Asmanḯ

Asmanḯ Video creator

21/07/2025

দিয়াবাড়ি মাইলস্টোন এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা!!

😭😭😭😭

মায়ের মত আপন কেহ নাই 😓একই দিনে তিনজন মায়ের গল্প;একজন মা  —  নিজের দুই সন্তানের গলা কেটে ফেলে, তারপর শোকের অভিনয় করেন, ভা...
19/04/2025

মায়ের মত আপন কেহ নাই 😓

একই দিনে তিনজন মায়ের গল্প;
একজন মা — নিজের দুই সন্তানের গলা কেটে ফেলে, তারপর শোকের অভিনয় করেন, ভাসেন কান্নায়।

আরেকজন — ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন নিজ সন্তানকে, আর সেই অর্থে কেনেন ফোন, নুপুর, নাকফুল… ধরা খেয়ে করেন কান্না।

অন্যদিকে চট্টগ্রামের এক মা — ড্রেনে হারিয়ে ফেলেন নিজের ৬ মাসের শিশু সন্তানকে। পাগলের মতো খুঁজে বেড়ান সন্তানকে। ১৪ ঘন্টা পর উদ্ধার নিথর দেহ। সেই কান্নায় কোনো অভিনয় নেই, শুধু বুকফাটা আর্তনাদ।

একদিনে তিনটা কান্না।
তিনটা গল্প।

এই পৃথিবীতে ‘মা’ শব্দটা আজও পবিত্র।
তবু কখনো কখনো কিছু ঘটনা সেই পবিত্রতাকে রক্তে, লোভে, আর নৃশংসতায় কালিমা লেপে দেয়।

কখনো মা আঁচলে ঢেকে বাঁচান সন্তানকে,
আবার কখনো সেই আঁচলেই হয় মৃত্যুর ফাঁস।
😭🙃

😒
06/03/2025

😒

এতো দেরিতে করলে তো পাপ হয়ে যাবে। আরো আগে করতে হবে,না হয় কার কোলে মাথা রেখে শোক পালন করবেন?🙄
01/02/2025

এতো দেরিতে করলে তো পাপ হয়ে যাবে। আরো আগে করতে হবে,না হয় কার কোলে মাথা রেখে শোক পালন করবেন?🙄

এই পৃথিবীতে যত সুন্দর কাজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছে।...
20/12/2024

এই পৃথিবীতে যত সুন্দর কাজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছে। আর তার স্ত্রী মুগ্ধ চোখে তাকাচ্ছে।

আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে দামী জিনিস কি? নারীর চোখে মুগ্ধতা।
পুরুষরা সহজে মুগ্ধ হয়। তার নারীকে শাড়িতে দেখলে মুগ্ধ হয়, টিপ পরা দেখলে মুগ্ধ হয়, খোপার ফুলে মুগ্ধ হয়, হাতের চুরি কিংবা নূপুরের শব্দে মুগ্ধ হয়। হাসিতে মুগ্ধ হয়, রূপে মুগ্ধ হয়। গুনে মুগ্ধ হয়। হয়ত নারীকে পাঠানোই হয় এইভাবে যাতে তারা অন্যকে মুগ্ধ করতে পারে।

কিন্তু নারী মুগ্ধ হয় ব্যবহারে। সুন্দর ব্যবহারে৷ আমাদের দেশে এখনো ভালোবাসা আর ভালো ব্যবহার এর পার্থক্য জানে না অনেক পুরুষ। ভালোবাসা আর সম্মানের পার্থক্য জানে না অনেকেই।

আমি অনেকেই দেখেছি তারা তাদের স্ত্রীকে অনেক ভালোবাসে। তাদের জন্য লক্ষ টাকা জমা রেখেছে চাইলেই সব এনে দিচ্ছে। কিন্তু তারা সবার সামনে সুন্দর ব্যবহার দিতে জানে না। এই জিনিস টা আমার ভীষণ কষ্ট লাগে।

অফিসে নানা ধরনের মানুষ দেখি। সেদিন মাথা নিচু করে কাজ করছিলাম। একটা লোক কথা বলল তার স্ত্রীর সাথে, সে যে টোনে তার স্ত্রীর সাথে কথা বলল, আমি মাথা তুলে তাকাতে বাধ্য হলাম।
মনে হল সে কোন সম্মানী ব্যক্তির সাথে কথা বলছে।
এমন না যে তাদের নতুন বিয়ে। তাদের দুই সন্তান বসে ছিল। একজনে চৌদ্দ বছর অন্য টা আট বছর।
আমি লোক টা কে, কেমন সেটা জানার আগেই প্রথম ধারণা হলো, লোক টা শিক্ষিত, ভীষণ শিক্ষিত একটা মানুষ। শুধু শিক্ষিত না স্বশিক্ষিত।

তার স্ত্রীর চোখে আমি যে মুগ্ধতা আমি দেখেছি আমার মনে হলো যেন সদ্য প্রেমে পরা কোন কিশোরী সে, দুজন চল্লিশ ছুই ছুই মানুষ তাদের নিত্য কথা বলছে। একে অপরকে সম্মান দিয়ে।
আর আমার মনে হচ্ছে পৃথিবীতে এমন সুন্দর দৃশ্য খুব কমেই ঘটে।
তাই বলি নারীর মুগ্ধতা পুরুষের ব্যবহারে।

জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয় ❤️🥀

12/11/2024

মাবুদ দেইখো কাউরে বিশ্বাস করার পরিণতি মৃ*ত্যু যেনো না হয়।

I have reached 4.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
20/10/2024

I have reached 4.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

16/08/2024

ওরা বলেছিল, "বাংলাদেশ নাকি পাকিস্তান হয়ে যাচ্ছে!"
চেয়ে দেখো, "আজ পাকিস্তান নিজেই বাংলাদেশ হতে চাচ্ছে!"

অমানুষ 🥹
02/08/2024

অমানুষ 🥹

30/07/2024

"আমারে যাইতে দেন না, আমার একটা ছোট বোন আছে!' বলা গোলাম সারোয়ার সাদ নামের ছেলেটা অবশেষে মুক্ত। তার বাবা ডিবি অফিস থেকে তাকে মুক্ত করেছে। আলহামদুলিল্লাহ ❤️
ছেলেটার জন্য যারা পোস্ট দিয়েছেন, যারা দোয়া করেছেন, এই 'খুশি' আপনাদের ও ❤️
সবাই একসাথে থাকলে সব সম্ভব ❤️

29/07/2024

""আমারে যাইতে দেন না, আমার একটা ছোট বোন আছে '''

~২৯ই জুলাই~

18/07/2024

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Asmanḯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asmanḯ:

Share

Category