28/10/2025
মা তার নিজের এমন ফুটফুটে শিশু সন্তানকে পথের কাটা মনে করে হোমনা থেকে কুমিল্লায় নিয়ে ফেলে এসেছে এটা কতটা সঠিক বলে মনে হয়।
স্বামীর পরকীয়ার কারণেই হোক বা মা তার নিজের পরকীয়ার কারণেই কি কোনো সুস্থ মা এমন অমানবিক ঘটনা ঘটাতে পারে?
এমনও তো হতে পারে বাচ্চাকে নিয়ে মা কুমিল্লা শহরে গেছে কোনো কাজে, এসময় মায়ের কাছ থেকে বাচ্চাটি হারিয়ে যায়। এখন মাকে সমাজের চোখে খারাপ বানানোর জন্য একটা পক্ষ নানান কথা ছড়াচ্ছে।
হোমনার সন্তান শিশু নিহাকে কুমিল্লায় পাওয়া গেছে তার ছবি ভিডিও ফেসবুকে প্রচারের পর দেখা গেছে যাদের কাছেই এই ভিডিও, ছবি বা নিউজটি গেছে তারা সকলেই এই বাচ্চা মেয়েটির জন্য আপসোস করেছেন, যত দ্রুত সম্ভব বাচ্চাটা যেন তার স্বজনদের কাছে ফিরতে পারে।
অনেকের চোখ থেকে বাচ্চাটির জন্য পানিও ঝরেছে। আর সেখানে নিজের মা তার সন্তানকে সৎ মার কাছে দিবে না বলে বা নিজের পথের কাটা সরাতে বাচ্চাটাকে নিয়ে কুমিল্লায় ফেলে এসেছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আর যদি নিজের মা সত্যিই তাকে পথের কাঁটা ভেবে কুমিল্লায় নিয়ে ফেলে আসে, তাহলে সে কোনভাবেই সুস্থ না, সে একজন অসুস্থ, অসুস্থ।
যাই হউক আলহামদুলিল্লাহ এই ফুটফুটে বাচ্চাটি তার স্বজনদের কাছে ফিরতে পেরেছে। মহান আল্লাহ তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন আল্লাহর কাছে কুটি কুটি শুকরিয়া। আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখেন আমিন।
নিহা হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর দড়িকান্দি গ্রামের মোবারক হোসেনের নাতনী ও প্রবাসী নাজমুল হোসেনের মেয়ে নারগিস সুলতানা নিহা। মঙ্গলাবার কুমিল্লা শহরের মিশন হাসপাতাল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে।