণ ঠিকানা
* অতিথির নাম
* থাকার সময়কাল (চেক-ইন ও চেক-আউট তারিখ)

এই বুকিংটি সংশ্লিষ্ট অনলাইন রিজার্ভেশন প্ল্যাটফর্ম অথবা সরাসরি হোটেলের মাধ্যমে যাচাইযোগ্য (verifiable) হতে হবে।

**আবাসনের জন্য অগ্রিম অর্থপ্রদানের প্রমাণ (confirmed payment) আবশ্যিক নয়।**

তবে, **ভুয়া কাগজপত্র** — যেমন ভুয়া হোটেল বুকিং, ভুয়া টিকিট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং ভুয়া পেমেন্ট রসিদের ভিত্তিতে করা আবেদন **বাতিল (rejection) করার জন্য বিবেচিত হবে**।

আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা শুধুমাত্র **অফিসিয়াল উৎস ** থেকে সঠিক ও হালনাগাদ ভিসা তথ্য গ্রহণ করুন:

👉 www.thaievisa.go.th
👉 https://dhaka.thaiembassy.org

Malaysia Immigration & Arrival Card. এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যে...
28/06/2025

Malaysia Immigration & Arrival Card. এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -
🇸🇬 সিংগাপুর
🇲🇾 মালয়েশিয়া
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন
🇲🇻 মালদ্বীপ

গল্পটা আপনার ভ্রমণের একটা অংশ হতে পারে। ধরুন, আপনি পাসপোর্ট, ভিসা, টিকিট, হোটেল বুকিং নিয়ে ইমিগ্রেশন এর জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আপনার সামনে ৩০ জনযাত্রী আছে এবং আপনার পরে ২০ জনযাত্রী আছে। ৩০ জনযাত্রী ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনি ইমিগ্রেশন অফিসার পর্যন্ত গেলেন। পাসপোর্ট, ভিসাসহ আপনার ডকুমেন্ট দিলেন। ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করল Digital Arrival Card দেখান। আপনি হঠাৎ আকাশ থেকে পড়লেন কারন আপনি এটি ফিলাপ করেন নাই।Digital Arrival Card ফিল আপ করার জন্য আপনাকে ডিজিটাল বোর্ড অথবা ফেস্টুন স্টেন দেখিয়ে দিবে। তারপর আপনাকে নিজে নিজে অথবা কারো সহযোগিতায় এটি ফিল আপ করতে হবে। ডিজিটাল এরাইভাল কার্ড ফিলাপ করতে আপনাকে অনেক গুলো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাআছে। তার মধ্যে প্রথমটি হল ইন্টারনেট কানেকশন। আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন সমস্যা হতে পারে যদি সিম রোমিং করা না থাকে অথবা ওয়াইফাই কাজ না করে। তারপর যেটি হয় আপনার মোবাইলে চার্জ নাই। সব যদি ঠিকঠাক থাকে তাহলেও Digital Arrival Card নিজে নিজে অথবা কারো সাহায্য নিয়ে ফিলাপ করতে অনেকটা সময় চলে যায়।
যাহোক, এখন সবকিছু ঠিকঠাক ডিজিটাল এরাইভাল কার্ড নিয়ে আবারও আপনাকে ২০ জনের পেছনে লাইনে দাঁড়াতে হবে। এই বিরম্বনা এড়াতে আগে থেকেই ব্যাবস্থা নিয়ে রাখুন। ভ্রমণ শুরুর ৭২ ঘন্টার মধ্যে আপনার ডিজিটাল এরাইভ্যাল কার্ড ফিলাপ করুন।

নিচের লিঙ্ক গুলো অথেন্টিক Digital Arrival Card & Custom Declaration ফর্ম ফিলাপ করার জন্য আপনার সহায়ক হবে। দেশের নাম সহ Digital Arrival Card & Custom Declaration Link গুলো আপনার সংগ্রহে রাখুন।
প্রয়োজনের সময় কাজে লাগবে ইনশাআল্লাহ।

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller

Think before  locking your profile 🤣
28/06/2025

Think before locking your profile 🤣

৫৫,১২২ টাকা টাকা দিয়ে যদি ৫ টি দেশে যাওয়ার এয়ার টিকেট ম্যানেজ হয়ে যায় তাহলে কেমন হয়! একটু পরিকল্পিত উপায়ে ভ্রমণ প্ল্যান ...
26/06/2025

৫৫,১২২ টাকা টাকা দিয়ে যদি ৫ টি দেশে যাওয়ার এয়ার টিকেট ম্যানেজ হয়ে যায় তাহলে কেমন হয়! একটু পরিকল্পিত উপায়ে ভ্রমণ প্ল্যান সাজালে এই অল্প টাকা দিয়ে ৫ দেশে যাওয়া এবং দেশে ফেরত আসার এয়ার টিকেট পাওয়া সম্ভব। এজন্য শুরুতে আপনাকে যেতে হবে ঢাকা থেকে কলকাতায়। কয়েকদিন সেখানে ঘুরে কলকাতা থেকে যেতে হবে কুয়ালালামপুর (মালয়েশিয়া)। মালয়েশিয়া ২-৩ দিন ভ্রমণ শেষে যেতে হবে সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে চলে যেতে পারেন ভিয়েতনাম। ভিয়েতনাম ঘুরা শেষে চলে যাবেন ভিয়েতনাম থেকে ব্যাংকক। ব্যাংকক থেকে নিজ দেশ ঢাকায়। এভাবে আপনি অল্প টাকায় ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড এই ৫ টি দেশ ঘুরতে পারেন। সবগুলোই ডিরেক্ট ফ্লাইট। প্রত্যেকটা ফ্লাইটের টিকেট খরচ এখানে আছে দেখে নিতে পারেন।

শ্রীলঙ্কা একটি দ্বীপদেশ, যা প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত ও প্রাচীন বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত। এটি ভ্রমণপ্রেমীদের জন...
25/06/2025

শ্রীলঙ্কা একটি দ্বীপদেশ, যা প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত ও প্রাচীন বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত। এটি ভ্রমণপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্য।

মাত্র ৫-১০ মিনিটেই শ্রীলঙ্কার অনলাইন E-Visa or ETA পাওয়া যায় ভ্রমনের জন্য৷ আপনার যদি ফ্রেস পাসপোর্ট থাকে আর কোথাও ভ্রমনের চিন্তা করছেন তাহলে শ্রীলঙ্কা হতে পারে বেস্ট আপশন।

🌏 আলহামদুলিল্লাহ! মাত্র ৪ দিনে থাইল্যান্ড ভিসা এপ্রোভড ✅📍 লোকেশন: মালয়েশিয়া থেকে🕒 সময়: মাত্র ৪ কর্মদিবসে!বর্তমানে মালয়েশ...
16/06/2025

🌏 আলহামদুলিল্লাহ! মাত্র ৪ দিনে থাইল্যান্ড ভিসা এপ্রোভড ✅
📍 লোকেশন: মালয়েশিয়া থেকে
🕒 সময়: মাত্র ৪ কর্মদিবসে!

বর্তমানে মালয়েশিয়া থেকে সহজেই থাইল্যান্ড ভিসা করা যাচ্ছে ।
✅আমার ক্লায়েন্টের থাইল্যান্ড ভিসা সফলভাবে এপ্রুভ হয়েছে মাত্র ৪ দিনেই।

🔒 পুরো প্রসেস 100% ট্রাস্টেড ও প্রফেশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে সম্পন্ন করেছি।
📂 প্রয়োজনীয় ডকুমেন্ট সবকিছু নিখুঁতভাবে সাবমিট করে নিশ্চিত করেছি সফলতা।

🎯 আপনি যদি এখন মালয়েশিয়াতে অবস্থান করেন অথবা মালয়েশিয়া ঘুরতে যাবেন প্লান থাকে এবং থাইল্যান্ড ভিসা করতে চান — তাহলে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন ।
Whatsapp: +8801308-231549

ব্যাংকক শপিং গাইড | সস্তা টু লাক্সারি 🌆ব্যাংককে শপিং কোথা করবেন আজকে আমি তা না নিয়ে বিস্তারিত লিখব। আমরা অনেকেই থাইল্যান...
13/06/2025

ব্যাংকক শপিং গাইড | সস্তা টু লাক্সারি 🌆
ব্যাংককে শপিং কোথা করবেন আজকে আমি তা না নিয়ে বিস্তারিত লিখব। আমরা অনেকেই থাইল্যান্ড ঘুড়তে এসে শপিং করতে চাই। কিন্তু কোথায় কিভাবে করব তা আমার অভিজ্ঞতার আলোকে লিখছি।

🛍️ লাক্সারি শপিং: ব্যাংককে বেশ কিছু লাক্সারি শপিং মল আছে, এগুলাতে শপিং অনেক এক্সপেনসিভ। নামি দামি সব ব্রান্ড গুলার শোরুম এখানে রয়েছে।
১. Siam Discovery, Siam Center, Siam Paragon, Siam Square, centralwOrld এগুলো সব BTS Siam এর কাছে। আপনার হোটেলের কাছে যদি বিটিএস মেট্রো থাকে তাহলে এই শপিং মলা গুলাতে যেতে বিটিএস সিয়াম নামতে হবে।
২. EmQuartier, Emporium এই দুইটি শপিং মলে যেতে হলে আপনাকে নামতে হবে বিটিএস Phrom Phong
৩. Terminal 21 Asok এটি বিটিএস Asok এর কাছে।
৪. ICONSIAM এটি সিটি সেন্টার থেকে একটু দূরে। আপনার হোটেল যদি সুকুম্ভিত এরিয়াতে হয় তাহলে BTS Krung Thonburi এসে ট্রেন চেন্জ করে Krung Thonburi (Golden Line) থেকে ট্রেন চেন্জ করে Charoen Nakhon স্টেশনে নামতে হবে। মাঝখানে সুকুম্ভিত থেকে আসার সময় আবার BTS Siam এ চেন্জ করতে হবে তবে আলাদা করে টিকেট কাটতে হবেনা কারন সেই কোম্পানির মেট্রো।
আইকন সিয়ামে আবার অনেকেই রিভার ভিউ দেখার জন্য BTS Saphan Taksin নেমে বোটে করে আইকন সিয়াম চলে আসে। বেস্ট রিভার ভিউ এর জন্য সন্ধ্যায় আসাটা ভাল হবে।
🛍️ মিড লাক্সারি বাজেট শপিং:
৫. MBK Center এটি BTS Siam/National Stadium এর কাছে।
৬. The Platinum Fashion Mall, The Palladium World Shopping.
৭. Central Rama 9 (MRT Phra Ram 9) এগুলা দেখতে পারেন।
🛍️ মিড - লো বাজেট:
৮. Indra Square, Big C Supercenter Ratchadamri এটি সেন্ট্রাল ওয়ার্লড এর অপজিটে, এইগুলা দেখতে পারেন।
৯. Chatuchak Weekend Market এটি আমাদের দেশের নিউমার্কেটের মত। শুধু মাত্র Friday, Saturday and Sunday তে সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকে। যাওয়ার জন্য BTS Mo Chit এ নামতে হবে।
🛍️ নাইট মার্কেট:
১০. Pratunam Night Market এটি Indra Square এর পাশেই। একসাথে ঘুড়ে আসতে পারবেন।
১১. Palladium Night Market এটিও কাছাকাছি ৭/১০ মিনিট হাটার দূরত্ব।
১২. Indy Night Market এটি The Platinum Fashion Mall এর পাশেই
নাইট মার্কেট গুলো সাধারনত সন্ধা থেকে রাত ১১/১২ টা পর্যন্ত খোলা থাকে।
🛍️ হোলসেল মার্কেট:
১৩. Sampheng Market এটি খোলা রাত ১১ টা থেকে ভোররাত পর্যন্ত। এখানে মেয়েদের আইটেম এবং বাচ্চাদের খেলনা আইটেম বেশী। রবি বার বন্ধ।
১৪. Bo Be Market এটি খোলা রাত ১১ টা থেকে ভোররাত পর্যন্ত, এখানে বাচ্চাদের এবং মেয়েদের কাপড়চোপড় বেশী। রবি বার বন্ধ।
ফলের মার্কেট: অনেককেই দেখি থাইল্যান্ড থেকে ফল কিনে নিয়ে যায়। এর অবশ্য কারন আছে। থাইল্যান্ডের ফলের টেস্ট আমাদের দেশের মত না। অর্থাত ভেজাল ফল নাই আর কি। কম দামে বেশী করে ফল আপনি Bo Be Market এই কিনতে পারবেন।
পয়েন্ট ১, ৫, ৬, ৮, ১০, ১১, ১২ এগুলো একই এলাকায় ২-৩ কিলোমিটারের মধ্যে। গুগল ম্যাপে সার্চ করলে আইডিয়া পেয়ে যাবেন। সবগুলোতে মেট্রো লাইন নেই, সেক্ষত্রে ট্যাক্সি, টুকটুক, গ্রাব, বোল্ট ব্যাবহার করতে পারেন।
অতি জরুরী, ইউনিক কিছু (হাতের তৈরী) ব্রান্ডের জিনিস ছাড়া অন্য কিছু ব্যাংকক ছাড়া কিনবেনন। ধরা খাবেন, আমার কথা বিশ্বাস না করলে ব্যাংকক এসে যাচাই করতে পারেন।
ভ্রমনে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। মার্কেট গুলোতে ৯০ ভাগ মেয়ে বিক্রেতা। থাই-রা সাধারনত নম্র ভদ্র হয়। দয়া করে তাদের এই ভদ্রতার সুযোগ কাজে লাগিয়ে এমন কিছু করবেননা যাতে আপনার দেশের অন্য মানুষদের বিড়ম্বনায় পড়তে হয়। যেই জিনিসগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো কেনার দরকার নেই। এক আপুকে আমি দেখেছি উনি সাধারন হাড়ি-পাতিল, চামচ,বাটি কিনে নিয়ে গেছেন 🤣
কোন ভুল থাকলে মন্তব্য করবেন, লেখাতে এডজাস্ট করে দিব।

12/06/2025

২৪২ জন যাত্রী সহ এয়ার ইন্ডিয়া বিমান মর্মান্তিক ভাবে দুর্ঘটনা ঘটে। আল্লাহ তুমি রহমত করো৷ 🥲

সম্পুর্ন কাস্টমাইজড ট্যুর প্যাকেজে  Mongil Molla স্যার যাচ্ছেন মালয়েশিয়া তে।  রাত ১০:৪০ এ ফ্লাইট ছিলো স্যার এর।  আপনার য...
11/06/2025

সম্পুর্ন কাস্টমাইজড ট্যুর প্যাকেজে Mongil Molla স্যার যাচ্ছেন মালয়েশিয়া তে। রাত ১০:৪০ এ ফ্লাইট ছিলো স্যার এর। আপনার যাত্রা শুভ হক।
স্যারের গন্তব্যঃ ৩ রাত মালয়েশিয়া(🇲🇾) এবং ৩ রাত নেপাল (🇳🇵)।

সকল ভ্রমন প্রেমিদের জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা।  ঈদ মোবারক ❤️
06/06/2025

সকল ভ্রমন প্রেমিদের জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক ❤️

নটরডেম কলেজের শিক্ষা সফর লোকেশন: আমেরিকা 🙂 কলেজে আবার ভর্তি হবার কি কোনো সুযোগ আছে 🥱
03/06/2025

নটরডেম কলেজের শিক্ষা সফর
লোকেশন: আমেরিকা 🙂

কলেজে আবার ভর্তি হবার কি কোনো সুযোগ আছে 🥱

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when TravelsDocu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share