
25/08/2024
পুরো দেশের মানুষ যখন একসাথে বন্যায় আছে, ঠিক তেমনি মনটাও পৃথিবীর সবকিছুর অন্তরালে, তাদের সাথে আছে। কখনো কান্না ,কখনও হৃদয় রক্ত খরন হচ্ছে, কখন ও নিজের ভেতর ত্যাগের কান্নায় কেউ চিৎকার করছে, ভাবলাম একি হল? দেখলাম হৃদয় রক্তাক্ত, অনুভূতির বাকরুদ্ধতা আছড়ে পরছে, তিনি উত্তম পরিকল্পনাকারী আমাদের ভবিষ্যৎ নির্ধারনকারী, সকল প্রাণের মুক্তির আশায় বুক বাঁধলাম।