Studio 4D

Studio 4D Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Studio 4D, Music production studio, 221,Baridhara, Dhaka.

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ইকরামুল হক টিটুর ঘড়ি প্রতীকের ঐতিহাসিক বিজয়কে, জনগণের বিজয় বলে আখ্যায়িত করেছেন নগরবাসী...
09/03/2024

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ইকরামুল হক টিটুর ঘড়ি প্রতীকের ঐতিহাসিক বিজয়কে, জনগণের বিজয় বলে আখ্যায়িত করেছেন নগরবাসী।
মহান প্রতিপালকের শুকরিয়া জানিয়ে,
ইকরামুল হক টিটু নগরবাসীর তার প্রতি অগাধ আস্থা ও পূর্ণ সমর্থনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
তিনি নগরবাসীর প্রত্যাশিত উন্নত ও সমৃদ্ধ নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নগরবাসীকে সাথে নিয়ে।

08/03/2024

টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিতে সম্মানিত নাগরিক বৃন্দের প্রতি ইকরামুল হক টিটুর আহ্বান.....

আগামীকাল সারাদিন ভোট প্রদানের সময় কেন ইকরামুল হক টিটুকে আপনার পছন্দের তালিকায় শীর্ষে রাখবেন....১. নির্দ্বিধায় অফিসে এসে ...
08/03/2024

আগামীকাল সারাদিন ভোট প্রদানের সময় কেন ইকরামুল হক টিটুকে আপনার পছন্দের তালিকায় শীর্ষে রাখবেন....

১. নির্দ্বিধায় অফিসে এসে ইকরামুল হক টিটুর সঙ্গে আপনি আপনার বিভিন্ন বিষয় শেয়ার করতে পারবেন৷ অফিসে ঢুকতে কোনোপ্রকার অ্যাপয়েন্টমেন্ট পূর্বেও লাগেনি, ভবিষ্যতেও লাগবে না। যেকোনো প্রয়োজনে আপনি তাকে মোবাইলফোনে কল করতে পারবেন। জনগণের প্রতিনিধি হিসেবে এমনভাবে সাড়া দেয়ার বিষয়টি বর্তমানে বিরল বললেই চলে। দেখা যায় সারাদিন দাঁড়িয়ে থেকেও সাক্ষাৎ পাওয়া যায়না। কল দিয়েও পাওয়া যায়না। সেখানে ইকরামুল হক টিটু পুরোই ব্যতিক্রম।

২. ইকরামুল হক টিটু কোনোপ্রকার মাদক গ্রহণ করেননা। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করেন।ফলে সার্বক্ষণিক আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। আপনারা সকল পরিস্থিতিতে তাকে পাশে পান। আপনাদের সঙ্গে বিনয়ী হয়ে কথা বলেন। মাদকমুক্ত ময়মনসিংহ গড়া তার পক্ষেই সম্ভব।

৩. হিন্দু-মুসলিম, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সব মানুষকে তিনি আগলে রাখেন পরম মমতা দিয়ে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সদা সোচ্চার তিনি।

৪. গরীব-দুঃখী মানুষের কল্যাণে সর্বদাই ছায়া হয়ে পাশে ছিলেন ইকরামুল হক টিটু। তাঁদের যেকোনো প্রয়োজনে তিনি পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক, দিনমজুর সকল পর্যায়ের মানুষের সঙ্গে তিনি হাসিমুখে কথা বলে আন্তরিকতার পরিচয় দেন।

৫. আলেম সমাজকে সবসময় তিনি সম্মান করেছেন। সিটির বিভিন্ন ধর্মীয় সভা, মসজিদ, মাদরাসার উন্নয়নমূলক কাজে ব্যক্তিগতভাবে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

৬. হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন উৎসবে ছুটে গিয়েছেন। সুখে-দুঃখে তাঁদের পাশে থেকেছেন।

৭. শত ব্যস্ততা, শত ক্লান্তি নিয়েও নগরীর বিভিন্ন বিয়ে, সামাজিক, পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো অনুষ্ঠানে ইকরামুল হক টিটু ছুটে যান সব দূরে ঠেলে। এমন করে শুধু ময়মনসিংহ নয় সারাদেশে ক'জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন? শুধু কি ময়মনসিংহ সিটি? ময়মনসিংহের টানে এই টিটু ছুটে যান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের ছাত্রদের ডাকে৷

৮. শিশুদের নিয়ে সবসময় ভেবেছেন ইকরামুল হক টিটু। যেখানেই গিয়েছেন পরম মমতায় শিশুদের স্নেহ-ভালোবাসা দিয়েছেন, কোলে নিয়েছেন। আপনার শিশুর নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে নগরে টিটুই হোক আপনাদের যোগ্য জনপ্রতিনিধি।

৯. উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দিয়েছেন টিটু। নারী উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন তিনি। বেকারত্ব নিরসনে উদ্যমী মানুষকে উদ্যোক্তা হতে সহযোগিতা করে উদ্যোক্তাদের মডেল হিসেবে বিবেচিত হয়েছেন তিনি।

১০. আপনার সন্তান যদি হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, তাহলে আপনি নিশ্চয়ই অবগত আছেন ইকরামুল হক টিটু শুধু ময়মনসিংহ সিটি নয়, এই শহরের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আর তাদের জন্য তিনিই নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতিগুলোতে তিনি সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকেন৷ বিশ্ববিদ্যালয় পড়ুয়া দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের দিয়েছেন বৃত্তি। টাকার অভাবে ভর্তি হতে পারছেন না এমন অনেক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আজ এসব বিশ্ববিদ্যালয়ের অন্য জেলার শিক্ষার্থীরাও তার প্রশংসা করে থাকেন।

১১. ইকরামুল হক টিটু সবসময় প্রাণোচ্ছল থাকেন। আপনাদের সঙ্গে হাসিমুখে অন্তত দুটি কথা হলেও বলেন। নিজেকে সবসময় আপনাদের সেবক মনে করেন।

১২. এই নগরের প্রতিটি সড়কে নিজের পা রাখার চেষ্টা করেছেন টিটু। আপনাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন। অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। করোনা ভাইরাস আর বৈশ্বিক সঙ্কট না থাকলে আরো কয়েকগুণ উন্নয়ন আপনাদের উপহার দিতে পারতেন। দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক। আপনারা যদি নির্বাচিত করেন জয়ী হয়েই তিনি নব উদ্যমে সব উন্নয়নমূলক কাজগুলো শেষ করবেন এবং নতুন পরিকল্পনা হাতে নিবেন।

১৩. নগরীর শিক্ষার উন্নয়নে ইকরামুল হক টিটু নানাভাবে অবদান রেখেছে। সাহিত্য, সংস্কৃতির বিকাশে করেছেন বইমেলাসহ নানা আয়োজন। মেধাবী দিয়েছেন সংবর্ধনা। দরিদ্র শিক্ষার্থীদের দিয়েছে বিভিন্ন বৃত্তি।

১৪. করোনার মতো ভয়াল দুর্যোগে মৃত্যুভয় উপেক্ষা করে মেয়র টিটু আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন।
সঙ্কটময় ওই সময়ে আপনাদের কল্যাণে কাজ করেছেন।

১৫. ইকরামুল হক টিটুর পরিবার কঠোর পরিশ্রমকে পুঁজি করেই আর্থিক সমৃদ্ধি অর্জন করে। মাথার ঘাম পায়ে পেলে, নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই পরিবার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়েছেন। আজ তার সুফল পাচ্ছে ময়মনসিংহের সন্তানরাও। ময়মনসিংহের অনেকের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে এসব প্রতিষ্ঠানে। সমৃদ্ধশালী পরিবারের এই সন্তানের একটাই লক্ষ্য আপনাদের সেবা করে বাকি জীবন পার করা। আর কোনো চাওয়া নেই তার। সিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অর্থ অত্যন্ত সুষ্ঠুভাবে সবসময় বন্টন করার চেষ্টা করেছেন তিনি।

পরিশেষে বলতে হয়, এমন বিনয়ী ও পরিশ্রমী ব্যক্তিকে যদি মূল্যায়ন না করেন এই নগর কতটা এগুবে সে বিষয়টি আপনারই ভাবুন। যদি মনে করেন তার দ্বারা আপনাদের কল্যাণ হবে তাহলে তাকে ঘড়ি মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে সুযোগ দিবেন এই অনুরোধ থাকবে আপনাদের প্রতি। ইকরামুল হক টিটুর জন্য আপনাদের নিকট দোয়া কামনা করি। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।

প্রচারে: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ময়মনসিংহের শিক্ষার্থীবৃন্দ।।

ময়মনসিংহ নগরীর তরুণ ও যুব সমাজ ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সচেতন।কোন অপচেষ্টা কিংবা অর্থ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ...
07/03/2024

ময়মনসিংহ নগরীর তরুণ ও যুব সমাজ ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সচেতন।
কোন অপচেষ্টা কিংবা অর্থ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হলে, ফেসবুক সহ সোস্যাল মিডিয়ায় লাইভে চেহারা উন্মোচন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তরের ঘোষণা তরুন প্রজন্মের।।

অন্যদিকে সাধারণ মানুষ, যে কোন অপচেষ্টা রুখে দেয়ার অঙ্গীকার করেছেন,
যাকে নগরবাসীর একটি আধুনিক ও উন্নত মহানগরী গড়ার অঙ্গীকার হিসেবেই দেখছেন নগর চিন্তাবিদ গণ।

সর্ব সাধারনের পূর্ণ সমর্থন পাওয়া "ঘড়ি" প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটুকে সমর্থন দিয়ে যুক্ত হচ্ছেন প্রাথমিকভাবে অন্য প্রার্থীদের সমর্থন করা সমর্থকরাও।

যুক্ত হোন আপনিও আপনার দূরদৃষ্টি ও বিবেচনা দিয়ে।

নগরের উন্নয়নে,নগরের মানুষের কল্যানে কোন আপোষ নয়,নগরের মানুষের মাঝে দ্বিধা বিভক্তি করার যে কোন অপপ্রয়াস কে নগরবাসী পূর্বেও যেভাবে প্রতিহত করেছেন,ভবিষ্যতেও কোনরূপ অসৎ উপায় নস্যাৎ করার অঙ্গীকার নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন নগরের মানুষ।

07/03/2024

ভোট প্রদানে ইভিএম ব্যবহার পদ্ধতি,
ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।

সময়ে সঠিক সিদ্ধান্ত নিন
০৯ তারিখ সারাদিন
নগরের উন্নয়নে,নগরের মানুষের কল্যানে
যোগ্য ও স্বচ্ছ প্রার্থী
ইকরামুল হক টিটুকে
"টেবিল ঘড়ি" প্রতীকে ভোট দিন।।

"ঘড়ি" প্রতীকের প্রার্থী,ইকরামুল হক টিটুর পক্ষে গণজোয়ার।ভোটের ইতিহাস গড়তে পারেন টিটু এমন জোড়ালো প্রত্যাশা নগরীর প্রতিটি প...
06/03/2024

"ঘড়ি" প্রতীকের প্রার্থী,ইকরামুল হক টিটুর পক্ষে গণজোয়ার।
ভোটের ইতিহাস গড়তে পারেন টিটু এমন জোড়ালো প্রত্যাশা নগরীর প্রতিটি পয়েন্টে।

ময়মনসিংহের প্রেক্ষাপটে জন সমর্থিত প্রার্থী হিসেবে নগরবাসীর সাথে তার সংযোগ পরিবারের মত।
ধনী গরীবের বিভাজন তিনি ভেঙ্গেছেন সুদূর প্রসারী কাজ ও আন্তরিক সৌহার্দ্য পূর্ণ আচরণে।

ইকরামুল হক টিটু নগরবাসীর এত আন্তরিকতা ও পূর্ণ সমর্থনে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নগরবাসীর প্রতি।
তিনি নগরবাসীর সেবা নিশ্চিত করতে নগরবাসীকে সাথে নিয়েই যানজট সহ সম সাময়িক চ্যালেঞ্জিং কাজ গিলোর বাস্তবায়নের অঙ্গীকার করেন।

পাশাপাশি তিনি নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান করেন,যেন সবাই ভোটকেন্দ্রে গিয়ে ০৯ ই মার্চ "ঘড়ি" প্রতীকে ভোট দেয়ার জন্য।।

"আপনিও যুক্ত হোন,নগরবাসীর কল্যানে,নগরের উন্নয়নের জন্য " ঘড়ি" প্রতীককে জয়যুক্ত করতে।।

06/03/2024

একজন প্রার্থীর জন্য রাজনৈতিক ও জনসাধারণের সরাসরি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ প্রার্থীর প্রতি তাদের আন্তরিকতার মাত্রা,তাদের সাথে টিটুর যোগাযোগ কতটা তা অনুমেয়।

"ঘড়ি" প্রতীকে মেয়র পদে প্রার্থী ইকরামুল হক টিটু ময়মনসিংহে উদাহরণ তৈরী করেছেন,নির্বাচনে এত মানুষের হৃদ্যতা সম্ভবত ময়মনসিংহে কেও পায় নি।

রাজনৈতিক নেতা,কর্মীরা যেভাবে তার জন্য কাজ করছেন তা রাজনৈতিক সুন্দর অবস্থান ও ঐক্যবদ্ধতার প্রতিচ্ছবি।

ইকরামুল হক টিটু মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক সফল মেয়র,যে তার আন্তরিকতা ও কাজ দিয়ে নগরবাসীর হৃদয়ে ঠাঁই পেয়েছেন,রাজনৈতিক অঙ্গনে তার সুসংগঠিত নেতৃত্ব অস্বীকার করার সুযোগ নেই।

ইকরামুল হক টিটুকে এর প্রতিদান দিচ্ছেন সাধারণ মানুষ ও নেতা কর্মীরা,পূর্ণ সমর্থন দিয়ে।
তার ধারে কাছেও নেই কোন প্রার্থী,তা আপনি সবগুলো ওয়ার্ড ঘুরে ফিরে দেখলেই দেখতে পাবেন।

দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করি,রাজনৈতিক জীবনে ইকরামুল হক টিটুর মত এত আন্তরিক,অন্যকে সম্মান দেয়া,নেতা কর্মীর বিপদে এগিয়ে আসা,সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের কথা শুনা,সমাধান করার মত একজনও পাইনি,এমনটাই মন্তব্য একজন প্রবীণ রাজনীতি বিদের।।

"ঘড়ি" প্রতীকের প্রচারণার সময় স্বেচ্ছায় ইকরামুল হক টিটুর জন্য কাজ করা এক কর্মী জানান,আমরা যোগ্য প্রার্থী দেখেই সমর্থন জানিয়েছি,ময়মনসিংহ নগরবাসী সচেতন, তারা উন্নয়ন ও সাধারণ জনগণের বিপদে আপদে যে এগিয়ে আসে তাকেই বেছেঁ নিয়েছে।।

06/03/2024

"ঘড়ি" প্রতীকে নির্বাচন করা ইকরামুল হক টিটুকে রাজনৈতিক অঙ্গ সংগঠন সহ সর্ব সাধারনের অকুন্ঠ সমর্থন রেকর্ড গড়েছে।

শিশু থেকে কিশোর,যুবক থেকে প্রবীণদের এত স্বতঃস্ফূর্ত সমর্থন কেও দেখেনি।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক হয়ে তার প্রচারণায় নেমেছেন যা নির্বাচনী আমেজ বৃদ্ধি করেছে।।

সময়ের সঠিক সিদ্ধান্ত হিসেবে,
নগরের মানুষ ইকরামুল হক টিটুকে বেছে নিয়েছেন,
"ঘড়ি" প্রতীকে সমর্থন দিয়ে আপনিও যুক্ত হোন,নগরের উন্নয়নে,নগরের মানুষের কল্যানে।।

05/03/2024

৯ মার্চ জননেতা " ইকরামুল হক টিটু ভাই "কে "ঘড়ি" মার্কায় বিজয়ী করার লক্ষে ১৩ নং ওয়ার্ড এ "ঘড়ি" মার্কার মিছিল।
বিজয়ের মার্কা ঘড়ি মার্কা।
টিটু ভাই এর মার্কা "ঘড়ি" মার্কা।

নগরের জলাবদ্ধতা নিরসনে টেকসই উন্নয়নের জন্য ইকরামুল হক টিটুর প্রচেষ্টা সবসময় জনকল্যাণমুখী ছিল বলেই আজ জন সাধারণ তার নির্ব...
05/03/2024

নগরের জলাবদ্ধতা নিরসনে টেকসই উন্নয়নের জন্য ইকরামুল হক টিটুর প্রচেষ্টা সবসময় জনকল্যাণমুখী ছিল বলেই আজ জন সাধারণ তার নির্বাচনে "ঘড়ি" প্রতীক নিয়ে মাঠে নেমেছেন এ রকম উদাহরণ আসলে নগরের মানুষের টিটুর প্রতি আস্থা ও ভালবাসার বহ্নিপ্রকাশ।

নগরের উন্নয়নে,নগরের মানুষের কল্যানে
ইকরামুল হক টিটুর অগ্রযাত্রায় যুক্ত হতে নাগরিক সমাজের আহ্বান ময়মনসিংহে উদাহরণ হয়ে থাকবে।।

আসন্ন ০৯ ই মার্চ রাজনৈতিক ও সাধারণ মানুষের পূর্ণ সমর্থন পাওয়া ইকরামুল হক টিটুর"ঘড়ি" প্রতীকে ভোট দিয়ে
আগামীর উন্নত ও সমৃদ্ধ ময়মনসিংহ নগর গড়তে সহযোগী হোন।।

ইকরামুল হক টিটুকে বিজয়ী করতে স্বেচ্ছায় কাজ করছেন বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ।এটাই একজন যোগ্য ও প্রকৃত নেতার নিদর...
04/03/2024

ইকরামুল হক টিটুকে বিজয়ী করতে স্বেচ্ছায় কাজ করছেন বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ।

এটাই একজন যোগ্য ও প্রকৃত নেতার নিদর্শনঃ

যেখানে অন্য প্রার্থীরা মিথ্যাচার করে বেড়াচ্ছে জনবান্ধব নেতার বিরুদ্ধে সেখানে ইকরামুল হক টিটু তার কর্মীদের উদ্দেশ্য করে বলছেন,
একজন রিকশা চালক ভাই,
একজন অটো চালক ভাই,
একজন ক্ষুদ্র ব্যবসায়ী ভাই,
কিংবা যে কোন শ্রেণী পেশার মানুষের,
অধিকার আছে মেয়র নির্বাচন করার।

তাকেও সম্মান করতে হবে,তার বিপক্ষে কোন নেতিবাচক শব্দ,কর্মকান্ড প্রয়োগ করা যাবে না।

আর সেখানে যখন অন্য প্রার্থী তাদের নির্বাচনে জনসংযোগ না করে,কারো ইন্ধনে প্রকট মিথ্যাচার ছড়ানোর মিশন নিয়ে মাঠে নেমেছে,
তার বিরুদ্ধে বারংবার মিথ্যা প্রচার করতে গিয়ে জনতার হাতে ধৃত হয়েছে।
মিথ্যা সংবাদ সম্মেলন করে অভিযোগ দায়ের করার পর পুলিশ সিসি টিভি ফুটেজ দেখা সহ তদন্ত করে মিথ্যা পেয়েছে,যা দৈনিক সংবাদ মাধ্যম গুলোতে প্রকাশিত।

সেখানেই পার্থক্য বুঝা যায়,কে জনগণের উন্নয়নের জন্য নির্বাচন করছে আর কে উদ্দেশ্য হাসিল করার জন্য নির্বাচনে এসেছে।

নগরবাসী তাদের প্রকৃত নেতা,জনসেবক ইকরামুল হক টিটুকে কে পেয়ে গেছে,অন্য প্রার্থীদের মিথ্যা প্রচারণা ও ধরা পড়ায় জনমনে টিটুর বিপক্ষে লড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে জনগন রুষ্ট হয়েছে, এমনটাই মন্তব্য নাম প্রকাশ না করা একজন রাজনৈতিক নেতার।

০৯ তারিখ "ঘড়ি" প্রতীকে ইকরামুল হক টিটুকে বিজয়ী করে,নগরের উন্নয়নে,নগরের মানুষের জন্য
আপনিও অংশ নিন প্রাণের ময়মনসিংহকে উন্নত ও সমৃদ্ধ করতে আপনার সমর্থন ও ভোট নিশ্চিত করে।

এবারের বিজয় ময়মনসিংহের মানুষের বিজয়
এবারের নির্বাচন গণ মানুষের উন্নত সমৃদ্ধ ময়মনসিংহ গড়ার নির্বাচন।

04/03/2024

জননেতা "জনাব ইকরামুল হক টিটু "ভাইয়ের
১৫ নং ওয়ার্ডে
আগমণ উপলক্ষে ছাত্রলীগ নেতা-কর্মী দের উল্লাস।
🕰️🕰️🕰️🕰️🕰️⏰⏰⏰⏰

সময়ের সঠিক সিদ্ধান্ত নিন ঘড়ি মার্কায় ভোট দিন ⏰⏰⏰⏰

Address

221,Baridhara
Dhaka
1000

Telephone

+8801618287539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Studio 4D posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Studio 4D:

Share