Rakib Rayhan Joy On The Go

Rakib Rayhan Joy On The Go ®তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে?তুমি কি আমার শত ভুলের আবার বারন হবে�
(1)

"সাদা মানেই পবিত্রতা, আর জুম্মার দিন মানেই মহান আল্লাহর কাছে আত্মসমর্পণের বিশেষ মুহূর্ত। সপ্তাহের সেরা দিনে চলুন বেশি বে...
19/09/2025

"সাদা মানেই পবিত্রতা, আর জুম্মার দিন মানেই মহান আল্লাহর কাছে আত্মসমর্পণের বিশেষ মুহূর্ত। সপ্তাহের সেরা দিনে চলুন বেশি বেশি দুরুদ পাঠ করি।"
​সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জুম্মা মোবারক। ✨🤲🫂

Rakib Rayhan Joy On The Go N H Has AN

#জুম্মা_মোবারক

জিন সম্পর্কিত হাদিস​রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,​"জিন তিন প্রকারের হয়ে থাকে: এক প্রকারের জিন বাতাসে উড়ে বেড়ায়। আরেক প্রক...
12/09/2025

জিন সম্পর্কিত হাদিস
​রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
​"জিন তিন প্রকারের হয়ে থাকে: এক প্রকারের জিন বাতাসে উড়ে বেড়ায়। আরেক প্রকার সাপ ও কুকুরের রূপ ধারণ করে এবং শেষ প্রকারটি একস্থানে বাস করে বা ভ্রমণ করে।"
​(সূত্র: তাবারানী, হাকিম ও বায়হাকী; হাদিসটি সহীহ)
​হাদিসের ব্যাখ্যা:
​এই হাদিসটি থেকে আমরা জিনের কয়েকটি অবস্থা সম্পর্কে জানতে পারি। জিন আল্লাহ্‌র এক বিশেষ সৃষ্টি, যারা আমাদের দৃষ্টির অগোচরে থাকে। হাদিস অনুযায়ী, তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি রয়েছে। কিছু জিনের উড়ে চলার ক্ষমতা আছে, অন্যরা বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে, এবং কিছু জিন পৃথিবীতে মানুষের কাছাকাছি বিভিন্ন স্থানে বসবাস করে। এই হাদিসটি আমাদেরকে অদৃশ্য জগৎ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে।

​ #ইসলাম #হাদিস #কুরআন #আল্লাহ #রাসূল #ঈমান #মুসলিম

08/09/2025

New Action Movie 2025

“সূর্যাস্তের আকাশ, ঝলমলে আলো আর মসজিদের মিনার…এমন দৃশ্য যেন জান্নাতেরই এক ঝলক। 🕌✨সৌন্দর্য যেখানে বিশ্বাসের সাথে মিশে যায়...
08/09/2025

“সূর্যাস্তের আকাশ, ঝলমলে আলো আর মসজিদের মিনার…
এমন দৃশ্য যেন জান্নাতেরই এক ঝলক। 🕌✨
সৌন্দর্য যেখানে বিশ্বাসের সাথে মিশে যায়।”


✨ "যখন কলম থেমে যায়, তখন আল্লাহর নামই হৃদয়ে সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে জ্বলে উঠে… 💖🕌" ✨



#আল্লাহ #ইসলামিক
fans

কোরআনের ভাষায় চন্দ্রগ্রহণচন্দ্র-সূর্য মহান আল্লাহর অনন্য এক সৃষ্টি। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সূর্যকে ...
07/09/2025

কোরআনের ভাষায় চন্দ্রগ্রহণ

চন্দ্র-সূর্য মহান আল্লাহর অনন্য এক সৃষ্টি। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সূর্যকে মাধ্যম বানিয়েছেন। চাঁদের মধ্যেও রেখেছেন মানুষের নানা উপকার। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে আলো গ্রহণ করেই পৃথিবীতে সে স্নিগ্ধ আলো ছড়ায়। সেদিকে ইঙ্গিত করেই আল্লাহ তায়ালা বলেন, ‘তিনিই সত্তা, যিনি সূর্যকে কিরণোজ্জ্বল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন।’ (সুরা ইউনুস : ৫)

সুরা কিয়ামাতে রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, তখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে’ (আয়াত : ৭-৯)। উল্লিখিত আয়াতে ‘চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়া’- এর বাস্তব রূপই হচ্ছে চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণ সম্পর্কে নবীজির (সা.) নির্দেশনা

অন্ধকার যুগে মানুষ মনে করত, দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের জন্য কোনো অঘটন ঘটলে চন্দ্র বা সূর্যগ্রহণ হয়। নবীজির (সা.) ছেলে ইবরাহিম ইবনে মুহাম্মদের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে সাহাবায়ে কেরাম তা বলাবলি করছিলেন। শুনে রাসুল (সা.) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে তাদের সুস্পষ্ট বর্ণনা দেন।
তিনি (সা.) বলেন, ‘সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে, তখন আল্লাহর কাছে দোয়া করবে, তাঁর মহত্ব ঘোষণা করবে, তাকবির বলবে, নামাজ আদায় করবে এবং সদকা প্রদান করবে।’ (বোখারি : ১০৪০, আবু দাউদ : ১১৭৭)

চন্দ্রগ্রহণের নামাজ

সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত । ইসলামের পরিভাষায় এটিকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়। নবীজি (সা.) এ নামাজ আদায় করেছেন। ‘তাই সালাতুল খুসুফ’ আদায় করা সুন্নাত। (বোখারি : ৯৮৩)

কীভাবে পড়বেন

চন্দ্রগ্রহণের নামাজ একাকী আদায় করাই সুন্নত। সূর্যগ্রহণের নামাজ জামাতে আদায় করার নিয়ম থাকলেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তা সুন্নত নয়। তাই চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার প্রয়োজন নেই। (বাদায়েউস সানাঈ : ১/২৮২)
কত রাকাত পড়বেন

যারা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবেন, তারা নিজ নিজ বাসায় ফজরের নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ আদায় করবেন। ইচ্ছা করলে চার রাকাত বা এর চেয়ে বেশিও পড়া যাবে, তবে প্রত্যেক দুই বা চার রাকাত পরপর সালাম ফেরাতে হবে। অন্যান্য নফল নামাজের মতো এ নামাজেও আজান-একামত নেই। নামাজ শেষে চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জিকির, দোয়া ও মোনাজাতে মশগুল থাকবে। (বোখারি, আল-মাবসুত, শারহুল বিকায়া)

“যেখানে লক্ষ কোটি হৃদয় একসাথে সিজদায় মিলে যায়,যেখানে প্রতিটি দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়—সেই ঘরই হলো কাবা শরীফ। 🕋🤲আ...
07/09/2025

“যেখানে লক্ষ কোটি হৃদয় একসাথে সিজদায় মিলে যায়,
যেখানে প্রতিটি দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়—
সেই ঘরই হলো কাবা শরীফ। 🕋🤲
আল্লাহ আমাদের সবাইকে এখানে আসার তাওফিক দিন।”

সূর্যের আলোয় ঝলমল করে উঠেছে প্রিয় নবীজি ﷺ এর রওজা মুবারক…যেখানে ভালোবাসা, ঈমান আর শান্তির সাগর মিলেমিশে একাকার। 🕌✨”     ...
06/09/2025

সূর্যের আলোয় ঝলমল করে উঠেছে প্রিয় নবীজি ﷺ এর রওজা মুবারক…
যেখানে ভালোবাসা, ঈমান আর শান্তির সাগর মিলেমিশে একাকার। 🕌✨”


fans
Rakib Rayhan Joy
N H Has AN

✨ "যখন কলম থেমে যায়, তখন আল্লাহর নামই হৃদয়ে সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে জ্বলে উঠে… 💖🕌" ✨                       #আল্লাহ ...
04/09/2025

✨ "যখন কলম থেমে যায়, তখন আল্লাহর নামই হৃদয়ে সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে জ্বলে উঠে… 💖🕌" ✨



#আল্লাহ #ইসলামিক
fans

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Rayhan Joy On The Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category