08/03/2024
আগামীকাল সারাদিন ভোট প্রদানের সময় কেন ইকরামুল হক টিটুকে আপনার পছন্দের তালিকায় শীর্ষে রাখবেন....
১. নির্দ্বিধায় অফিসে এসে ইকরামুল হক টিটুর সঙ্গে আপনি আপনার বিভিন্ন বিষয় শেয়ার করতে পারবেন৷ অফিসে ঢুকতে কোনোপ্রকার অ্যাপয়েন্টমেন্ট পূর্বেও লাগেনি, ভবিষ্যতেও লাগবে না। যেকোনো প্রয়োজনে আপনি তাকে মোবাইলফোনে কল করতে পারবেন। জনগণের প্রতিনিধি হিসেবে এমনভাবে সাড়া দেয়ার বিষয়টি বর্তমানে বিরল বললেই চলে। দেখা যায় সারাদিন দাঁড়িয়ে থেকেও সাক্ষাৎ পাওয়া যায়না। কল দিয়েও পাওয়া যায়না। সেখানে ইকরামুল হক টিটু পুরোই ব্যতিক্রম।
২. ইকরামুল হক টিটু কোনোপ্রকার মাদক গ্রহণ করেননা। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করেন।ফলে সার্বক্ষণিক আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। আপনারা সকল পরিস্থিতিতে তাকে পাশে পান। আপনাদের সঙ্গে বিনয়ী হয়ে কথা বলেন। মাদকমুক্ত ময়মনসিংহ গড়া তার পক্ষেই সম্ভব।
৩. হিন্দু-মুসলিম, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সব মানুষকে তিনি আগলে রাখেন পরম মমতা দিয়ে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সদা সোচ্চার তিনি।
৪. গরীব-দুঃখী মানুষের কল্যাণে সর্বদাই ছায়া হয়ে পাশে ছিলেন ইকরামুল হক টিটু। তাঁদের যেকোনো প্রয়োজনে তিনি পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক, দিনমজুর সকল পর্যায়ের মানুষের সঙ্গে তিনি হাসিমুখে কথা বলে আন্তরিকতার পরিচয় দেন।
৫. আলেম সমাজকে সবসময় তিনি সম্মান করেছেন। সিটির বিভিন্ন ধর্মীয় সভা, মসজিদ, মাদরাসার উন্নয়নমূলক কাজে ব্যক্তিগতভাবে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
৬. হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন উৎসবে ছুটে গিয়েছেন। সুখে-দুঃখে তাঁদের পাশে থেকেছেন।
৭. শত ব্যস্ততা, শত ক্লান্তি নিয়েও নগরীর বিভিন্ন বিয়ে, সামাজিক, পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো অনুষ্ঠানে ইকরামুল হক টিটু ছুটে যান সব দূরে ঠেলে। এমন করে শুধু ময়মনসিংহ নয় সারাদেশে ক'জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন? শুধু কি ময়মনসিংহ সিটি? ময়মনসিংহের টানে এই টিটু ছুটে যান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের ছাত্রদের ডাকে৷
৮. শিশুদের নিয়ে সবসময় ভেবেছেন ইকরামুল হক টিটু। যেখানেই গিয়েছেন পরম মমতায় শিশুদের স্নেহ-ভালোবাসা দিয়েছেন, কোলে নিয়েছেন। আপনার শিশুর নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে নগরে টিটুই হোক আপনাদের যোগ্য জনপ্রতিনিধি।
৯. উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দিয়েছেন টিটু। নারী উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন তিনি। বেকারত্ব নিরসনে উদ্যমী মানুষকে উদ্যোক্তা হতে সহযোগিতা করে উদ্যোক্তাদের মডেল হিসেবে বিবেচিত হয়েছেন তিনি।
১০. আপনার সন্তান যদি হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, তাহলে আপনি নিশ্চয়ই অবগত আছেন ইকরামুল হক টিটু শুধু ময়মনসিংহ সিটি নয়, এই শহরের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আর তাদের জন্য তিনিই নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতিগুলোতে তিনি সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকেন৷ বিশ্ববিদ্যালয় পড়ুয়া দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের দিয়েছেন বৃত্তি। টাকার অভাবে ভর্তি হতে পারছেন না এমন অনেক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আজ এসব বিশ্ববিদ্যালয়ের অন্য জেলার শিক্ষার্থীরাও তার প্রশংসা করে থাকেন।
১১. ইকরামুল হক টিটু সবসময় প্রাণোচ্ছল থাকেন। আপনাদের সঙ্গে হাসিমুখে অন্তত দুটি কথা হলেও বলেন। নিজেকে সবসময় আপনাদের সেবক মনে করেন।
১২. এই নগরের প্রতিটি সড়কে নিজের পা রাখার চেষ্টা করেছেন টিটু। আপনাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন। অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। করোনা ভাইরাস আর বৈশ্বিক সঙ্কট না থাকলে আরো কয়েকগুণ উন্নয়ন আপনাদের উপহার দিতে পারতেন। দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক। আপনারা যদি নির্বাচিত করেন জয়ী হয়েই তিনি নব উদ্যমে সব উন্নয়নমূলক কাজগুলো শেষ করবেন এবং নতুন পরিকল্পনা হাতে নিবেন।
১৩. নগরীর শিক্ষার উন্নয়নে ইকরামুল হক টিটু নানাভাবে অবদান রেখেছে। সাহিত্য, সংস্কৃতির বিকাশে করেছেন বইমেলাসহ নানা আয়োজন। মেধাবী দিয়েছেন সংবর্ধনা। দরিদ্র শিক্ষার্থীদের দিয়েছে বিভিন্ন বৃত্তি।
১৪. করোনার মতো ভয়াল দুর্যোগে মৃত্যুভয় উপেক্ষা করে মেয়র টিটু আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন।
সঙ্কটময় ওই সময়ে আপনাদের কল্যাণে কাজ করেছেন।
১৫. ইকরামুল হক টিটুর পরিবার কঠোর পরিশ্রমকে পুঁজি করেই আর্থিক সমৃদ্ধি অর্জন করে। মাথার ঘাম পায়ে পেলে, নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই পরিবার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়েছেন। আজ তার সুফল পাচ্ছে ময়মনসিংহের সন্তানরাও। ময়মনসিংহের অনেকের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে এসব প্রতিষ্ঠানে। সমৃদ্ধশালী পরিবারের এই সন্তানের একটাই লক্ষ্য আপনাদের সেবা করে বাকি জীবন পার করা। আর কোনো চাওয়া নেই তার। সিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অর্থ অত্যন্ত সুষ্ঠুভাবে সবসময় বন্টন করার চেষ্টা করেছেন তিনি।
পরিশেষে বলতে হয়, এমন বিনয়ী ও পরিশ্রমী ব্যক্তিকে যদি মূল্যায়ন না করেন এই নগর কতটা এগুবে সে বিষয়টি আপনারই ভাবুন। যদি মনে করেন তার দ্বারা আপনাদের কল্যাণ হবে তাহলে তাকে ঘড়ি মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে সুযোগ দিবেন এই অনুরোধ থাকবে আপনাদের প্রতি। ইকরামুল হক টিটুর জন্য আপনাদের নিকট দোয়া কামনা করি। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।
প্রচারে: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ময়মনসিংহের শিক্ষার্থীবৃন্দ।।