MD Jahir Voys

MD Jahir Voys শিক্ষা, বিনোদন, Daily Lifestyle & Blog
Video Creator.
(2)

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,আমি থাকি মহাসুখে অট্টালিকা পরেতুমি কত কষ্ট পাও রোধ, বৃষ্টি...
26/08/2025

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোধ, বৃষ্টির, ঝড়ে।”

বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

"স্বাধীনতার সুখ" বাংলা এই কবিতা টি রজনীকান্ত সেনের লেখা কালজয়ী একটি কবিতা। যা আজও
বাংলা পাঠ্য বইয়ে জায়গা করে আছে।

#বাংলাকবিতা #বাংলাপাঠ্যবই #ছড়া #শিক্ষা
#শুভসকাল ゚

বাসার কাছে মেলা বসেছে, বিকেল বেলা একটু ঘুরতে এসেছি।  #আনন্দমেলা  #মেলা  #শুভসন্ধা   ゚
25/08/2025

বাসার কাছে মেলা বসেছে, বিকেল বেলা একটু
ঘুরতে এসেছি। #আনন্দমেলা #মেলা #শুভসন্ধা

আমাদের গ্রাম - বন্দে আলী মিয়াআমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,এক স...
25/08/2025

আমাদের গ্রাম - বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পুব দিকে উঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে।

৪র্থ শ্রেণির বাংলা এই কবিতা টি আজও আমাদের
হৃদয়ে গেঁথে আছে।

#বাংলাকবিতা #বাংলাপাঠ্যবই #শিক্ষা #গ্রামবাংলা #শৈশব #শুভসকাল

ফজরের নামাজ পড়ার জন্য গ্রামের মানুষ গুলোভোররাতে, এভাবেই ছুটে যায় পাড়ার ছোট্ট মসজিদে। #গ্রামবাংলা  #ফজর  #নামাজ  #শুভসকাল...
23/08/2025

ফজরের নামাজ পড়ার জন্য গ্রামের মানুষ গুলো
ভোররাতে, এভাবেই ছুটে যায় পাড়ার ছোট্ট মসজিদে।

#গ্রামবাংলা #ফজর #নামাজ #শুভসকাল

আমাদের নব্বই দশকের দিনগুলো এমনই ছিলো।সন্ধ্যা হওয়ার সাথে সাথে হাত মুখ ধূয়ে, উঠোনে পাটিবিছিয়ে হারিকেনের টিম টিম আলো জেলে, ...
23/08/2025

আমাদের নব্বই দশকের দিনগুলো এমনই ছিলো।
সন্ধ্যা হওয়ার সাথে সাথে হাত মুখ ধূয়ে, উঠোনে পাটি
বিছিয়ে হারিকেনের টিম টিম আলো জেলে, পড়তে
বসতাম। আমরা ভাই বোন মিলে একসাথে উচ্চ স্বরে
পড়তে থাকতাম। অপরদিকে উঠোনের এক পাশে মা
রাতের রান্না বান্নার কাজ করতেন। বাবা বাহির থেকে
বাড়ি ফিরে এলে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া
করে ঘুমিয়ে পড়তাম। এটাই ছিলো নিত্য দিনের রুটিন।

বর্তমানে এমন চিত্র আর দেখা যায় না। এখন সন্ধ্যা হলে ছেলে মেয়েরা পড়তে বসার বদলে, হাতে হাতে মোবাইল নিয়ে টিকটক আর ফ্রি ফায়ারে মজে থাকে।

#গ্রামবাংলা #পুরোনোদিনেরকথা #লেখাপড়া

জীবনে বেঁচে থাকার জন্য হ্যাপিনেস টা খুবইগুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সময়ে মানুষের মধ্যে এইহ্যাপিনেসের বড়ো অভাব। সব পেয়েও...
23/08/2025

জীবনে বেঁচে থাকার জন্য হ্যাপিনেস টা খুবই
গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সময়ে মানুষের মধ্যে এই
হ্যাপিনেসের বড়ো অভাব। সব পেয়েও যেনো মনে
হয় কিছুই পাইনি।
#শুভদুপুর

সবজি বাগান করার জন্য, সকাল বেলা গরু দিয়েহালচাষ করা হচ্ছে। যা আজকাল খুব একটা দেখা যায় না।  #শুভসকাল    #গ্রামবাংলা #গ্রাম...
23/08/2025

সবজি বাগান করার জন্য, সকাল বেলা গরু দিয়ে
হালচাষ করা হচ্ছে। যা আজকাল খুব একটা দেখা
যায় না। #শুভসকাল #গ্রামবাংলা
#গ্রামেরপ্রকৃতি #কৃষি

Image by Md. Mehedi Hasan from Pixabay

তালের রসের হালুয়া আর তালের পিঠা দিয়েসকালের নাস্তা করে ফেললাম।😃  #শুভসকাল      #তালেরপিঠা
22/08/2025

তালের রসের হালুয়া আর তালের পিঠা দিয়ে
সকালের নাস্তা করে ফেললাম।😃 #শুভসকাল
#তালেরপিঠা

ভাদ্র মাস এলেই গ্রাম গঞ্জে পাকা তালের রস দিয়েনানান রকম পিঠা তৈরি করা হয়। ছোট্ট বেলার কথা এখনো মনে আছে। বাড়িতে যেদিন পিঠা...
21/08/2025

ভাদ্র মাস এলেই গ্রাম গঞ্জে পাকা তালের রস দিয়ে
নানান রকম পিঠা তৈরি করা হয়। ছোট্ট বেলার কথা এখনো মনে আছে। বাড়িতে যেদিন পিঠা বানানোর তোড়জোড় চলতো, সেদিন যেনো একটা উৎসবের
ভাব চলে আসতো পুরো বাড়িতে। নানি, খালা,মামিরা চলে আসতো বেড়াতে। অনেক সময় আমরাও চলে যেতাম নানিদের বাড়িতে বেড়াতে। কিযে আনন্দ হতো সেই সময়টাতে।

মা পাকা তাল থেকে রস বের করার কাজ করতেন।
সাথে হয়তো কেউ সাহায্য করতো। অপরদিকে খালা
নানিরা মিলে ঢেঁকিতে চাউল গুড়ো করে নিতেন।
সারাদিন ধরে প্রস্তুতি শেষ করে সন্ধ্যা থেকে শুরু
হয়ে যেতো পিঠা তৈরির কাজ।

গরম তেলের কড়াইয়ে নানা বাহারি পিঠা ভাজা হতো। গরম পিঠার গন্ধে সারা বাড়ি মৌ মৌ করতো। আমরা ভাই বোন রা গরম পিঠা হাতে নিয়ে সারা বাড়ি ঘুরে
ঘুরে খেতাম। মা, নানিরা বলতেন ওভাবে ঘুরে ঘুরে খাসনে, বাতাস লেগে যাবে! অসুখ করবে! কিন্তু কে শুনে কার কথা।

আজ আর সেই দিন নাই, এখনো প্রতি বছর পিঠা
তৈরি হয়। কিন্তু সেই সময়ের আনন্দ টা আর হয় না।
এখন আমরাও বড়ো হয়ে গেছি, নানা, নানিও বেঁচে
নেই। তাই সেই আনন্দ গুলোও আর নেই।

#পুরনোদিনেরকথা #পুরনোগল্প #পিঠা
#নবান্ন #শুভদুপুর

শুভ সকাল বন্ধু রা🌿 এ-ই ফুল গুলোর নাম কিবলতে পারেন?  #শুভসকাল
21/08/2025

শুভ সকাল বন্ধু রা🌿 এ-ই ফুল গুলোর নাম কি
বলতে পারেন? #শুভসকাল

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Jahir Voys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category