
01/08/2025
বাংলাদেশ পেল ডাবল স্লট: FFWS Global Finals 2025-এ দ্বিগুণ প্রতিনিধি
ঢাকা, ১ আগস্ট ২০২৫
Free Fire World Series (FFWS) Global Finals 2025-এ বাংলাদেশ এবার পেয়েছে দুইটি স্লট। অর্থাৎ, এবারের গ্লোবাল ফাইনালসে বাংলাদেশের পক্ষ থেকে দুটি দল অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
Garena কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অঞ্চলভিত্তিক পারফরম্যান্স ও কমিউনিটির ক্রমবর্ধমান আগ্রহের ভিত্তিতে এবার বাংলাদেশের জন্য এই ডাবল স্লট বরাদ্দ করা হয়েছে।
এই ঘোষণা বাংলাদেশের ই-স্পোর্টস অঙ্গনে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। খুব শিগগিরই শুরু হবে দল নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার, যখন একই আসরে দুটি দল গ্লোবাল পর্যায়ে অংশগ্রহণ করবে।