24/05/2025
তিনি অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিল😥
এই জাতি এক বেলা বিরিয়ানি খেয়ে আর পাঁচশ টাকার কাছে ভোট বিক্রি করে খুশি । এরা ধনীর কাছে মাথা নত করে হাত পেতে নিয়েই খুশি । এদের জীবন যেভাবে গেছে সন্তানদের জীবন এভাবেই যাবে এটা দেখেই খুশি । এখানে যোগ্য ব্যক্তির দাম নেই।
বিশ্বে মেয়েরা প্লেন উড়াতে চায় , মর্যাদার উচ্চ পর্যায়ে বসতে চায় । সারা বিশ্বে বড় বড় কোম্পানিতে নিজেদের বেস্ট দিয়ে ইতিহাসে নাম লেখায়। আর বাঙালি মেয়ে নিজেকে পতিতা বানানোর লাইসেন্স চায়, কাপড় ছাড়া হাটতে চায় , সমান অধিকারের নামে সমাজে নোংরামি ছড়াতে চায়,পুরুষকে পায়ের নিচে রাখতে । সে জাতি আর যাই হোক উচ্চ মর্যাদার স্থান দখল করবে না।
যে জাতি চুরি , বাটপারি, ঘুষকে পেশা হিসেবে বেছে নেয় । দেশের শাসন ভার অযোগ্যের হাতে দিতে চায় তাদের ধ্বংস অনিবার্য।
একটা সময় ভাবতাম দেশের ভাল ভাল স্টুডেন্টরা কেন দেশের বাহিরে চলে যায় । ওরা এই দেশে থেকে তো দেশের উন্নয়ন করতে পারে । কিন্ত এখন মনে করি ওরাই ঠিক। কারণ এদেশ কোনদিনই যোগ্য ব্যক্তির সম্মান দেয়নি ভবিষ্যতেও দিবে না। এই দেশে চোর পায় চেয়ার আর শিক্ষক থাকে দাঁড়িয়ে । এর চেয়ে লজ্জা আর কি হতে পারে ।